সরলতার প্রণয়

আলমগীর সরকার লিটন ১১ মার্চ ২০২০, বুধবার, ১১:৫৩:৩৮পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

=========================
সেই দিন উষ্ণতাই পাগলছিল
আমার বুঝার খুব ভুলছিল!
অথচ কৃষ্ণচুড়া ঝরে গিয়েছিল বুঝিনি
এখন পাগলামীটা স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ
শুধু রাতের পর রাত ঘুম রাহালো;

তবুও মাঝে মাঝে এক ভবের সাগরে
ভাসিয়ে যাই- জানি কোথায়- কোথায়?
শত বর্ণমালা হারিয়েছে- সবুজ সোনালি মাঠ প্রান্তর
জানি না কখনো হবে কি মিতালি
শ্মাশান ধু ধু পরে আছে দক্ষিণার জল ঘাট।

তারপরও সরলতার প্রণয়ছিল খুব-
সরলতায় ছুঁয়ে গিয়েছিল একমুঠো কৃষ্ণচূড়ার পাপড়ি-
অথচ অবজ্ঞায় সব ভুলেই গেছে সে!
আর আমি আজও কৃষ্ণচুড়া খুঁজি-
লাল টুকটুকে পাপড়িগুলো!
ভাবিনি কারণ সরলতার প্রণয় ছিল।

২৭ ফাল্গুণ ১৪২৬, ১১ মার্চ ২০
———————————-

৯০৮জন ৭৯৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ