একা বসে আছি তোমারই অপেক্ষায়,
আর নিজেকে সামলাতে পারছিনা কিছুতেই
আমি সত্যি আর পারছিনা প্রিয়তমা।
আমার ঘেটে যাওয়া জীবনটাতে তোমাকে না পেলে,
কোন কাজে মন বসবেনা কিছুতেই।
একবার তোমার ঠিকানাটা দাও নাগো জান।
ঠিক দেখো এক গোছা ফুল নিয়ে হাজির হবো
অন লাইন প্রেমে আর পোষাচ্ছেনা কিছুতেই।
অডিও প্রেমালাপ আর ভালো লাগছেনা সোনা।
এবার একটু হাত ধরাধরি হলে বেশ হয়।
কিম্বা বৃষ্টি ভেজা দিনে ঠোঁটে ঠোঁট রাখতে ইচ্ছা হয়।
একটু অফ লাইন প্রেম করি,প্লিজ।
১১৮৮জন
১০৫৩জন
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভার্চুয়াল প্রেম সত্যিই বিরক্তিকর। মনের অনুভূতি গুলো, ভালোলাগা ঠিক জমে না। ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা
ইসিয়াক
নিরন্তর শুভকামনা।
শুভসন্ধ্যা
ফয়জুল মহী
সুপাঠ্য,সুশোভন লেখা।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত ভাইয়া্
শুভসন্ধ্যা্
কামাল উদ্দিন
আমরা চিঠি যুগের প্রেমিক, অন লাইন লাইন ধার মর্ম বুঝি না 😀
ইসিয়াক
হা হা হা এই বয়সে প্রেম করলে খবর আছে কামাল ভাই হুহ…………
কামাল উদ্দিন
প্রেমের কোন বয়স আছে ভাই?
শাহিন বিন রফিক
৩৬/৫ প্রেমবার্গ, গোঁধূলী চত্বর।
ইসিয়াক
হা হা হা …………ভুয়া ঠিকানা হইলে খবর আছে!
সঞ্জয় মালাকার
দাদা মনের অনুভূতি গুলো, ভালোলাগা ঠিক জমে না।
অপেক্ষা আর ভালো লাগে না।
চমৎকার লিখনী দাদা ।
হালিম নজরুল
আহা! অনলাইন প্রেম।
Al571981amgir
চমৎকার কবি
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি
আলমগীর সরকার লিটন
অনেক শুভ কামনা কবি দা
জিসান শা ইকরাম
এই প্লিজে চিড়ে ভিজবে বলে মনে হয়না,
এদের অন্তর পাথরের,
রেহানা বীথি
একটু যদি হাতে হাত না রাখা গেল, তাহলে কিসের প্রেম!
বেশ লিখেছেন ভাই।