
======================
একদিন মৃত্তিকার গায়ে হরেক
রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;
কত স্বপ্ন রঙিন আশা ছিল-
যেন আকাশ সমূহ- তবুও মৃত্তিকার
জানাই ছিল না, প্রণয়ের আদুরে খুনি ছিল।
সমস্ত বাগান জুড়ে সু-গন্ধী ঘ্রাণ
যেনো এক অপরুপ সৌন্দর্যের পৃথিবী!
কখনো উত্তাপ- কখনো বিনম্র শ্রদ্ধা;
বুঝায় যায়নি অন্তরে খুন নামের নিঠুর বুলেট
তারপরও বুঝল না কেনো, কিছিল ষড়যন্ত্র?
কত স্নেহ মন, কত আদর করেছিল,
তবুও ওরা বুঝেনি- কেনো বুঝবে
ভিতরেছিল লাভ লালসা অহংকারী এক ইদুর মাটি-
এরাই পারে খুব সহজে খুন করতে,
শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল
কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!
অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।
২৮ ফাল্গুণ ১৪২৬, ১২ মার্চ ২০
———————————-
২৪টি মন্তব্য
হালিম নজরুল
প্রণয়ের আদুরে খুনি ছিল।
———-চমৎকার কথা
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———
সাবিনা ইয়াসমিন
যারা লোভ-লালসাকে লালন করে, যারা অহংকারী মনোভাব আঁকড়ে বাঁচে, যারা ইতিহাসের অভিধান কলংকিত করে, তারাই খুন করতে পারে। প্রণয়ের বেলাতেও একই অবস্থান।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সাবিনা আপু কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
ইঞ্জা
যাদের মন পাথরের চাইতেও কঠিন, তারাই খুন করতে পারে।
ভাই একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, প্লিজ খেয়াল রাখবেন ২৪ ঘন্টার আগে কোন পোস্ট নয়, আপনি এই পোস্টটি ২৪ ঘন্টা পূরণ হওয়ার আগেই দিয়ে দিয়েছেন।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি ইঞ্জা দা মনে থাকবে ২৪ ঘন্টার আগে আর কোন পোস্ট দিব না
কাব্যপাঠে সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
সুপর্ণা ফাল্গুনী
লোভ লালসা, অহংকার, হিংসা এগুলো একজন মানুষকে সহজেই খুনী বানাতে পারে। এগুলো মনে একবার বাসা বাঁধলে প্রনয়, ভালোবাসা, আদর, মমতা সব উধাও হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপর্ণা দিদি সেক্ষেত্রে তাই খুন করেছে প্রণয়
কাব্যপাঠে সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
সুনিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মহী দা কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
সাখিয়ারা আক্তার তন্নী
একদিন মৃত্তিকার গায়ে হরেক
রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;
এই জায়গাটুকু অসম্ভব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি তন্নী আপু এভাবেই খুন হয়েছে
কাব্যপাঠে সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
যেখানে প্রণয়ের অবস্থান সেখানে খুন!!!
ভালবাসার বদলে ঘৃনার আবর্তে খুন
হায়রে ভালবাসা হায়রে প্রেম
অন্তর মমে থাকবে সোহাগি ওম
সেথায় হলো গুম।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মজিবর দা একক প্রেম তাই করেছে খুন
কাব্যপাঠে সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভাল রেখেছে লিটন ভাই। ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
এতো হায়েনার রক্ত-ভালোবাসা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
সুপায়ন বড়ুয়া
লোভ লালসা মানুষকে করে অন্ধ
প্রতিহিংসা পরায়ন খুনী।
সার্থক রুপায়ন।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপায়ন দা কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
রাফি আরাফাত
শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল
কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!
অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।
যথেষ্ট ভালো লাগার লেখা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি রাফি দা কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———
sagor shaikh
অসাধারণ লেখনী
সাগর আর্শেম
অসাধারণ লেখনী
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সাগর দা কাব্যপাঠে
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
আশা করি ভাল ও সুস্থ থাকবেন———