
কৃষ্ণকালো জলে মেয়েটি আত্মাহুতি দিলো-
তার সাথে তার সাজানো স্বপ্ন,ভালোবাসা ও ছিলো।
মনের ব্যাস-ব্যাসার্ধের হিসাবটা তার জানা না ছিলো।
তাইতো সূলভেই সবার আপন হয়ে যেতো;
অন্ধের মতো সবাইকে বিশ্বাস করতো-
পাপ-পূণ্যের খতিয়ানটা মেলাতে পারলো না।
সমাজের কদর্যতা ধরতে পারলো না।
ভালোবাসা, ঘৃণার জ্যামিতিক নকশা অবোধ্য রয়ে গেলো ।
হীরকখন্ড আর পাথরের কাঠিন্য অজানাই রয়ে গেলো।
বেগ-আবেগের নির্যাসটুকু ধারন করতে পারলো না।
নরম-শক্তের ভেদাভেদ বুঝলো না।
সত্যমিথ্যার লুকোচুরিতে নির্বাক দর্শক হলো।
সুখ-দুঃখের বৃত্তাকারে জীবনটা চক্রবদ্ধ হলো।
আলো-আঁধারের উত্তাপটা ধরতে ব্যর্থ হলো।
কূপ, সমুদ্রের গভীরতা একাকার হয়ে গেলো;
খেই হারিয়ে অতল-গহবরে বিসর্জন দিলো।
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নরক যন্ত্রণার আরেক নাম আত্মহত্যা,
চূড়মার স্বপ্ন অধরায় থেকে যায়।
শতেক অপ্রাপ্তির অপর নাম আত্মহনন।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অসংখ্য ধন্যবাদ প্রথম মন্তব্য করার জন্য। পুরোপুরি সত্যি টাই বললেন। ভালো লাগলো। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
সত্যিই জীবনের জটিল হিসেব বুঝে উঠাটা বেশ কঠিন, তার উপর বাচ্চা মেয়েদের বেলায় বলতে হয় একটু বেশীই কঠিন। তবে আত্মাহুতি কাম্য নয়।
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
শাহিন বিন রফিক
ভাল লাগল আপনার চমৎকার কবিতাটি।
কবিতায়,+++
লিখতে থাকুন, সাথে আছি
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য। ভালো থাকবেন শুভ কামনা
ইসিয়াক
জীবনের হিসাব আসলেই জটিল।
তবু সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই কাম্য।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সবাই কি আগাতে পারে? ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়। শুভ সন্ধ্যা
সুপায়ন বড়ুয়া
“কৃষ্ণকালো জলে মেয়েটি আত্মাহুতি দিলো-
তার সাথে তার সাজানো স্বপ্ন,ভালোবাসা ও ছিলো।”
বিরহ বেদনায় মন ছুয়ে যায়
সুন্দর কবিতাখানি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। আপনার জন্য ও শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
আলমগীর সরকার লিটন
বেশ ত্যাগীময় ভাবনার প্রকাশ
অনেক শুভ কামনা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন শুভ কামনা রইলো
হালিম নজরুল
সুখ-দুঃখের বৃত্তাকারে জীবনটা চক্রবদ্ধ হলো।
সুপর্ণা ফাল্গুনী
হুম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
আরজু মুক্তা
জীবনের জটিল হিসাব, বিরহ বেদনা মিলেমিশে একাকার।
কবিতা ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো
রেহানা বীথি
কোনকিছুই মেলে না, আমরা মানিয়ে নিই। তবু জীবন সুন্দর। অসুন্দর মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করা মানে মানাতে ব্যর্থ হওয়া। ব্যর্থ হবো না, এই মনোবল রাখতে হবে।
লিখেছেন বেশ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
জিসান শা ইকরাম
এই সময়ে মেয়েদের চালাক হতে হয়,
এত সহজ, সরল হয়ে চলাচলের দিন শেষ,
শুভ কামনা ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই । ভালো থাকবেন সবসময় শুভ সকাল