
একটা বৃষ্টি যেন বদলে দিতে পারে পরিবেশ।
একটা বৃষ্টি পরিচ্ছন্ন করে দিতে পারে চারপাশের বাতাসে মিশে থাকা উড়ন্ত পরমাণুসম ধুলিকনা আর যত বজ্য।
কেমন যেন বে-খেয়ালি হয়ে আছে প্রকৃতি,
নিজের স্বরূপ যেন ভুলতে বসেছে সহস্র কোটি বছরের শেষে।
শীতের শেষে বসন্ত পেড়িয়ে যায়,
যেন হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আছে ধরিত্রির বুক।
টিনের চালে ধুলির আস্তর, ধুল জমে আছে পাতায় লতায় আর দুনিয়ার সমস্ত সবুজের সৌন্দর্য-
একটা বৃষ্টি দাও বিধাতা-
স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র।
বর্ষণের শেষে উর্বর মাটির বুক চিরে দুটি খুঁড়ি মেলতে দাও সোনালী সূর্যটার ঘুম ভাঙ্গার কালে।
– 0-
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হুম বৃষ্টি দরকার। প্রকৃতির সাথে সাথে মানুষের মন ও যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় এমন বৃষ্টি চাই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
এস.জেড বাবু
আসুক একটা বৃষ্টি
নামুক একটা মেঘের ভেলা
হউক বর্ষণ
ধুয়ে মুছে যাক বর্তমানের সমস্ত জটিলতা-
শুভকামনা আপু
সুপায়ন বড়ুয়া
“একটা বৃষ্টি দাও বিধাতা-
স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র। “
আপনার প্রত্যাশা পুরণ হোক
ধরনী ফিরে পাক আপন মহিমা।
শুভ কামনা।
এস.জেড বাবু
যে কোনও উছিলায় একটা পরিবর্তন হউক বর্তমানের। একটা পরিশুদ্ধ বিশুদ্ধতা নেমে আসুক বিধাতার আশির্বাদ হয়ে।
একটা বৃষ্টি চাই। যেন ধুয়ে মুছে যায় সব।
ধন্যবাদ দাদা
জিসান শা ইকরাম
অবশ্যই বৃষ্টি আসবে প্রকৃতির নির্দিষ্ট সময়ে।
শুভ কামনা।
এস.জেড বাবু
ঋতূ বৈচিত্রের নির্দিষ্ট সময় যে পাড় হয়ে যাচ্ছে ভাইজান।
যতটা শুনেছি / বিগত সময়ে অল্পস্বল্প দেখেছি যে, শীতের শেষে, বসন্তের মাঝামাঝি বৃষ্টি হলে আবহাওয়া পরিচ্ছন্ন হয়, হাঁস মুরগীর জীবানু নাশ হয় / মড়ক লাগা মহামারি বন্ধ হয়।
আল্লাহ সব ভাল জানেন, তিনিই রহমতের বর্ষণ গড়িয়ে দিবেন।
সাবিনা ইয়াসমিন
একটা বৃষ্টি আসুক সব ধুয়ে দিতে,
শীতল ঝরঝর বৃষ্টি ধারায় বয়ে যাক পৃথিবীর যাবতীয় রোগ-শোক-ক্লান্তি,
একটা বৃষ্টি আসুক প্রশান্তির পরশ নিয়ে।
শুভ কামনা বাবু ভাই 🌹🌹
এস.জেড বাবু
আমার কেন যেন মনে হয়-
একটা বৃষ্টি সত্যি সত্যি পাল্টে দিতে পারে সমস্ত প্রেক্ষাপট-
অঝর বৃষ্টির ধারায় ধুয়ে মুছে যাবে চলমান যত সমস্যা।
বিধাতা তেমন একটা বর্ষণ দিক-
অনেক ভালো থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি মানেই প্রকৃতির পরিচ্ছন্নতা, তাই আমরা অপেক্ষা করি বৃষ্টির। প্রতি বছর এই দিনগুলোতে কাল বৈশাখী ঝড়ের সূচনা দেখি। সাথে বরফ বৃষ্টি। হেমন্ত আর শীতের জমানো ধুলো, মশা, জীবাণু গুলো ধুয়ে যায়। আমরা কিছুটা হাফ ছেড়ে বাঁচার প্রয়াস পাই। তবে এখন যে মহামারীর সাথে গোটা বিশ্ব লড়ছে তাতে বৃষ্টি কি আশির্বাদ রুপে আসবে নাকি অভিশাপ হয়ে, তা শুধুমাত্র বিধাতাই জানেন।
এস.জেড বাবু
শুভ প্রত্যাশা রাখতে পারি তো আপু
বিধাতা দেখিয়ে দিন না এমন কোন কারিশমা, যেখানে বৃষ্টির সাথে ভেসে যাবে করোনার ভয়াবহতা।
এদেশের প্রেক্ষাপটে- তিনিই যে একমাত্র ভরসা।
হালিম নজরুল
একটা বৃষ্টি দাও বিধাতা-
স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র।
এস.জেড বাবু
জ্বী ভাইজান
কেমন যেন রেগে / অভিমানে আছে প্রকৃতি আমাদের উপর।
শুভেচ্ছা রইলো
সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আসুক তবে ঝমঝমিয়ে বৃষ্টি
ধুয়ে দিক মুছে দিক সমস্ত অশনি মরণঘাতী মহামারী
করোনাকে।
চমৎকার লিখেছেন ভাইয়া
এস.জেড বাবু
আমিন
সুম্মাআমিন
আপনার চাওয়া কবুল হউক।
কৃতজ্ঞতা প্রিয় আপু
ছাইরাছ হেলাল
আসুক বৃষ্টির নব ধারা
পাথুরে আসমান বেয়ে,
সুস্থির পরশে,
মাটির তপ্ত বুকে।
এস.জেড বাবু
সামাণ্য বৃষ্টি
যেন লেবু গুড়ের শরবতের মতো খাবে এই ধরিত্রি।
আসুক বৃষ্টি- সুস্থির পরশে।
শুভেচ্ছা ভাইজান।
সুস্থ থাকুন
তৌহিদ
ঝুম বৃষ্টি চাই, পরিবেশটা যেন অন্ধকার ভৌতিক হয়ে আছে। মেঘ কেটে যাবার অভিপ্রায়ে বৃষ্টি চাই অঝোর ধারায়।
ভালো থাকবেন ভাই।
এস.জেড বাবু
বাহ্
চাওয়া মিলে গেল
পাওয়া হয়ে যাবে নিশ্চই।
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।
তৌহিদ
ভালো থাকবেনন ভাই।
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন। উপভোগ্য পড়া।
এস.জেড বাবু
কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।
ভালো থাকবেন
সুস্থ থাকবেন
সুরাইয়া নার্গিস
অনেক সুন্দর লেখা বৃষ্টি আমার ভিষন প্রিয় ছোটবেলা বৃষ্টিতে ভেজার জন্য আম্মু মাইর দিতেন তবু ভিজতাম এখনো বৃষ্টি হলে ভিজি।
দেশের এমন অবস্থায় আল্লাহ্ কাছে দোয়া চাই বৃষ্টি নামুক পৃথিবীর সকল মাহামারী রোগ,সকল সমস্যা সকল কিছু ধুয়ে মুছে দিক প্রকৃতি নতুন প্রান ফিরে আসুক,জনজীবনে শান্তি আসুক এই কামনাই করি।
একবার বৃষ্টি আসুক আমি ভিজতে চাই, প্রকৃতির মাঝে মিশতে চাই।
শুভ কামনা রইল আপু,ভালো থাকুন।
এস.জেড বাবু
চমৎকার লিখেছেন আপু
ইচ্ছের জয় হউক ।
কবুল করুন বিধাতা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
নিয়মিত লিখুন- সবার লিখা পড়ুন।
ভাল থাকবেন/ সুস্থ থাকবেন।
সুরাইয়া নার্গিস
ইনশাল্লাহ্ চেষ্টা করবো