
কালরাতে ইব্রাহীম হুজুররে স্বপ্নে দেখেছি। দেখি তিনি করোনার কাছে হাতজোর করে ক্ষমাপ্রার্থনা করছেন আর বলছেন- এদেশে আসবেননা বাপ, আমার মাহফিল বন্ধ হবার যোগার যে!! তার বদলে আপনি এদেশ থেকে চলে যাবার আমল বলুন।
করোনার প্রতিউত্তরে বলছে- যাব, আর আমলও জানিয়ে যাব। তবে তার আগে 1.q7+6=13 বানাইয়া যে আকামডা করছস বাও! আর কাউরে ধরি না ধরি, তোগরে খামচানি দিমুই। আর একজনতো আমার নাম ক্যারিনা দিয়েছে। এত্ত অপমান!! একথা বলেই করোনা হযরতরে অজায়গা বেজায়গায় কাতুকুতু দেয়া শুরু করলো।
হঠাৎ পাশ থেকে একটি ব্রয়লার মুরগী কোত্থেকে যেন উড়ে এসে হুজুরের মাথার উপর ঝাপাং করে বসে কিছু একটা করতে যাচ্ছিলো। বুঝলাম সমকামী ব্যাখ্যার ঝাল ঝাড়তে সেও করোনার সাথে যুক্ত হয়ে তার ফাইনাল কর্মটি এই সাড়বে বলে!
হুজুর বলছেন- ভাই ব্রয়লার!! আপনি মাথার উপরে কি করছেন?
প্রতিউত্তরে ব্রয়লার বলছে- বাটে পড়ে এখন ভাই ডাকছেন! আমাদের সমকামীর ধারক বাহক বানিয়ে যে অবিচার করেছেন; আল্লাহ্ স্বাক্ষী, আজ এমন আকাম করবো ক্লিয়ার শ্যাম্পুতো দূরের কথা সার্ফ এক্সেল দিয়ে মাথা মাজলেও তার দাগ থেকে যাবে হুজুর!
এদিকে হুজুরের অবস্থা বেগতিক আর আমি উত্তেজনার শিহরিত! আনন্দে হেডফোন কানে লাগিয়ে গান শুনছি। আহ! সে এক সুমধুর সুর! যেন আমি নিরো’র বাঁশির সুরের লহরি শুনতে পাচ্ছি অথচ রোম (পড়ুন হযরতের পিছুয়ারা) জ্বলছে!
একবার ভাবুনতো – বগলে করোনার কাতুকুতু, মাথার উপরে ব্রয়লারের পিচুত পিচুত! কি একটা অবস্থা! চোখের সামনে এসব দেখে উত্তেজনায় হাত পা অবশ হয়ে আসতে লাগলো আমার।
স্বপ্নে আমি শিহরিত হবার সর্বোচ্চ পর্যায়ে কানের কাছে বেখাপ্পা চিঁ চিঁ সুরে ঘুম ভেঙে গেলো গেলো। ধড়মড়িয়ে বিছানা থেকে উঠে দেখি- হাতে রক্তের দাগ! দুই কানের কাছে রক্ত! মাথা ঘামে ভিজে জ্যাবজ্যাব করছে!
প্রিয় সোনেলাবাসী, ঘুম ভেঙে যাবার ফলে করোনার দেয়া প্রতিরোধমূলক আসল আমলটি শুনতে পাইনি। তাই আজ দিতে পারলামনা বলে দুঃখিত। তবে অনুরোধ, করোনা আমার কিছুই করবেনা এমন অলীক স্বপ্নে আর গড্ডালিকায় গা না ভাসিয়ে নিজস্ব সচেতনতা বৃদ্ধি করুন এক্ষুনি।
করোনাভাইরাস ছড়িয়ে পরলে একমাত্র আপনার সচেতন কর্মকাণ্ডই আপনাকে রক্ষা করতে পারে। কোন হুজুরের দেয়া অযৌক্তিক আমল নয়। এই মুহুর্তে নিজের আমলই হচ্ছে সবচেয়ে বড় আমল।
আর হ্যা, হাতে রক্তের দাগগুলি কিসের ছিলো তাও একটু ভাবুনতো! মাথা না খাটালে চলবে?
২৭টি মন্তব্য
রেহানা বীথি
দুর্দান্ত শুরু। চলুক ভাই।
তৌহিদ
আপু ফেসবুকে এখন হুজুররা সরব। হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা।
সচেতন থাকুন। শুভকামনা রইলো।
রেহানা বীথি
সেই অবস্থা তো আমারও ভাই।
কামাল উদ্দিন
এই হুজুরদের পাছায় সকাল বিকাল লাথ্থি মারতে পারলে করোনা কিছুটা হলেও দূর ওয়ার সম্ভাবনা জেগে উঠতে পারে।
তৌহিদ
তাদের বেয়াক্কিলি কথাবার্তা শুনলে মেজাজ গরম হয়ে যায় ভাই। সবার সচেতনতা এখন জরুরি। অথচ তারা পরে আছে হাস্যরসাত্মক ওয়াজ নিয়ে। আশ্চর্য!!
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
আপনিও ভাই সব সময় ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
যাক এইসব হুজুরদের ওয়াজ মাহফিল থেকে মুক্তি পাওয়া গেল। আর হাতে কি মশার রক্ত ছিলো? রম্য কাহিনী খুব মজা লাগলো। ক্লিয়ার শ্যাম্পুতো দূরের কথা সার্ফ এক্সেল দিয়ে মাথা মাজলেও তার দাগ থেকে যাবে হুজুর!🤣🤣🤣🤣। দারুন। ভালো থাকুন সবসময়
তৌহিদ
এদের হাত থেকে নিস্তার নেই আপু। দেশের এই জরুরি মূহুর্তেও এরা এমন ফানি টাইপ বক্তৃতা দিতে পারে দেখে অবাক হতে হয়।
ভালো থাকবেন আপু।
প্রদীপ চক্রবর্তী
দাদা
দুর্দান্ত রম্য গল্প।
এই মুহুর্তে নিজের আমলই হচ্ছে সবচেয়ে বড় আমল।
একদম ঠিক দাদা এছাড়া আর আমাদের কোন উপায় নেই।
তৌহিদ
হ্যা দাদা, স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবসময়। সতর্ক থাকুন।
ভালো থাকবেন দাদা।
নিতাই বাবু
আপনার গল্পের হুজুর যা-ই বলুক-না-কেন, আমাদের এলাকার কিছু হুজুরা সত্যি সত্যি করোনা ভাইরাস থেকে মুক্তি পাবার জন্য আরবি অক্ষরে ছাপা দোয়াদরুদ সংবলিত কাগজ এলাকার ওয়ালে- দেয়ালে, ঘরের আনাচে-কানাচেতে, তার খাম্বার গায়ে লাগিয়ে দিয়েছে। সাথে লাগিয়েছে সবার জন্য সোবাহান আল্লাহ দোয়ার কাগজ। তাঁদের এরকম মহৎকাজের জন্য হয়তো প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস থেকে আমাদের এলাকার সবাই রক্ষা পেয়ে যাবে। হুজুরদের জন্য শুভকামনা থাকলো।
তৌহিদ
আল্লাহ তাদের বুঝদান করুন। সৃস্টিকর্তা সহায় দাদা। তবে সতর্কতা জরুরি সবার।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি
হা হা হা বড় হাসাইলেন।ঘরে ঘরে দোয়া লাগানোর হিড়িক পড়ে গেছে। রক্তের দাগ কী ডেঙ্গু বংশধরের?
তৌহিদ
দোয়া পড়বে ভালো কথা তবে এরা সচেতনতা আর সতর্কতার কথা বলেনা কেন?
ভালো থাকবেন ভাই।
তৌহিদ
হ্যা ভাই, মশা ছিলো ☺☺
সুপায়ন বড়ুয়া
হা হা হা মজা পাইলাম
মশার কামরে স্বপ্নটা ও দেখা হয় না।
করোনার গল্পটাও জানা হলো না।
শুভ কামনা
তৌহিদ
ইস! স্বপ্নটা আর একটুক্ষন থাকলেই পেয়ে যেতাম দাদা। দুর্ভাগ্যই বলতে হবে।
ভালো থাকবেন দাদা।
ফয়জুল মহী
ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
তৌহিদ
আল্লাহ্ ভরসা ভাই।
ছাইরাছ হেলাল
আপনি বেলাইলে আছেন, তওবা করে জায়গা মত আসুন!
আহা এন্টারকোটিক !!!!
তৌহিদ
আস্তাগফিরুল্লাহ!! কি কন ভাইসাব? আল্লাহ মাফ করুন।
ভালো থাকবেন ভাইজান।
হালিম নজরুল
খুব ভাল লাগল।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
হুজুররা পুরাই বিনোদন দিয়ে যাচ্ছে আমাদের।
রম্য ভাল লেগেছে।
শুভ কামনা।
তৌহিদ
হুজুরদের বিনোদনে অনলাইন সয়লাব ভাই। এদের হুঁশ কেন হয়না তাই ভাবি?
ভালো থাকবেন ভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবসময়।