
একুশ আসে ফিরে বারবার
যেখানে গেড়েছে শিকড় অন্যায় অবিচার।
একুশ আসে ফিরে বারবার
যেখানে প্রতিবাদে মানুষ হয় সোচ্চার
দাবি আদায়ে মুখরিত হয় রাজপথ
যেখানে রক্ত ঝরে উন্মুক্ত প্রান্তর।
একুশ আসে ফিরে বারবার
যেখানে মরিচা পড়ে শোষণ আর বঞ্চনার।
একুশ আসে ফিরে বার বার
যেখানে বঞ্চিত হয় মানুষের ন্যায্য অধিকার।
একুশ আসে ফিরে বার বার
যেখানে পাখা মেলে মিথ্যা দাম্ভিকতার।
বিভেদের উঠে দেয়াল
প্রতিংসায় জ্বলে উঠে শান্ত জনপদ
মিথ্যায় করে বসতি
একুশ আসে ফিরে বার বার
যেখানে বিষাক্ত নকর পড়ে হিংস্র দানবের।
একুশ আসে ফিরে বার বার
যেখানে নিলজ্জ আস্ফালন হয় পৈশাচিক উন্মাদনার
একুশ আসে ফিরে বার বার
যেখানে পোড়া মাটির গন্ধ শুকে হিংস্র প্রেতাত্বার
অন্যায় অবিচার শোষন বঞ্চনার বিরুদ্ধে
গর্জে উঠে বারবার।
সেখানে একুশ আসে ফিরে বার বার
ফুলেল শয্যায় জেগে উঠে একটি মিনার
সাড়া বিশ্বে আজ আলোড়ন তুলে যায়
চেতনায় অবিনশ্বর, বাংলার শহীদ মিনার।
১৮টি মন্তব্য
হালিম নজরুল
একুশ আসে ফিরে বারবার
যেখানে গেড়েছে শিকড় অন্যায় অবিচার
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
যেখানে অন্যায় সেখানেই একুশ আসে, যেখানে অবিচার সেখানেই একুশ আসে। ধন্যবাদ দাদা। শুভ হোক অমর একুশে
সুপায়ন বড়ুয়া
একুশ আমার চেতনায় অবিনশ্বর
ন্যায়ের সপক্ষে উঠুক ঝর।
ধন্যবাদ সাথে থাকার জন্য দিদি
শুভ কামনা।
নিতাই বাবু
অমর একুশের শুভেচ্ছা রইল!
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দাদা।
আপনাকেও একুশের শুভেচ্ছা।
নিতাই বাবু
প্রত্যুত্তরের জন্য শ্রদ্ধেয় কবি দাদাকে অশেষ ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
চেতনার একুশ বারে বারে ফিরে আসুক এ কামনা হোক সবার।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
শুভ কামনা।
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ প্রিয়।
শুভ কামনা। ভালথাকবেন সবসময়।
কামাল উদ্দিন
একুশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার প্রেরণা……সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম দাদা।
সুপায়ন বড়ুয়া
মন্তব্যে মুগ্ধতা।
ধন্যবাদ সাথে থাকার জন্য
শুভ কামনা ভাইজান।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
আরজু মুক্তা
অমর একুশের শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও অমর একুশের লাল গোলাপ শুভেচ্ছা।
শুভ কামনা।
দালান জাহান
সুন্দর একুশের কবিতা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য
ভাল লাগার জন্য।
শুভ কামনা।