
অন্ধকারে দাঁড়িয়ে আছি, নিদ্রালু চোখে
ঝুঁকে পড়া নিরাভরণ নগর রাত্রিতে,
নিপুণ নেশালু নিঃশ্বাস-প্রশ্বাস, নিরন্তর/পুনর্বার;
ভান করে জাগি/জেগে থাকি, নিস্তব্ধতা নিয়ে, নৈঃশব্দ ভুলে,
অপেক্ষার ফোঁটা-ফোঁটা শিশির, গলে-গলে পড়ে নিস্তরঙ্গ নদীতে;
চাঁদের ফেলে রাখ/ফেলে যাওয়া দেয়াল-ছায়ায়
পাতাদের ঝরে যাওয়া অদ্ভুত আওয়াজ
ভেসে থাকে, ফাঁকা বিবর্ণতায়;
বেদনা-প্রাণ তর্কাতীত অবিশ্রান্ততায় আয়ুর অপচয়ে
শুশ্রূষা খোঁজে, সমাহিত অন্তরে, একটি মাত্র প্রার্থনায়;
হে প্রভু,
স্মরণে থাকুন, স্মরণে রাখুন,
প্রতি পলে, প্রতি ক্ষণে।
ছবি……নেট থেকে;
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হে প্রভু,
স্মরণে থাকুন, স্মরণে রাখুন,
প্রতি পলে, প্রতি ক্ষণে। ঈশ্বর সহায় হোন। এই দুর্যোগ দুর্দশা থেকে মুক্তি দিক। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
সবাই নিরাপদে থাকুন এই প্রার্থনা রাখি।
সুপায়ন বড়ুয়া
“হে প্রভু,
স্মরণে থাকুন, স্মরণে রাখুন,
প্রতি পলে, প্রতি ক্ষণে। “
আপনার প্রার্থনা সবার জীবনে
সুস্থতা ও স্বস্থি নেমে আসুক।
ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনি/আপনারা ভাল থাকবেন, প্রার্থনায় রাখবেন।
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
মৃত্যু নির্ধারিত
মরতে তো হবেই একদিন
কিন্তু এমন মৃত্যু চাইনা প্রভু
মৃত্যুর পরে আপনজনেরা শেষ দেখা দেখবে না
লাশ ছুঁবে না ধুবে না দাফন কাফন হবে না
পরম করুণাময় মহান রাব্বুল আলামীন আমাদের ক্ষমা করুন।
ছাইরাছ হেলাল
আমরা মহা-মহিমের কাছে শুধুই প্রার্থনা জানাতে পারি মাত্র।
অবশ্যই তিনি আমাদের তাঁর ক্ষমায় রাখবেন।
আপনিও নিরাপদে থাকুন।
তৌহিদ
আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এটাই প্রার্থনা। তাঁর কাছেই ক্ষমা প্রার্থণা করছি।
ছাইরাছ হেলাল
অবশ্যই একমাত্র তাঁর-ই কাছে ক্ষমার আর্জি জানাই,
ভাল থাকবেন আপনি।
তৌহিদ
আপনিও ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
ভাল থাকুক সবাই।
হালিম নজরুল
ভান করে জেগে থাকি, নিস্তব্ধতা নিয়ে,
নৈঃশব্দ ভুলে,অপেক্ষার ফোঁটা-ফোঁটা শিশির,
গলে-গলে পড়ে নিস্তরঙ্গ নদীতে।
——–চমৎকার কথামালা।
ছাইরাছ হেলাল
ভাল থেকে নিরাপদে থাকুন।
ধন্যবাদ।
নুরহোসেন
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন অনেক।
ইসিয়াক
হে প্রভু,
স্মরণে থাকুন, স্মরণে রাখুন,
প্রতি পলে, প্রতি ক্ষণে।
ভালো থাকুন ভাইয়া।শুভকামনা।
ছাইরাছ হেলাল
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।
কামাল উদ্দিন
শ্রষ্টায় বিশ্বাস মনে তৃপ্তি আনে। তার কাছে নিজেকে নিবেদনে মনকে প্রশান্ত করে…….শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই তিনি শেষ এবং একমাত্র আশ্রয়।
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
একমাত্র প্রভুই পারেন আমাদেরকে রক্ষা করতে এখন,
ছাইরাছ হেলাল
আমরা তার ই সাহায্য চাই।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা।
আল্লাহ্ আমাদের সবাইকে হেফাযত করুন।
শুভ কামনা আপনার জন্য।
ছাইরাছ হেলাল
তিনি রহমান, তিনিই রহিম।
ভাল থেকে নিরাপদে থাকবেন।
ধন্যবাদ।
এস.জেড বাবু
আল্লাহ রহমতের মালিক
তিনিই রক্ষা করবেন-
আমরা পারি নিজেদের পরিচ্ছন্ন করে রাখতে-
স্মরণে থাকতে / রাখতে পরিচ্ছন্ন থাকা অতি গুরুত্বপূর্ণ বিষয়।
ভালো থাকুন
ছাইরাছ হেলাল
শারীরিক ও মানসিক ভাবে পরিচ্ছন্ন হয়ে/থেকে
আমরা সর্বশক্তিমানের কাছে ক্ষমা প্রার্থনা করি।
আপনি ও নিরাপদে থাকবেন।
এস.জেড বাবু
ইনশাআল্লাহ-
চেষ্টা অব্যহত থাকবে।
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।