
=========================
সভ্যতা তুমি কত দূর সামনে এগুচ্ছো!
এতো শিক্ষাদীক্ষা তবুও সভ্যতা তোমার
চোখে- সেই আদিসমাজের চিত্র ক্ষণ!
তবে বিজ্ঞান কি শিখাচ্ছে কি শিক্ষাল?
শুধু বিদ্বেষ নাকি ধ্বসের রথ খেলার বলি;
ধিক্কার জানাই, কাকে দিবো এই মানবতা
না ঈশ্বর মুখি আকাশ, বাতাস, ভুমি মাটি?
আর কত অন্তক্ষরণ দেখো শুধু মৃত্যু পর্যন্ত;
আর কত আধুনিক হলে সভ্যতা বিদ্বেষী হবে না,
বলতে পার ঈশ্বর না, পশুপাখি কিংবা সবুজ
তরুলতা নাকি এ সভ্যতার মৃত্যুঞ্জয়ী মানুষ
অতঃপর তোমরা কোন ধর্মগ্রস্থের মানুষ নও।
১৬ ফাল্গুণ ১৪২৬, ২৯ ফেব্রুয়ারি ২০
——————————————
২২টি মন্তব্য
নিতাই বাবু
আমাদের দৈনন্দিন জীবন এভাবেই চলছে। চলছে যাঁর যাঁর খেলাল খুশিতে!
সুন্দর লিখেছেন, দাদা। ভালো লাগলো! ভালো থাকবেন আশা করি।
আলমগীর সরকার লিটন
জ্বি নিতাই দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
ফয়জুল মহী
বিমোহিত হলাম কাব্য চয়নে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
সুপর্ণা ফাল্গুনী
আমরা পড়েছিলাম,’ বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ’। যেখানে আবেগ নেই, আবেগের মূল্য নেই সেখানে কিভাবে মানুষ ভালো থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। সুন্দর লিখেছেন। ভালো থাকবেন সবসময়
আলমগীর সরকার লিটন
জ্বি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
হালিম নজরুল
সভ্যতার বিবর্তনে আমরা অসভ্যতা দেখছি। সুন্দর কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি নজরুল দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
আরজু মুক্তা
বিজ্ঞানের ব্যবহার যথাযথ হয়নি। তাই ধ্বংস চলছে।
আলমগীর সরকার লিটন
জ্বি মুক্তা দিদি
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
সাখিয়ারা আক্তার তন্নী
অতঃপর তোমরা কোন ধর্মগ্রস্থের মানুষ নও।
আসলেই মানুষ নই,শুধু আকৃতি ধারন করে বসে আছি।
খুব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
জ্বি তন্নী আপু
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মনির হোসেন মমি
যান্ত্রিক দুনিয়ায় আবেগ ভালবাসা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে।ধর্মের চেয়ে মানুষ বড় কথাটি কবিতায় স্পষ্ট ফুটে উঠেছে ।চমৎকর কবিতা।
কবিকে সোনেলায় পেয়ে ধন্য হলাম।অভিনন্দন কবি।
আলমগীর সরকার লিটন
জ্বি মমি দা আপনাকে দেখেই এই ব্লগে যোগ দিয়েছি
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
মনির হোসেন মমি
শুভ ব্লগিং প্রিয় আশা করছি আপনার বৈচিত্রময় অভিজ্ঞ হাতের লেখা পড়ার সৌভাগ্য হল।
আলমগীর সরকার লিটন
মমি শুভ ব্লগিং
খুবি ভাল লাগলছে
ইঞ্জা
প্রথমেই সোনেলায় সু-স্বাগতম ভাই, চমৎকার ভাবে আমার মনের জিজ্ঞাসাটাই আপনার কবিতার মাধ্যমে সমাজের কাছে রাখলেন, বেশ ভালো লাগলো।
অনুরোধ করছি আরও বড় আকারের লেখা আগামীতে দেওয়ার জন্য, ব্লগে যতবড় লেখা দেবেন ততই ভালো।
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি ইঞ্জা দা আপনাকেউ অনেক শুভেচ্ছা জানাই আর আমি
এভাবেই লেখার চেষ্টা করি চেষ্টা করে যাব
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন ভাই।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, আপনি সোনেলায় নতুন। তাই হয়ত লেখা প্রকাশ বিষয়ে সোনেলার নিয়মটি জানেন না।
একটি লেখা প্রকাশের পরে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত না হলে পরবর্তী লেখা প্রকাশ করা যাবে না। নীতিমালা পড়ুন।
শুভ ব্লগিং
সোনেলায় লেখার জন্য ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
জ্বি দাদা অনেক দুঃখিত আসলে মনেই ছিল না
এখন থেকে আর হবে না——-
আপনাদের সাথে এড হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
ছাইরাছ হেলাল
সভ্যতা আমাদের দায় না পুরস্কার তা বুঝে নেয়া সত্যি কঠিন।
স্বাগত আপনি এখানে।