সকাল-সন্ধ্যা আকাশ ঘোরো তুমি
চোখদুটোতে রঙিন চশমা এঁটে
মেঘ দ্যাখো’না,দ্যাখো’না এই ভূমি
ঘর খেয়েছো পর খেয়েছো চেটে
জন্মজাত ও আঁধার পায়ে দলে
ছুটলে তুমি আকাশপানে ধেয়ে
ঠিকানাটা অচিন দেখার ছলে
উঠলে মেতে ধারের রোদে নেয়ে
মাঝ আকাশে উঠলে তুমি যেই
মেঘগুলো সব ধরলো তোমায় ঘিরে
হঠাৎ তারা-চাঁদের আলো নেই
জনম দিকে চাইলে না তাও ফিরে
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
চেনোনি তো আসল সোনা খাঁটি
পড়লে ধপাস হারিয়ে জীবন রেখা
পথ হারিয়ে অন্ধকারে গেলে
জোছনা জোনাক দেয় না আলো আর
নিখাদ ছেড়ে মন্দটারে খেলে
মৃত্যুদায়ে দণ্ড দেবে কার?
———————0 0———————
২০টি মন্তব্য
নৃ মাসুদ রানা
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে ভাইয়া । ভালো থাকুন শুভ কামনা রইলো শুভ সকাল
হালিম নজরুল
শুভকামনা অফুরান
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
পথ হারালে আর কিছুই অবশিষ্ট থাকে না,
সত্যি-ই তো
আমরা ভাবি আসবে বুঝি আবার ফিরে।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল।
সুপায়ন বড়ুয়া
“মাঝ আকাশে উঠলে তুমি যেই
মেঘগুলো সব ধরলো তোমায় ঘিরে
হঠাৎ তারা-চাঁদের আলো নেই
জনম দিকে চাইলে না তাও ফিরে“
গতিহারা হলে যেমন থেমন থমকে দাঁড়ায়
আশাহীন হলে হলে মৃত্যু থাকে তাড়ায়।
শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই।
প্রদীপ চক্রবর্তী
বাহ্
অসাধারণ কাব্যকথন।
মুগ্ধতা রেখে গেলাম দাদা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
আরজু মুক্তা
পথ হারালে, পথ কি পাওয়া যায় না?
হালিম নজরুল
শুভকামনা রইল।
ফজলে রাব্বী সোয়েব
মুগ্ধতা রইলো।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
ইঞ্জা
মাটির দেশে পড়লে চিনতো মাটি
প্রেমের মন্ত্র দেশজুড়ে তার লেখা
চেনোনি তো আসল সোনা খাঁটি
পড়লে ধপাস হারিয়ে জীবন রেখা।
মুগ্ধতা অশেষ ভাই।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
ইঞ্জা
ভালোবাসা জানবেন ভাই।
হালিম নজরুল
সকলকে ধন্যবাদ