অনেক আগে বিটিভিতে একটা এ্যাড খুবই জনপ্রিয় ছিল,বাড়িতে জামাই এসেছে ,ইলিশ মাছ দিয়ে ভাত খেতে বসে জামাই পচা লাইটের আলোতে কাঁটাকুটা কিছুই দেখেনা,শ্যালক বাবু কোথা থেকে যেন ফিলিপস বাতি এনে লাগাতেই সেই বিখ্যাত ডায়ালগ ”মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস”।
বেশ কিছু বছর ধরে বাংলাদেশে নদীতে ডিম পাড়ার সময় ইলিশ মাছ ধরা,বিক্রয়,পরিবহন নিষিদ্ধ করার কারনে এর উৎপাদন অনেক বেড়ে গেছে।দেশের মানুষ এখন চাষের মাছের উপর নির্ভরশীল হলেও ইলিশের সিজনে চাষের মাছের দাম অনেক কমে যায় এবং মাছ চাষীরা ব্যাপক ক্ষতির সম্মূখীন হয়।ইলিশ মাছের অতুলনীয় স্বাদ-গন্ধের সাথে অন্য মাছের তুলনা চলেনা। ইলিশ মাছ খেতে বসলে দুটো ঘটনা সবসময় মনে পড়ে একটি প্রথমে উল্লেখ করেছি অন্যটি এখন বলবো।
আমাদের বিশ্ববিদ্যালয়ের B বিলডিংয়ের সামনে একটা টেলিফোনের বুথ ছিল । কয়েন দিয়ে কল করতে হতো। একদিন দেখি এক পরম বন্ধুর মন খুবই খারাপ,সে জানতে পেরেছে তার এক মেয়ে বন্ধু কার সাথে যেন টাংকি মারে। একথা শোনার পর মেজাজ প্রচন্ড বিগড়ে গেল। টেলিফোন বুথে যেয়ে ঐ মেয়েকে ফোন করে বললাম ”আর যদি ঐ বেটার লগে তোমারে দেখি…খবর আছে”,অপর প্রান্ত থেকে কে বলছেন …কে বলছেন বলে অস্হির।
পরেরদিন সকালের বাসে দুই বন্ধু ক্যামপাসে এসে ঐ মেয়েকে বললাম ,কি হয়েছে তোমাদের ,আমাদের পরম বন্ধুতো রাতেরবেলা বিষ খেয়েছে।হাসপাতালে ওয়াস করার পর এখন একটু সুস্হ । ওয়াস করার সময় যখন গলা দিয়ে নল ঢুকায় তখন বন্ধু চিৎকার করে বলছিল -মরে গেলাম মরে গেলাম। ডাক্তার বলেছে মরে যাওয়ার জন্যইতো বিষ খাইছিলে এখন এমন করো কেন।বন্ধু একটু পর ছাড়া পাবে ,খুব ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবার ইচ্ছা পোষন করেছে। দুপুরে পরম বন্ধুসহ আমরা আম্বরখানা আল- মারজান হোটেলে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে যাবো। একথা শুনে বেচারা বলে ফেলল আমিও যেতে চাই ,ইলিশ মাছ আমার ফেভারিট মাছ।
আল-মারজান হোটেলে সবাই খেতে বসেছি। পরম বন্ধু সবাইকে ইলিশের ভালো টুকরোগুলো তুলে দিয়ে সে নিল লেজ। সবাই একটু অবাক হবার ভান করে বললাম ,কালকে বিষ খাইলি আজকে যদি গলায় মাছের লেজের কাঁটা বিধে তাহলে খবর আছে। জ্ঞানী বন্ধু আমাদের বলল “ শোন, মাছের পচন ধরে মাথা থেকে , লেজে পচন ধরে সবার শেষে,পদ্মার ইলিশ সিলেট পর্যন্ত আসতে খুব বেশী ভাল থাকার কথা না” । আমরা বন্ধুরা সবাই তখন একটু সন্দেহ নিয়ে পাতের ইলিশ মাছের পেটির দিকে তাকালাম—-কে খেতে চায় পচা মাছ।।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ। সেই পুরানো এড এ ফিরে গেলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
মরে যাবার জন্যেই বিষ খাওয়া, আবার সেই মরার ভয়েই চিৎকার করে ডাক্তারের মাথা খারাপ করে দেয়া!! এটাকেই বলে আবেগের আত্মহত্যা 🙂 🙂
বেচারা বেঁচে থাকা নিশ্চিত হতেই প্রিয় খাবারটিই খেতে চাইলো।
ভালো লেগেছে, আবার হাসিও পেলো স্বরণীয় ইলিশ গল্পে। আমরা এভাবেই ব্যাক্তি/ বস্তুর মাঝে সোনালী অতীতের ডালা মেলি।
শুভ কামনা রইলো দাদা 🌹🌹
এস.জেড বাবু
নতুন জীবন রিটার্ন পেয়ে শখের খাবার খাওয়া-
গল্পে দারুন গতি- আরও পড়তে মন চাইছিলো।
সুন্দর লিখা-
ও মানিক- কি বাতি আনছো ?
—বাত্তির রাজা ফিলিপ্স।
হাহাহা , চমৎকার ছিলো।
মনির হোসেন মমি
মাছের রাজা ইলিশ যা এখন রাজারাই খায়। বন্ধুর শেষ ইচ্ছাটা পুরণ হল তাহলে। দারুণ লিখেন আপনি সেই ৯০এ নিয়ে গেলেন।
হালিম নজরুল
ইলিশ এখন সহজে কপালে জোটে না।
ফয়জুল মহী
সুপাঠ্য লেখা ।
আলমগীর সরকার লিটন
সত্যই খুবি জনপ্রিয়তা ছিল মাছের রাজা ইলিশ বাতির রাজা ফিলিপস——–
সুপায়ন বড়ুয়া
ভারী মজা পেলাম।
বিষের সাথে ইলিশ মাছের স্বাধ ও নিলাম।
শুভ কামনা।
ইঞ্জা
ভাই হাসছি মনে মনে, তাও দম ফাটা হাসি, বেশ মজার কাহিনী শুনালেন আজ, খুব ভালো লাগলো।
সুরাইয়া নার্গিস
দারুন মজার গল্প ভাইয়া, আমিও হাসলাম তবে লোভও হচ্ছে ইলিশ তো আমারও প্রিয় খাওয়া শেষ না হলে আমার জন্য রাখবেন হা হা হা হা।
ইলিশ বলে কথা মরা থেকে বেঁচেও খাওয়ার ইচ্ছা হয় তাহলে পোষ্ট পড়ে আমার খেতে লোভ হলে এটা দোষের কিছু না নিশ্চই হা হা হা হা…!
শুভ কামনা রইল ভাইয়া
মহানন্দ
ধন্যবাদ সবাইকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। মজার ব্যাপার হলো আমার বন্ধু কিন্তু বিষ খায়নি ..ওটা আমাদের বানানো গল্প ছিল এবং পরবর্তীতে ওরা ক্যামপাসের জনপ্রিয় জুটী ছিল🐟
কামাল উদ্দিন
লেখনিতে ভাইটামিনে ভরপুর, বন্ধুর প্রেমিকাটি কি পরে মারজান হোটেলে ইলিশ খেতে এসেছিলো? 🙂