রক্তের ধারা

নাফিছা সুলতানা ইলমি ৩ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:২১:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

বংশ ফ্যামিলি এইসব কোনো বিষয় না।স্ট্রাগল করলেই মানুষ লক্ষ্যে পৌঁছাতে পারে।কিন্তু আসলেই কি এসব কোন বিষয় না?একজন মানুষ থার্ড ক্লাস অবস্থা থেকে যখন চট করে ফার্স্ট ক্লাসে অবস্থান করে,তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না।ধরাকে সরা জ্ঞান করতে থাকে।অহংকার আর পাপ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।কথায় আছে,রক্ত কথা বলে।সে তার রক্তের ধারা অনুযায়ী চলবে।যতই উচ্চ আসনেই সে যাক না কেন।

একজন চা ওয়ালা প্রধানমন্ত্রী হতেই পারে।তবে রক্তের ধারা অনুযায়ী সে তার কার্য পরিচালনা করে যাচ্ছে।তাই বংশ ফ্যামিলি রক্ত এইসব অবহেলার জিনিস নয়।খুবই গুরুত্বপূর্ণ।

১৭৩জন ৬৯৪জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ