
=========================
সেই দিন উষ্ণতাই পাগলছিল
আমার বুঝার খুব ভুলছিল!
অথচ কৃষ্ণচুড়া ঝরে গিয়েছিল বুঝিনি
এখন পাগলামীটা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ
শুধু রাতের পর রাত ঘুম রাহালো;
তবুও মাঝে মাঝে এক ভবের সাগরে
ভাসিয়ে যাই- জানি কোথায়- কোথায়?
শত বর্ণমালা হারিয়েছে- সবুজ সোনালি মাঠ প্রান্তর
জানি না কখনো হবে কি মিতালি
শ্মাশান ধু ধু পরে আছে দক্ষিণার জল ঘাট।
তারপরও সরলতার প্রণয়ছিল খুব-
সরলতায় ছুঁয়ে গিয়েছিল একমুঠো কৃষ্ণচূড়ার পাপড়ি-
অথচ অবজ্ঞায় সব ভুলেই গেছে সে!
আর আমি আজও কৃষ্ণচুড়া খুঁজি-
লাল টুকটুকে পাপড়িগুলো!
ভাবিনি কারণ সরলতার প্রণয় ছিল।
২৭ ফাল্গুণ ১৪২৬, ১১ মার্চ ২০
———————————-
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হায়রে সরলতা। অন্যের অবজ্ঞাই শুধু জুটে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
জ্বি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করেছেন
জীবনটাই এক অবজ্ঞার ঘাট
চলছি শুধু মাঠপ্রান্তর—–
ভাল ও সুস্থ থাকবেন
ইঞ্জা
বেশ লিখেছেন ভাই, খুব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি ইঞ্জা দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন——-
ইঞ্জা
শুভেচ্ছা অনিঃশেষ
ত্রিস্তান
অসাধারণ লিখেছেন ভাই। প্রণয়ের অনুভূতি সরলতায় মিশ্রিত হলেই ভালো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি আপনাকেউ শুভ কামনা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন——-
ফয়জুল মহী
পরিপাটি লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মহী দা তাই নাকি আমার মন ছুঁয়ে গেল
ভাল ও সুস্থ থাকবেন——-
ছাইরাছ হেলাল
সরলতা এখন খুব দূর্লভ বিষয়।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা
সুন্দর বলেছেন অনেক প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন——-
মোঃ মজিবর রহমান
সরল প্রণয়ে জিইয়ে থাকুক অন্তর মমে।
থাকুক প্রাণে কৃষ্ণচূড়ার লাল পাড় ও টিপ থাক। আশা রাখি।
আলমগীর সরকার লিটন
জ্বি মজিবর দা
সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন
মনির হোসেন মমি
প্রেমে সরলতায় প্রেম প্রণয়ের ক্ষণকে মধুর করে৴ চলুক প্রেমপ্রণয় সরলতায়। কবিতাটি পঠযোগ্য পারফেক্ট কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি মমি দা
সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন
হালিম নজরুল
তারপরও সরলতার প্রণয়ছিল খুব
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত
ভাল ও সুস্থ থাকবেন
sagor shaikh
অথচ অবজ্ঞায় সব ভুলেগেছে সে!!!