
হিম ভেজা সব ফুল নরম গন্ধ ছড়িয়ে দেয়।
যখন মেঘেরা অভিমান করে কুয়াশার আড়ালে লুকায়,
বসন্তের প্রথম সকালে।
কিছুকাল মান,অভিমান পর্ব শেষে,
লুকোচুরি খেলার মতো
সাঁঝবাতি নিভে গেছে,
রৌদ্রালোকের ছায়ায়।
ঝরছে টুপটাপ সববয়সী আমড়া ও মেহগনী পাতারা।
বসন্তের আগমনী বার্তায় ফোটে শিমুল পলাশ।
নববাসন্তী সাজে যুবকযুবতীরা
যৌবনের আহ্বানে বাসন্তী আবরনে খোলস বদলে নেয়,
সঙ্গী খোঁজার তালে।
পাখীরা গায় গান ,সুরে সুরে দল বেঁধে।
সরব প্রকৃতি তীব্র আবেগে হঠাৎ নিশ্চল,
শ্বাস চেপে প্রতীক্ষায় রত।
কখন নতুন প্রেমিকের দল এসে ছুঁয়ে দেবে,
বসন্তকে নবীন বরণে।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পলাশ শিমুল ফোটার কালে
সাজুক ধরণী লাজুক যুবতীর বেশে!
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া্।
বসন্তের শুভেচ্ছা রইলো্
সুরাইয়া পারভীন
অপেক্ষার অবসান ঘটিয়ে
দ্রুত প্রেমিকেরা ছুঁয়ে দেবে
নব সাজে সজ্জিত বাসন্তী রাঙ্গা প্রেয়সীদের
চমৎকার প্রকাশ
ইসিয়াক
শুভকামনা সহ বাসন্তী শুভেচ্ছা রইলো।
ফয়জুল মহী
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা
ইসিয়াক
বসন্তের শুভেচ্ছা রইলো
নিতাই বাবু
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
ইসিয়াক
আপনাকেও বসন্তের শুভেচ্ছা রইলো দাদা
তৌহিদ
বাসন্তী রঙ ছুঁয়ে যাক সকলের মনে-প্রাণে। আপনাকেও ফাগুনের শুভেচ্ছা দাদা।
শুভকামনা সবসময়।
ইসিয়াক
ভালো থাকুন ভাইয়া ।শুভকামনা রইলো্
সুপর্ণা ফাল্গুনী
বসন্ত ছুঁয়ে যাক সবার জীবনে। ধন্যবাদ ভাইয়া। ফাগুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইসিয়াক
আপনাকেও ফাগুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বন্যা লিপি
নানা রঙে আর বর্ণে আসুক বসন্ত জাগ্রত দ্বারে।নবযৌবনের বেশে।
ইসিয়াক
শুভকামনা রইলো আপু্
সঞ্জয় মালাকার
দাদা ফাল্গুনী শুভেচ্ছা রইলো।
ইসিয়াক
আপনার প্রতিও রইলো ফাল্গুনী শুভেচ্ছা ।
ভালো থাকুন সবসময়্
হালিম নজরুল
ভাললাগা কবিতা
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।
দালান জাহান
চমৎকার একটা টান আছে কবিতায়
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।