#করোনায় “কেউ মরছেনা”, “মরছে সর্দি-কাশি, জ্বর নিয়ে”। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবং আপনার মন্ত্রীদের এবং ডাক্তারদের সেদিকে একটু নজর দিতে বলুন। নইলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি নিজেই তা বুঝতে পারছেননা।

#আমদের মৌলিক চাহিদার একটি সুচিকিৎসা এই যদি তার নমুনা হয় তবে চাইনা এমন দেশ।
চাইনা স্বাধীনতার অধিকার।চাইনা সুনাগরিকের উপাধি।

#তিনমাস চলে গেছে প্রস্তুতি নিতে নিতে কিন্তু এখনও সময় আছে।

#সুচিকিৎসা নিশ্চিত করুণ।
#সঠিক তথ্য প্রকাশের পথ নিশ্চত করুণ।
#হোম কোয়ারেন্টাইন বৃদ্ধি করুণ,কঠোর লকডাউন আরোপ করুণ।
#সন্দেহভাজন রোগীর তালিকা এবং পরীক্ষা নিশ্চিত করুণ।
#দরিদ্র মানুষের একমাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেবার নিশ্চয়তা প্রদানে আশ্বস্ত করে তাদের ঘরে থাকতে বলুন।
#প্রতিটি হাসপাতালে টেস্ট কিট, পিপিই দিয়ে ডাক্তারের চিকিৎসা সেবা দিতে কঠোর ব্যবস্থা গ্রহন করুণ।
#দেশে কারফিউ জারি করুণ।

#মানুষের জীবন নিয়ে অবহেলা না করে মানবিক হোন।
মানুষের প্রতি সদয় হোন।
দেশের স্বার্থে,জনগণের স্বার্থে এমন হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করবেন না।
দেশের বিপদ চলে যাবে,সংকট চলে যাবে, কিন্তু দায় থেকে যাবে সারাজীবন। সেই দায় থেকে নিজেকে মুক্ত করুণ।

৭৬২জন ৬৫০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ