
=================
পাপের পাপি হয়ে
করোনা ভাইরাসে
যাবো না- যাবো না মরে!
মরণ আমার ঘুম পারিনি
চাঁদের দেশে- আদর সহাগেনি-
ক্ষীণ সময়ের আরধনা-
আফসোস অনুতাপের কাঁন্না;
ভয় ভয় রাত- পুহালেই জয়-
ভিন্ন কথা- নীতি ঘর রূপের চরণ
পবিত্রতার আত্মক্ষরণ;
পাপ কি আমায় দেখেছে
করোনার জ্বলন্ত আগুন-
জ্বলে পুড়ে নিঃশ্বাস হলো-
না ফিরা দেশে আহা কি করুণ?
প্রভু দোয়াময় চাই না
করোনা দেহে মরণ!
এতটুকু পুণ্য বলে স্বাভাবিক
মৃত্যু দিয়ো শয়নে-
চাই না শুধু কোন ভাইরাসে
কষ্ট দিনে দিনে মরণ;
চাই শুধু স্বাভাবিক মৃত্যু্।
০৪ চৈত্র ১৪২৬, ১৮ মার্চ ২০
——————————-
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ স্বাভাবিক মৃত্যুই সবার কাম্য। ঈশ্বর সহায় হোন সবার জন্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপর্ণা দিদি
এই কাম্যই হোক সকলের
ভাল ও সুস্থ থাকবেন
জিসান শা ইকরাম
খুব আতংকের মাঝে আছি ভাই,
করোনার মৃত্যু চাইনা।
ভাল লিখেছেন।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি জিসান দা
আসলে আতংক কি আল্লাহ ভরসা
ভাল ও সুস্থ থাকবেন———
ছাইরাছ হেলাল
স্বাভাবিক মৃত্যুই আমাদের সবার কাম্য।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা
আমাদের জীবননে তাই হোক
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
ভাইরে ভাইরাস ভাইরাস আর ভালো লাগে না।
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা জীবনটাই এক ভাইরাস
কোন দিকে যাবেন ভাইরাস আর ভাইরাস
মজাতে ভাইরাস কষ্টতে ভাইরাস
শুধু মিশে যাওয়া আগ পর্যন্ত ভাইরাস পাবেন
সেদিন মিশে যাবেন সেইদিন থেকে আর ভাইরাস পাবেন না
সাবিনা ইয়াসমিন
সবার জীবনে স্বাভাবিক মৃত্যু আসুক এটাই কামনা করি। দূর্ঘটনার মৃত্যু চাইনা। দয়ালু আল্লাহ তায়ালা আমাদের যেন ক্ষমা করেন।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সাবিনা আপু
আমাদের জীবননে তাই হোক
ভাল ও সুস্থ থাকবেন———
সুপায়ন বড়ুয়া
“চাই না শুধু কোন ভাইরাসে
কষ্ট দিনে দিনে মরণ;
চাই শুধু স্বাভাবিক মৃত্যু্। “
তাই তো চাই বন্ধু।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপায়ন দা
আমাদের জীবননে তাই হোক
ভাল ও সুস্থ থাকবেন———
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই