
(আমার)মাথার বুদ্বুদেরা সারাক্ষণ ঘুরপাক খায়
ঘুরপাক খায়, আত্মবিশ্বাসের ঝনঝন রোদ্দুরে,
এ-কথা ও-কথা ভেবে-ভেবে, এ-দিকে ও-দিকে তাকায়;
উড়তে থাকা উজ্জ্বল-রোদ ভেসে বেড়ায় রঙ-বেরঙে।
নির্লিপ্ত আলসেমির লাল-চোখে ভাবতে-বসি
স্তম্ভিত হওয়ার মত আতঙ্ক-ভাবনা কতটা জরুরী?
আর জরুরী যদি হবেই, কেন-ই বা তা জরুরী!
তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?
জোরে-জোরে জোর-করা হাসিটি না-হয়
পরে-ও হাসা যাবে, আলস্যের কোলে মাথা ছুঁইয়ে,
ভর দুপুরে পাহাড় সমান মহত্তর নির্লিপ্ততা নিয়ে
আলস্য এবার নিমিষের লাস্য-লীলায় ঘুমিয়ে গেল
পাশ ফিরে, নিষ্ক্রিয় নিষ্প্রিয়তার ভান ধরে!
ছবি ……নেট থেকে।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কোনকিছুই দরকার নেই, শুধু নিজের জায়গায় ঠিক থাকুন, জরুরী ভেবে সবকিছু অস্থির করা চলবেনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
অবশ্যই অস্থিরতা এ সময়ে পরিহার করতেই হবে।
আপনিও ভাল থাকুন।
এস.জেড বাবু
তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?
উদাসী সরকার / সারা দুনিয়া / চিকিৎসাবিদ্যা-
পরম করুনাময় কৃপা করেন যদি
একদা হাসবে “মন খুলে” পরবর্তি (টিকে থাকা) মানবজাতির ধ্বংশাবশেষ।
চমৎকার লিখেছেন।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের অবশ্যই টিকিয়ে রাখবেন, তাঁর দয়ায়।
আলস্য কে আমরা জয় করবোই।
শুভ কামনা আপনার জন্য।
এস.জেড বাবু
মনটা তেজোদিপ্ত থাকুক যে কোন সময়ে-
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।
প্রার্থনার কিয়দংশ আমাদের জন্যও রাখবেন এই প্রত্যাশা।
ছাইরাছ হেলাল
আগে হাদিয়ার ব্যাপরটি ফয়ছালা হোক, মুফেতে কিছু পাওয়ার সিস্টেম নাই।
সাবিনা ইয়াসমিন
আলস্য-স্থবিরতার শক্তি বেশি। ধিরে ধিরে সব নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
ঠ্যাং তোলা ছবিটা দেখার মতো হয়েছে।
ছাইরাছ হেলাল
এখানে আলস্য সহায়ক শক্তি হিসাবে এসেছে,
বন্ধুত্ব নিয়ে, শত্রুতা নিয়ে নয়।
পড়ায় মন নেই।
নেটের ছবি, কৃতিত্ব সেখানের।
সাবিনা ইয়াসমিন
আপনারও কমেন্টে ধ্যান নেই। কি লিখলাম আর কি বুঝলেন!!
ছাইরাছ হেলাল
আহা! কত-ই-না অজানা!
সাবিনা ইয়াসমিন
মুখ ভ্যাংচানোর ইমো পাচ্ছিনা,, কমেন্টের সাথে ওটাও মনে মনে দেখুন 😕😕
ছাইরাছ হেলাল
এখন ও পান-নি!!
সুরাইয়া পারভীন
জোর জবরদস্তি করে যেমন হাসি আসে না তেমনি জোর জবরদস্তি করে আলস্যের কোলে মাথা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমাও যায় না।
ছাইরাছ হেলাল
তবে আলস্যের সাথে ভাব জমাতে পাড়লে ঘটনা কিন্তু ভিন্ন হয়,
এখানে যা হয়েছে।
ভাল থাকুন নিরন্তর।
সুপায়ন বড়ুয়া
আলস্য করে সটান হয়ে ঘুমাতে অনেক মজা
যা এখন নিয়ত হয়।
ভাল থাকবেন ভাইজান, শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কিছু আলস্য হয়ত আমাদের পাওনা হয়ে গিয়েছি,
১১ তারিখ পর্যন্ত চালু থাকবে।
ভাল থাকুন ভাই।
সুপায়ন বড়ুয়া
জনজীবন স্থবির হলে।
বিপদ আরো বাড়বে বৈ
কমবে না।
ছাইরাছ হেলাল
স্থবিরতা নেমে এসেছে ইতমধ্যেই।
আপনিও ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
আলস্য ঘুমিয়ে রয়,
জেগে উঠবে না তো আবার?
ছাইরাছ হেলাল
অবশ্যই সে জেগে উঠবে,
ভয় না দেখিয়ে।
ফয়জুল মহী
দারুণ লেখা , একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
ছাইরাছ হেলাল
অবশ্যই আল্লাহ আমাদের একমাত্র রক্ষাকারী।
ধন্যবাদ।
হালিম নজরুল
“তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?”
—————–ভাললাগা প্রশ্ন
ছাইরাছ হেলাল
আপনি মন দিয়ে পড়েন দেখে ভাল লাগে।
সাথে-ই থাকুন।
হালিম নজরুল
ভালবাসা
ছাইরাছ হেলাল
আপনাকেও।