
আজ ২ মার্চ (সোমবার) ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রথম পতাকা শিল্পী শিবনারায়ণ দাস কে।
১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অপর ছাত্রনেতা শাজাহান সিরাজ।
২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।
বিদেশের মাটিতে ( ভারতের কলকাতায়) বাংলাদেশ মিশনে ১৯৭১ সালের ১৮ এপ্রিল সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরে বর্তমান মুজিবনগরের আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের সময় সর্বপ্রথম জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রথমে জাতীয় পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত।শিল্পী শিবনারায়ণ দাস।
১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়।
বর্তমান জাতীয় পতাকার শিল্পী কামরুল হাসান।বাংলাদেশের জাতীয় পতাকাটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়।
২১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
জাতীয় পতাকা উত্তোলন দিবসের এইদিনে অনেক তথ্য জানা হলো। প্রথম পতাকা শিল্পী শিবনারায়ণ দাসের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই,সাথে শত সালাম রইলো সেইসব শহীদ আত্মার প্রতি, যাদের কারনে আমরা স্বাধীন বাংলাদেশের নিজেদের একটি পতাকা পেয়েছি।
ভালো লিখেছেন সৈকত,
শুভ কামনা 🌹🌹
সৈকত দে
প্রথম শিল্পী শিবনারায়ণ সহ সকলকে বিনম্র শ্রদ্ধা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা এতো তথ্য দেবার জন্য। অনেক কিছু অজানা ছিল। তারিখ সহ যেভাবে বর্ণনা করেছেন সত্যিই প্রশংসার দাবিদার। শিবনারায়ণ সহ সকল মুক্তিযোদ্ধা, শহীদ, বীরাঙ্গনাদের বিনম্রচিত্তে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন শুভ কামনা রইলো
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
সৈকত দে
অশেষ
সৈকত দে
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই
সৈকত দে
বিনম্র শ্রদ্ধা
মনির হোসেন মমি
সবার প্রতি বিনম্ভ্র শ্রদ্ধা।
সৈকত দে
বিনম্র শ্রদ্ধা
জিসান শা ইকরাম
খুব ভালো একটি পোস্ট, এমন ঐতিহাসিক পোস্ট আরো চাই।
সমসাময়িক বিষয় নিয়েও আপনি লিখতে পারেন। আপনার লেখার স্টাইল সুন্দর।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। দোয়া করিয়েন।
ইঞ্জা
অসাধারণ পোস্ট দিলেন দাদা, অনেক কিছুই জানতে পারলাম আজ, খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ এমন ঐতিহাসিক পোস্টটি দেওয়ার জন্য।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন, শুভেচ্ছা অফুরান।
ইঞ্জা
শুভকামনা সবসময়
সুপায়ন বড়ুয়া
অসাধারন এক তথ্যবহুল লেখা
ঐতিহাসিক দিনগুলো তুলে ধরার জন্য।
প্রথম শিল্পী শিবনারায়ণ সহ সকলকে বিনম্র শ্রদ্ধা।
শুভ কামনা।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ দাদা।
রেহানা বীথি
লেখায় এক ঐতিহাসিক দলিল তুলে ধরলেন। শুভকামনা আপনার জন্য।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।