তোমার-আমার দেশ

হালিম নজরুল ২ মার্চ ২০২০, সোমবার, ১২:৩৯:২৭অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তোমার-আমার দেশ
হালিম নজরুল

যে পথ দিয়ে আসছে হেঁটে মোল্লা-পুরুত-রথ,
ওটাই আমার পথ ওরে ভাই ওটাই আমার পথ।
ঐ মসজিদ, মন্দির, ঐ প্যাগোডা-গীর্জায়,
আমার দাদা,আমারই ভাই,আমারই পীর যায়।
ঐ স্কুল,শিউলির ফুল,ঐ আকাশের ফাঁকে,
তোমার-আমার স্বপ্নগুলো সবুজ সতেজ থাকে।
ঐ সুদূরের ভেসে আসা পিউ পাপিয়ার গান,
জানিয়ে যায় ভালবাসার দারুন আহবান।
বইছে নদী নিরবধি উড়ছে কপোত শ্বেত,
মায়ার বাঁধন বাঁধতে ব্যকুল সবুজ শ্যামল ক্ষেত।
গঞ্জ,নগর,গ্রাম বা শহর গাছের শীতল ছায়,
সুখের নহর অষ্টপ্রহর মায়ের পরশ পাই।
এই পরিবেশ,সোনার এদেশ আপন মনে হয়,
তোমার-আমার মাঝের দেয়াল কেবল আপন নয়।

***——————————————–***

৪৮১জন ৩৭৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ