
হয়ত শিরোনাম শুনেই কেউ কেউ আঁতকে উঠলেন, আবার কেউ কেউ বাঁকা হাসি হাসলেন, কিন্তু বিষয়টা অপ্রিয় হলেও সত্য, সে আসছে, সে আসবেই, গবেষকরা ও জাতিসংঘ বলছে, সারা পৃথীবি এই ভাইরাসে আক্রান্ত হবে, প্রতিটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়বে, এর অর্থ কি বুঝতে পারছেন?
এ মহা কেয়ামতের সমান কিছু হবে সারা বিশ্বের মানুষ লাখে লাখে মরবে।
করোনা ভাইরাস কি এখন কারো অজানা নয়, এ খুবই ছোঁয়াছে রোগ, এ পর্যন্ত চীনেই সরকারী ভাবে মারা গেছে তিন হাজারের মতো মানুষ, আল্লাহই জানেন বেসরকারি ভাবে কত হাজার বা লক্ষ মানুষ মারা গেছে।
কিন্তু আমি কেন বলছি সে আসছে?
কারণ আছে তো অবশ্যই, তার আগে বলে নিই কেন বলছি।
আপনারা খেয়াল করেছেন কি, কিভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে?
যেখানে আমাদের মুমিনরা দাম্ভিকতার সাথে ঘোষণা করছিলো, চীনে চায়নিজরা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও সেইখানকার চায়নিজ মুসলিমরা খাদ্যাভ্যাসের কারণে আক্রান্ত হচ্ছেনা, আর আমরা অতি ধার্মিকরা সাব্বাশি দিচ্ছিলাম আর গর্ববোধ করছিলাম নিজেরা মুসলিম বলে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোভিড করোনা ভাইরাস এখন ধর্ম মানছেনা, সে ধর্মমত নির্বিশেষে সবাইকে আক্রান্ত করছে, যেমন ধরুন ইরানে এখন করোনা ভাইরাস হানা দিয়েছে, এমন কি তাদের স্বাস্থ্যমন্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যুহার ওখানে কম হলেও খুব শীগ্রই তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, ইতিমধ্যে সৌদি আরব তাদের ওখানে ওমরাহর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, হয়ত সামনের হজ্বও নিষিদ্ধ হতে পারে করোনা ভাইরাস আতংকে।
এছাড়া ইটালিতে ইতিমধ্যে চারশরও অধিক মানুষ তাদের জীবন হারিয়েছে করোনা ভাইরাসে, আক্রান্ত কয়েক হাজার, ফ্রান্সে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।
ইতিমধ্যে সিঙ্গাপুরে আক্রান্তের হার বেড়ে গেছে, মালেশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কুয়েত সহ আরও অনেক গুলো দেশে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে।
জাতিসংঘ ইতিমধ্যে দ্বিতীয় বারের মতো রেড এলার্ট জারি করেছে সারা বিশ্ব ব্যাপি, যেকোনো দেশ এখন আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকিতে আছে, এই ক্ষেত্রে ভারতে জনসংখ্যার ঘণত্বের কারণে বড় ঝুঁকিতে আছে।
এখন আসেন আমাদের দেশের উপর এর ঝুঁকি কি আছে তা আপনাদের সাথে আলোচনা করি।
আমাদের দেশের সরকারের করোনা ভাইরাস নিয়ে চিন্তাভাবনা নিয়ে এই দেশের জনগণ সত্যি শংকিত।
আমাদের প্রতিটি বর্ডারে, যেমন সকল ইন্টার ন্যাশনাল বিমানবন্দর, সকল জাতীয় বর্ডার গুলোকে গুরুত্বের সাথে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং স্বাস্থ্য সতর্কতার মধ্যে আনা জরুরি, সেইখান থেকে কোন মানুষকে আসতে হলে বহির্গমণ দেশ থেকে করোনা ভাইরাস মুক্ত সার্টিফিকেট সাথে আনতে হবে বলে নির্দেশনা দিতে হবে, সে যেই হোক।
সাথে সাথে বর্ডারগুলোতে দ্বায়িত্বপ্রাপ্ত সকল ডাক্তারদের জরুরী স্বাস্থ্যসেবা, করোনা ভাইরাস নির্ধারণে জরুরী কিট শতভাগ ভাবে সহজলভ্য রাখতে হবে, যাদের সিনটম বা করোনা ভাইরাসের চিহ্ন বহন করছে বলে ধারণা করা হবে, তাদের তৎক্ষনাৎ কোয়ারেন্টিনে নিয়ে যেতে হবে যা জনমানবশূন্য স্থানে হতে হবে এবং সময় সেইস্থানে উপযুক্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখতে হবে এবং রুগীকে একক বা একলা একটা রুমে রাখতে হবে যেন অন্য কেই এর সংস্পর্শে আসতে না পারে।
এছাড়া আমাদের সাধারণ মানুষদের সকলকেই অনুরোধ করবো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, যেমনঃ
(১) মুখে মাস্ক পরিধান করুন।
(২) সবসময় নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
(৩) কারো সর্দি কাশি হলে তার থেকে দূরত্ব বজায় রাখুন।
(৪) দরকার হলে হাতে প্লাস্টিকের গ্লাভস পরিধান করুন।
(৫) প্রতিদিনের ব্যবহৃত কাপড় প্রতিদিন ধুয়ে ফেলুন, ঘরদোর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
(৬) যেখানে সেখানে কফ, থু থু ফেলবেননা।
(৭) যাদের সর্দি কাশি আছে তারা রুমাল কয়েকটা সাথে রাখুন, এবং তা প্রতিদিন পরিস্কার রাখুন।
(৮) কারো সর্দি কাশি, জ্বর এবং সাথে হাঁপানির মতো অনুভূত হয়, তাহলে দ্রুত স্থানীয় আইসিসিডিআর বির হাসপাতাল, বা সরকারের নির্ধারিত হাসপাতালে গিতে নিজের চিকিৎসা নিন।
(৯) জনবহুল এলাকা, যেমন বিয়ে, বার্থডে, ইত্যাদি বা মেলা হয় এমন স্থান করোনা ভাইরাস আক্রান্তের জন্য উতকৃষ্ট স্থান সমূহ এড়িয়ে চলুন।
এইসব বিধি মেনে চললেই হয়ত আমরা এই কোভিড-১৯ করোনা ভাইরাস নামক এই অভিশাপ থেকে বাঁচতে পারি।
সুতরাং আমি জনস্বার্থে সবাইকে অনুরোধ করছি, প্লিজ সবাই সাবধান হোন, সাবধানে থাকুন, কোভিড-১৯ করোনা ভাইরাস আসছে, আসবে নিশ্চিত।
সাধুগণ এখনই সাবধান হোন, নইলে আমাদের দেশের মতো জনঘনত্বের দেশে করোনা ভাইরাস আসলে আর রেহাই নেই।
ছবিঃ গুগল।
৪৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সতর্কতামূলক পোষ্ট টি দেবার জন্য।সবাইকে সাবধান হবার জন্য অনুরোধ করা হলো। ভালো থাকুন সুস্থ থাকুন।
ইঞ্জা
আপু এ শুধু সতর্কতার জন্য নয়, এ অনেকটা কেয়ামতের মতোই অবস্থা হবে সারা পৃথীবি জুড়ে, অবস্থা ভালোনা আপু। 😢
সুপর্ণা ফাল্গুনী
সেটাই। অবস্থা ভালো না ।
ইঞ্জা
মোটেও ভালোনা আপু। 😑
রেহানা বীথি
এই মুহূর্তে সবচেয়ে জরুরি যেটা সেটা হল সচেতনতা তৈরি। আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট তা তৈরিতে ভূমিকা রাখবে নিঃসন্দেহে। ধন্যবাদ ভাইয়া সচেতনতামূলক সুন্দর পোস্টটির জন্য।
ইঞ্জা
ধন্যবাদ আপু, খুব ভয়ে আছি, গবেষকরা বলছে সারা পৃথীবি জুড়ে এই চাইরাস ছড়িয়ে পড়বে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। 😢
নাজমুল হুদা
সচেতন হোক করোনার করণীয়।
ধন্যবাদ ভাইয়া সোনেলায় সচেতনতামূলক পোস্ট সরবরাহ করার জন্য।
ইঞ্জা
এ শুধু সতর্কতার জন্য নয় ভাই, সবাইলে বাঁচতে ও বাঁচাতে হবে, এ যেন কেয়ামত আসিতেছে। 😢
আলমগীর সরকার লিটন
সচেতনামূলক লেখা আল্লাহ রক্ষা করুণ আমিন————-
ইঞ্জা
সচেতনতামূলক হলেও বিষয়টা এখন দোরগোড়ায়।
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ দাদা
সচেতনমূলক পোস্ট শেয়ার করার জন্য।
আমাদের সকলের সাবধানে থাকতে হবে।
ইঞ্জা
অবশ্যই সাবধান হতে হবে দাদা, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন।
ছাইরাছ হেলাল
আতঙ্কিত বোধ করছি।
আল্লাহ-ই জানেন এর শেষ কোথায়, কীভাবে।
ইঞ্জা
সত্যি ভাইজান, এই দেশে হলে তো ম্যাসাকার হয়ে যাবে, কারণ এই দেশে এক ফ্যামিলিতে এক সাথে অবেক লোক থাকে। 😣
হালিম নজরুল
খুবই গুরুত্বপূর্ণ পোস্ট
ইঞ্জা
গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ পোস্ট ভাই।
মনির হোসেন মমি
চমৎকার একটি প্রতিবেদন দিলেন ভাইজান।ঠিক মনের মতন।আমাদের দেশে এটা হলে মহামারী লেগে যাবে।কারন একটা গণবসতি এবং বেশ ছোয়াচে এক ঘরে হলে পরিবারের সবার মাঝেই তা ছড়িয়ে পড়বে কারন আমরা উপহাদেশীরা পরিবারের সকল সদশ্যরা এক সাথে বসবাস করি যা ওদের বসবাসে এমন ধারা উপস্থিত নেই।ওরা বড় হবার আগেই এক জন একেক স্থানে থাকে আবার গণবসতি নয়।তাই সাবধানতা জরুরী।
তবে দুঃখের খবর হল আমাদের কারো এ করোনা ভাইরাসে আক্রান্ত হলে একমাত্র ঢাকায় আইইডিসিআর ই বিশ্বস্ত পরীক্ষার কেন্দ্র দ্বিতীয়টি নেই। সারা দেশে জেলা ভিত্তিক পরীক্ষার সেন্টার তৈরী করা জরুরী।
খুব ভাল পোষ্ট।প্রায় তিন হাজারে ছুই ছুই মৃত্যু সংখ্যা ্রায় ৯০ হাজার আক্রান্ত এবং বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশে এ করোনা ভাইরাস ছড়িয়েছে।রীতিমত ভয়াভহ।
ইঞ্জা
সত্যি ভাই, এ চরম ভয়াবহ হবে আমাদের দেশে, সত্যিকারের ম্যাসাকার যাকে বলে তাই হবে, আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন, আমীন।
সাখিয়ারা আক্তার তন্নী
ধন্যবাদ,
এমন একটি গুরত্বপূর্ণ পোস্ট লিখার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ আপু, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
আরজু মুক্তা
আমাদেরকে সচেতন করার জন্য ধন্যবাদ।
তথ্যবহুল ও জন সচেতনতা মূলক পোস্ট।
ইঞ্জা
ধন্যবাদ আপু, নিজেদেরকে খেয়াল রালহুন, সুস্থ থাকুন।
ইঞ্জা
রাখুন★
কামাল উদ্দিন
ডর লাগাইয়া দিলেন তো ভাই।
ইঞ্জা
ভাই ডরের ব্যাপারই, এ থেকে রক্ষা শুধু আল্লাহ্ ছাড়া কেউ পারবেনা, আল্লাহ্ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করুন, আমীন।
কামাল উদ্দিন
আমীন
ইঞ্জা
সুম্মা আমীন
নিতাই বাবু
জনস্বার্থে আপনার এই পোস্ট প্রশংসার দাবি রাখে। এই রোগ সংক্রমণ নিয়ে গত কয়েকদিন যাবত আমি নিজেও শঙ্কিত আতঙ্কিত! কারণ হলো, আপনারা সবাই জানেন যে, আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা বেশি ভালো নেই। আমি কিন্তু ধরে নিয়েছিলাম ওটাই! কিন্তু মহান সৃষ্টিকর্তার দয়ায় আর আপনাদের সকলের আশীর্বাদে তা থেকে হয়তো আমার সহধর্মিণীকে রেহাই করেছে। এখন মোটামুটি সুস্থ। তারপরও কিন্তু ভয় কাটছে না, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ভয় থেজেই যাচ্ছে।
তো যাক! আপনার এই পোস্টের মাধ্যমে এই মরণঘাতী ভাইরাস সম্বন্ধে অনেককিছু জানতে পারলাম, শ্রদ্ধেয় দাদা। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই যেন এই মরণঘাতী ভাইরাস থেকে নিরাপদে থেকে।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, বৌদি সুস্থ হয়ে উঠছেন শুনে আনন্দিত হলাম, সৃষ্টিকর্তার অপার দয়া ছিলো আপনাদের উপর।
মরণঘাতী ভাইরাস করোনা নিয়ে আমাদের দেশের অবশ্যই আগাম সতর্কতা জরুরী, নয়তো এই দেশে কেয়ামত হয়ে যাবে, কারণ আমরা সবাই এক ঘরের মধ্য ৫ থেকে ২০ জন বাস করি, এমতাবস্থায় এই দেশে করোনা ভাইরাস এটাক করলে সবাই মরবে, এই ভয় এখন।
সঞ্জয় মালাকার
ভাইজান খুবি গুরুত্বপূর্ণ পোষ্ট,
আপনাকে অসংখ্য ধন্যবাদ । সতর্কতামূলক পোষ্ট টি দেবার জন্য।
আর জনস্বার্থেে তথ্যগুলো মেনে চলা খুবি জরুরি।
ধন্যবাদ ভাইজানা অনেক অনেক শুভ কামনা।
ঈশ্বর আল্লাহ এমন রোগের আক্রান্ত থেকে মুক্তি দান করুন পৃথিবীর সকল মানুষকে ।।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, এ শুধু সতর্কতামূলক পোস্ট নয়, এ জরুরী আগাম বার্তা যা এই দেশকে ম্যাসাকার করে ফেলবে, আমি আশা রাখি আমাদের সরকার এখনই কোন ব্যবস্থা গ্রহণ করবেন।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা, সরকার এখনই কোন ব্যবস্থা গ্রহণ করবেন।
মানবতার দৃষ্টিতে ধ্বংস হবার আগে।
ধন্যবাদ শ্রদ্ধয় ভাইজান। ভালো থাকুন সুস্থথাকুন নিরাপদ থাকুন শুভ কামনা।
ইঞ্জা
প্রার্থণায় রাখবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
ঘাতক ব্যাধি করোনা
জাত পাত মানেনা
নির্বিচারে দেয় হানা।
অসংখ্য ধন্যবাদ ভাই। সতর্কতামূলক পোষ্ট টি দেবার জন্য।সবাইকে সাবধান হবার জন্য অনুরোধ করা হলো।
ভালো থাকুন সুস্থ থাকুন।
ইঞ্জা
ধন্যবাদ দাদা, এ এমন এক ভাইরাস যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, আমাদের সরকারের উচিত দ্রুত জরুরী ব্যবস্থা গ্রহণ করা।
সাবিনা ইয়াসমিন
ভীতিকর এই ভাইরাস সংক্রমণের আওতায় আমাদের দেশ মোটেই নিরাপদ নয়। অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের দেশে এই রোগটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। কারন আমাদের দেশ ঘনবসতিপূর্ণ। সংলিষ্ট কর্তৃপক্ষের এখন থেকেই এব্যাপারে নজরদারি রাখা প্রয়োজন, পাশাপাশি জনসাধারণের সজাগ ও সচেতনতা বাড়ানো জরুরী। দোয়া করি সৃষ্টিকর্তা যেন এই মহামারী থেকে তার সকল সৃষ্টি রক্ষা করেন। আমিন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট দেয়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
শতভাগ সহমত আপু, চরম সত্যটাই বলেছেন, খুব ভয়ে আছি, এমন কিছু হলে এই দেশ ম্যাসাকার হয়ে যাবে।
মোঃ মজিবর রহমান
বিস্তর আলোচন্য ভরপুর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে করনীয়। কিন্তু অতীব দুখভারাক্লান্ত মনে বলতেই হই এই নিয়ে সরকারের সেইওরকম কোন প্রস্তুতি বা বর্ডারগুল ও আন্তর্জাতিক বিমানবন্দরে সেই রকম কোন খেয়ালি পদক্ষেপ শক্তিশালী ভাবে নাই। হইত অনেকেই বলবে এখন শুরুই হিইনি সরকার কি করবে। কিন্তু এমন ভিয়াবহ উন্নত চিকিতসায় যারা পারদর্ষি তারাই পরাজিত আমাদের দেশে এরা আল্লাহর রহমতে বিদায় নিতে হবে। আল্লাহ রক্ষা কর।
ইঞ্জা
সত্যি দুঃখজনক ভাই, সরকারের এই নির্লিপ্ত ভাব আমাদের শংকিত করছে, আল্লাহ্ আমাদের গুণাহ মাফ করুন, আমীন।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
নাসির সারওয়ার
আল্লাহ সহায়।
তবে বিজ্ঞান অনেক এগিয়েছে। এর ভ্যাকসিন চলে আসছে খুব তারাতারি। তারপরও বলতে হবে, সচেতন থাকুন।
সচেতনা মূলক পোষ্টটা ভালো ভাবেই এনেছেন। শুভেচ্ছা রেখে গেলাম।
ইঞ্জা
আন্তরিক ও স্বশ্রদ্ধ ধন্যবাদ ভাইজান, আশার বাণী পেলাম প্রথম আপনার থেকে, ধন্যবাদ আবারও সুন্দর মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
ইঞ্জা ভাই, খুবই আতঙ্কিত আমি। আমাদের দেশের মানুষ সচেতন নয়। অন্য দেশের তুলনায় এই ভাইরাস আমাদের দেশে খুব দ্রুত ছড়াবে সচেতনতার অভাবে। চীন উহান সিল গালা করে দিয়েছে। আমাদের দেশে এটি কোন ভাবেই সম্ভব নয়। মানুষ রাতের আঁধার হলেও একস্থান হতে অন্য স্থানে চলে যাবে।
ভয়াবহ অবস্থা হবে আমাদের দেশে আসলে।
আল্লাহার কাছে প্রার্থনা করি, আল্লাহ্ যেন আমাদের রহম করেন।
অত্যন্ত ভালো একটি পোষ্ট।
ইঞ্জা
আপনার প্রতিটি কথায় শতভাগ সত্য ভাইজান, আসলেই এগুলোই হবে আর এর অর্থ হলো, বড় ধরণের ম্যাসাকার হবে, কিছুক্ষণ আগে খবরে পড়লাম প্রায় নাকি পঁচিশ হাজার মানুষ উহান হুবেইতে মারা গেছে যা বেসরকারি ভাবে খবর লিক হয়ে গেছে, তাহলে এই দেশে হলে কত কোটি মরতে পারে একবার ধারণা করুন।
আল্লাহ্ আমাদের মাফ করুন আর রক্ষা করুন এই বিপদ থেকে, আমীন।
ধন্যবাদ ভাইজান।
ইঞ্জা
ভাইজান, আপনাকে ধন্যবাদ জানাই পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে পোস্টটিকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য।
আবারও অসংখ্য ধন্যবাদ পিনপোস্ট করার জন্য।
তৌহিদ
দাদা প্রথমেই এত সুন্দর একটি পোস্ট দেবার জন্য ধন্যবাদ রইলো। আসলে এই বিষয়টিকে সিরিয়াসলি নেয়া উচিত। আপাত দৃষ্টিতে হয়তো অনেক কিছু দেখা যাচ্ছেনা তবে সরকার অনেক ব্যবস্থাই নিয়েছে। প্রতিটি জেলা শহরে কোয়ারেন্টাইন বেড করা হয়েছে। হাসপাতালগুলোসহ অনেক সংস্থা কাজ করে যাচ্ছে। এসব যেন কাজে লাগে এটাই কাম্য।
করোনা নিয়ে আমরা সবাই আতংকেই আছি আসলে।সবার সচেতনতা জরুরী।
ইঞ্জা
ভাই শুরু কোয়ারেন্টিনের ব্যবস্থা করলে হবে, সাথে সাথে সরকার এও ব্যবস্থা করুক যেন করোনা ভাইরাস এই দেশে প্রবেশ করতে না পারে।
ধন্যবাদ ভাই।
এস.জেড বাবু
আজ শোনলাম ইতালি ফেরত দুজন সহ ওদের ফ্যামিলির একজনের দেহে এই ভাইরাসের উপস্থিতি ( পজেটিভ ) পাওয়া গেছে।
যদি তাই হয়- তবে একমাত্র আল্লাহ তায়লা বাংলাদেশকে এই ভয়াবহতার হাত থেকে মুক্ত করতে পারেন।
ইঞ্জা
সত্যি তাই, আল্লাহই পারেন আমাদের রক্ষা করতে, সাথে সাথে জরুরী যে আমরাও নিজেরা সচেতন হই।
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট দিলেন।