
আজ খুঁজি ফের জনক তোমাকে বাংলার মাঠে ঘাটে
বিপ্লবী মহা -সংগ্রামী সেই একাত্তরের ঠাটে।
আজো হায়েনায় উল্লাস করে তোমার সোনার দেশে
ঘাতক শকুন ও শিকারী কুকুর বেড়ায় হেসে হেসে।
তোমার আঙ্গুলি এনে দিয়েছিল স্বাধিকার স্বাধীনতা
বলেছিলে “দেব রক্ত তবুও মানবোনা অধীনতা।
হুকুম দেবার নাও পারি যদি সামনে এগিয়ে যাও
দুর্গ বানাও শহর নগর, দুর্গ সোনার গাঁও।”
তোমার পরশে লড়তে শিখেছি,বাঁচতে শিখেছি রোজ
দুর্দিনে মহাদুর্যোগে পিতা তোমাকেই করি খোঁজ।
যুদ্ধ আবারও যুদ্ধ হবেই আনবোই জয় ছিনে
তিরিশ লক্ষ প্রানের বদলে যেসব দিয়েছো কিনে।
***——————————————-***
২৪টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
একটি দেশ,একটি তর্জনী,একটি প্রাণ,,
তুমি লক্ষকোটি জনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হালিম নজরুল
একদম তাই। ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। সুন্দর হয়েছে কবিতা। মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই মহান পিতা। ভালো থাকবেন শুভ কামনা
হালিম নজরুল
আপনার জন্যও শুভকামনা
জিসান শা ইকরাম
এমন নেতা আর আসবেন না দেশে, যার তর্জনির ইশারায় দুলেছিল সারে সাতকোটি মানুষ।
আজকের এই দিনে স্মরন করি জাতির পিতাকে।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।
ইঞ্জা
বঙ্গবন্ধু একটি ব্র্যান্ড, এই জাতি কখনো বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবেন, অসাধারণ লিখলেন ভাই, স্যালুট।
ইঞ্জা
ঋণ শোধ করতে পারবেনা। ★
হালিম নজরুল
স্যালুট মহামানবের প্রতি। স্যালুট আপনাকেও।
ইঞ্জা
ভালোবাসা অফুরান।
সৈকত দে
বিনম্র শ্রদ্ধা হে জাতির জনক।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
আলমগীর সরকার লিটন
অনেক শ্রদ্ধা জানাই
হালিম নজরুল
শুভকামনা রইল
সুপায়ন বড়ুয়া
বঙ্গবন্ধু মুজিব,
তুমি স্বাধীনতা অমর কাব্যের কবি।
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী
তোমার ডাকেই উদিত স্বাধীন বাংলার রবি।
বিনম্র শ্রদ্ধা । শুভ কামনা আপনাকে।
হালিম নজরুল
আপনার প্রতিও শ্রদ্ধা ও ভালবাসা দাদা।
সাবিনা ইয়াসমিন
বঙ্গবন্ধু স্বরণে লেখাটি ভালো লাগলো পড়ে।
বিনম্র শ্রদ্ধা মহান নেতার প্রতি।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা আপু।
ছাইরাছ হেলাল
আজ তাঁকেই স্মরি, হে মহান নেতা।
চির অম্লান চির ভাস্বর।
হালিম নজরুল
শ্রদ্ধা ও শুভকামনা ভাই।
মনির হোসেন মমি
মুজিব মানেই বাংলাদেশ।বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।জয় বাংলা মানে স্বাধীনতার সংগ্রাম। তর্জুনী অঙ্গুলীর ইশারায় একটি দেশ স্বাধীন হয় মুজিবই তার প্রমান। ক্লান্তিক্ষণ সময়ে এমন মহান নেতার বড় অভাব। খুব ভাল লাগল।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয়।
তৌহিদ
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা। অল্প কথায় চমৎকার লিখেছেন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ তৌহিদ ভাই।