তবুও কেবল ইচ্ছে করে যাই ছুটে ঐ নদীর কাছে।
যে নদীটার অহংবোধে পাড় ভেঙেছে সকাল সকাল,
যে নদীটা ডুবিয়ে দিল ভরা ফসল,সুখের বাগান,
অবুঝ মাঠের উচুঁ ঢিবি।
যে নদীটা কেড়ে নিল মাঠের শ্যামল,
মন্দাক্রান্ত অসহায়ের এক মুঠো ভাত।
যে নদীটা ডুবিয়ে দিল ক্ষেতের লাঙল,ঘরসংসার,
অন্ধকারে খুঁজে পাওয়া আলোর নিশান।
ইচ্ছে করে সেই নদীটাই জাপটে ধরি,
আদর করি বুকের মাঝে খুব মমতায়।
যে নদীটা আজও ডাকে পরম মায়ায়।
যে নদীটা আকাশ দেখায়,চন্দ্র,সূরু্য,
হাত নেড়ে কয় কাছে এসো সবই তোমার।
সেই নদীটাই সব কেড়েছে ভিতর-বাহির।
তবুও আমি সুখেই আছি;কি নেই আমার?
নদীর বানে ঘর গিয়েছে,গৃহস্থালি।
তবুও আমি পরম সুখে স্বপ্ন দেখি,
ইচ্ছে করে যাই ছুটে ঐ নদীর কাছে।
ইচ্ছে করে আবর্জনার ঘোলাজলেই সাঁতার কাটি
(জনম-জনম,জনম-জনম,জনম-জনম)।)
***————————————–***
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নদী সব কেড়ে নেয় আবার নদী ছাড়া আমাদের জীবন ভাবাই যায় না। সবার বুকে একটা নদী থাকে, প্রেমের নদী। ধন্যবাদ ভাইয়া। কবিতা খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো
হালিম নজরুল
আপনার জন্যও শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
সহায় সম্বলহীন আমি বেশ আছি, সুখেই আছি
তাইতো বার বার ছুটে যেতে ইচ্ছে করে ঐ নদীটির কাছে।
চমৎকার প্রকাশ
হালিম নজরুল
সাথে থাকার জন্য ধন্যবাদ।
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
হালিম নজরুল
একরাশ ভালবাসা ভাই।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
চাইলেই কি দেয়া যায় ডুব সাতার
গহীনের ঐ ঘোলা-জলে,
যতই দেখি গৃহস্তালির সুখ-স্বপ্ন
আপন আপন মনে;
হালিম নজরুল
ভালবাসা নিবেন ভাই।
নিতাই বাবু
আপনার কবিতা পড়ে আমাদের নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীর কথাই মনে পড়ে যায়। তাই রোজ একবার হলেও মনের নদী প্রাণের নদীটাকে দেখতে যাই। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা দাদা।
নিতাই বাবু
এই সময়ে ভালো থাকবেন আশা করি।
সুপায়ন বড়ুয়া
“যে নদীটা আজও ডাকে পরম মায়ায়।
যে নদীটা আকাশ দেখায়,চন্দ্র,সূরু্য,
হাত নেড়ে কয় কাছে এসো সবই তোমার।
সেই নদীটাই সব কেড়েছে ভিতর-বাহির।”
মন ছুয়ে যায়
শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা রইল দাদা।
মনির হোসেন মমি
ক্ষতি সাধনেও ধন্য, কবির মনে নদীর প্রতি গভীর ভালবাসা খুব ভাল ভাবেই রপ্ত করেছেন। আবৃত্তি শুনতে হবে একদিন।
হালিম নজরুল
অবশ্যই শুনাবো ভাই।
জিসান শা ইকরাম
নদীর প্রেম ভিন্ন মাত্রায় উপস্থাপন করলেন,
ভালোই লেগেছে ভাই।
আপনার গল্প আমার ছেলেদের কাছে খুব ভাল লেগেছে,
ছেলেদের কারনে বইটি এখনো ভাগে পাইনি আমি 🙂
শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা রইল ভাই।
সৈকত দে
অসাধারণ লেখা, অনূভুতি প্রকাশ করার ভাষা নেই আমার কাছে।
হালিম নজরুল
খুবই অনুপ্রাণিত হলাম দাদা।
সাবিনা ইয়াসমিন
বুকের মাঝে গহীন নদী
কখনো সে আমার, কখনো আমি তার,
ভেঙে যায় সব কিছু
গড়ে দেয় যত অবক্ষয়,
অস্তিত্ব বাঁধা মোর নদীর সনে
উপকূল করি জয়।
নদী..
মিশে আছে আমাদের প্রানে/ গানে/ কবিতায়..
চমৎকার লিখেছেন নজরুল ভাই।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
আপনি খুব ভাল একজন কবিতাবোদ্ধা, শুভকামনা রইল।
এস.জেড বাবু
যে নদীটা আজও ডাকে পরম মায়ায়।
যে নদীটা আকাশ দেখায়,চন্দ্র,সূরু্য,
হাত নেড়ে কয় কাছে এসো সবই তোমার।
আনকমন বিষয় নিয়ে লিখা-
ভালো লাগলো বেশ।
মুগ্ধতা।
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
কামাল উদ্দিন
মনটাকে নষ্টালজিক করে তুলল ভাই। আমার বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদ। কি দাপাদাপিই না করতাম ওখানে। আজ ওটা দুর্গন্ধ যুক্ত একটা নর্দমা ছাড়া কিছুইনা। যদিও ইচ্ছে করে ওকে বুকে জড়িয়ে রাখি।
হালিম নজরুল
অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা
সাখিয়ারা আক্তার তন্নী
স্বপ্নটাই তো মানুষকে বাঁচিয়ে রাখে,
নদী যেমন নেয়,আবার কিন্তু ফিরিয়ে দেয় তার সমস্ত ঋণের দায়।
ভালো লাগলো।
হালিম নজরুল
ভালবাসা বড়ই তৃপ্তির বড়ই যন্ত্রণার