
দাদা হয়েছি গতকাল। হসপিটালে ওটির সামনে বসে থেকে খুব গরম লাগছিলো। তাই জিএফসি স্ট্যান্ড ফ্যানটা হাই স্পীডে চালিয়ে সামনে বসেছিলাম। নাতনীর মুখ দেখে হসপিটাল থেকে বের হওয়ার পরই অনুভব করলাম গলাটা বেশ ভালোই ব্যাথা করছে। একটু আধটু হাচি কাঁশিও আসছে,করোনার এই সময়ে লক্ষণটা ভালো নয়। ভাবলাম একটা কড়া লাল চা খেয়ে গলা ব্যাথাটা কমিয়ে নেই। পরিচিত দোকানী রাত এগারটায় আমাকে কখনো ওর দোকানে দেখেনি। চায়ের কথা বলার পর দেখলাম অন্যদের অর্ডারে বানানো চায়ের কাপটাই আমাকে দিয়া দিল। চায়ের তীব্র গরম গলার ভেতর লাগলে হয়তো ব্যাথাটা কিছু কমবে এই ভেবে তীব্র গরম চা মুখে চালান করে দিলাম। জিহ্বাটা পুড়ে একটা ডাবল ব্যাথায় পড়ে গেলাম।
বাকী চা টুকু আস্তে আস্তে পান করছি, আর যাতে জিহ্বাটা আরো পুড়ে না যায়। পাশের ভাংগারি দোকানের ছেলেটা চায়ের দোকানে এসে চা রুটির অর্ডার করে আমার সামনের টুলটায় বসল। অন্য একজনকে জিজ্ঞেস করলো কাল থেকে নাকি সব কিছু বন্ধ হয়ে যাবে? সে বললো অবশ্যই বন্ধ করবে, টিভির খবর দেখিসনি? দেখলাম ছেলেটার মনটা খুবই খারাপ হয়ে গেল। হয়তো তার ইনকাম বন্ধ হয়ে গেলে উপোস করার শংকা এসে মনে ভর করেছে। আমারও মনটা খারাপ হলো, কিন্তু এখানে যে আমাদের কারো হাত নেই।
৩০টি মন্তব্য
মনির হোসেন মমি
ক্রান্তিক্ষণ সময়ে এসেছো ধরণীর বুকে তুমি
সদা ভাল থেকো সুস্থ থেকো জাতির নাতী।
অনেক অনেক দোয়া ও আদর রইল।
কামাল উদ্দিন
ধন্যবাদ মমি ভাই, করোনা নিয়ে খুবই শংকায় আছি। আমাদের মতো ছোট খাট ব্যবসায়ীদের ভবিষ্যত কি হবে ঠিক বুঝে উঠতে পারছি না। আমার বড় ছেলের ঘরের নাতনীটা কখন আসবে, করোনার মাঝে কোথায় ডাক্তার পাবো এমন শংকায় ছিলাম। এখন মনে কিছুটা শান্তি পাচ্ছি।
নিতাই বাবু
আমার মনে সারাবিশ্বের এরকম ক্লান্তিলগ্নে এ যেন এক শান্তির দূত হয়ে আমাদের মাঝে দেখা দিয়েছে। নতুন অতিথি দীর্ঘ জীবন কামনায়, ওঁং শান্তি ওঁং শান্তি!
কামাল উদ্দিন
ওঁং শান্তি ওঁং শান্তি! কেমন আছেন দাদা?
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন ভাইজান।
বেঁচে থাকলে আবার সাম্রাজ্য আসবে ফিরে
সাবধানের মার নাই।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
হুমম, এখন আমাদের সবার বেঁচে থাকার যুদ্ধ।
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ।এই দুঃসময়ে নাতির মুখটা দেখে মনটা ভরে গেল। দীর্ঘজীবী হও। আপনি নিজের খেয়াল রাখবেন। শুভ কামনা রইলো আপনাদের সবার জন্য
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনার জন্যও শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
এ সময়ে এমন সময়ে বেশি কিছু বলছি না, বলবো না (পরে) এমন-ও না।
পাওনায় লিখে রাখলাম।
শিশু-জীবন সুন্দর সাবলীল হোক তা কামনায় রাখি।
মেঘ কেটে যাবেই।
কামাল উদ্দিন
সময় ভালো হলে পাওনা পরিশোধের একটা চেষ্টা অবশ্যই করব বড় ভাই।
ছাইরাছ হেলাল
আল্লাহর ইচ্ছেয় মনে থাকলেই হয়,
যা ভুলো-মন আমাদের!
জিসান শা ইকরাম
নতুন আগন্তকের জন্য শুভ কামনা।
এক অনিশ্চিত অবস্থায় দিন পার করছি আমরা।
কামাল উদ্দিন
খেটে খাওয়া মানুষদের জন্য খুব বেশী অনিশ্চিৎ ভবিষ্যত অপেক্ষা করছে মনে হয়, শুভেচ্ছা জানবেন ভাই।
ফয়জুল মহী
দোয়া ও ভালোবাসা । এবং আপনাকে ফুলেল শুভেচ্ছা। জয় হোক ভয়ের।
কামাল উদ্দিন
জয় হোক ভয়ের
সাবিনা ইয়াসমিন
প্রথমেই দাদা সাহেবকে অভিনন্দন, নতুন অতিথিকে অনেক অনেক আদর আর ভালোবাসা দিলাম :)। দোয়া করি বড় হয়ে উজ্বল মানুষ হোক।
টানা দশদিনের অবসরের কথা শুনে অনেক মানুষ যেমন খুশি তেমনি গৃহবন্দীত্ব মেনে নিয়ে অনেকেরই মন বিষন্ন হয়ে গেছে। কিন্তু নিত্ত খেটে খাওয়া মানুষের ভেতরে জমে যাচ্ছে আর্তনাদ। তাদের হাত-পা একদিন অবসরে থাকার মানে হলো নিজের পেট সহ ঘরের চুলাটিকেও অবসরে রাখা। সেখানে দশ দিন, তাও সম্পূর্ণ নির্দিষ্ট নয়। এরপরে কি হবে কেউ জানি না 🙁
আল্লাহ তার বান্দাদের সহায় হোন। আমরা তারই মুখাপেক্ষী।
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
নিত্য খেটে খাওয়া মানুষদের জন্য সরকার কিছু একটা করার ঘোষণা দিয়াছে, কিন্তু সেটা কতোটা সবাই পাবে দেখার বিষয়…….শুভেচ্ছা জানবেন আপু।
তৌহিদ
আপনি দাদা মানে আমিও দাদা। এই মন বিষন্নের সময়ে এমন একটি খবরে মন ভালো হলো ভাই। আপনাকে এবং ছেলেকে অভিনন্দন।
নাতির জন্য অনেক দোয়া রইলো। সকলেই ভালো থাকবেন।
আল্লাহ সহায়।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, কোয়ারেন্টাইনের এই সময়টা আশা করছি নাতনীকে নিয়ে কেটে যাবে।
নাজমুল হুদা
দাদা হওয়ার জন্য স্বাগতম।
নতুন মানুষের সুস্বাস্থ্য কামনা করছি।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন সব সময়।
ইসিয়াক
নাতির জন্য অনেক দোয়া রইলো।
ভালো থাকুন সুস্থ থাকুন।
আপনজন নিয়ে সতর্ক থাকুন।
দোয়া রইলো।
কামাল উদ্দিন
হুমম, এই সময়ে আমাদের সবারই বিশেষ সতর্কটা অবলম্বন করা উচিৎ
সুরাইয়া পারভীন
অভিনন্দন
নবজাতকের জন্য রইল অনেক দোয়া ও শুভকামনা
বিশ্বব্যাপী মরণঘাতী মহামারী থেকে রক্ষা পাক।
গত কয়েক দিন গলা ব্যথায় আমিও ভুগছি। সুস্থতা কামনা করছি।
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, প্রতিদিনই গরম লাগে বলে ফ্যান ছেড়ে ঘুমাই, সকালে উঠে গলা ব্যথায় চা খাই 🙂
এস.জেড বাবু
নাতী/নাতনীর জন্য অনেক দোয়া,
সময়ের প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনা যেমন হয়,
চমৎকার ভাবে লিখেছেন।
আল্লাহ সবাইকে রক্ষা করবেন, তিনিই পরম দয়ালু।
কামাল উদ্দিন
হুমম, সৃষ্টি কর্তায় ভরসা রাখলে মনটা ভালো থাকে।
এস.জেড বাবু
জ্বী ভাই
ভালো থাকবেন।
হালিম নজরুল
মঙ্গলময় সকলকে ভাল রাখুক।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, শুভ কামনা সব সময়।