
বাড়িওয়ালী ফোন দিয়ে স্মরণ করিয়ে দিয়েছে আজ টেডি ডে। সারাদিনপরে মাত্র বাসায় আসতেই দেখি তিনি আজ অতিমাত্রায় সোহাগী টাইপ কথা বলছেন আর আমার অফিসের ব্যাগটার দিকে ঘনঘন চাইছেন।
আমি বুঝতে পেরে বললাম- ধুর! আর বলোনা। সেই বিকেল থেকে মার্কেট ঘুরে ঘুরে একটাও বড় সাইজের নিদেনপক্ষে মাঝারি সাইজের একটা টেডিও পেলামনা।
তার মুখটা কিছুটা মলিন হতে দেখে বললাম -বৌ শোনো, আমি তোমাকে যে পরিমান ভালোবাসি তাতে বছরে এই একবার ছোট্ট একটা টেডি তোমাকে দেয়া খুব একটা মানায় না। দশটা না পাঁচটা না একটামাত্র বৌ আমার। তোমাকে কি করে ছোট টেডি দেই বলতো? দোকানদারকে যতই বলছি ভাই আমার বড় টেডি লাগবে সে তা দিতে অপারগ।
আজ মার্কেটে টেডির আকাল পড়েছে। প্রেমিকপ্রেমিকার সংখ্যা যে হাড়ে বেড়েছে টেডি কোম্পানিগুলো সেই অনুপাতে উৎপাদন করতে পারছেনা। তাই আমি ছোট টেডি আনিনি। এতে তোমার আরও বেশি মন খারাপ হতো তাইনা বল? বান্ধবীরা সেই ছোট টেডি দেখলে ইজ্জত প্লাস্টিক হতোনা বলো?
সে কিছুক্ষণ চিন্তা করে বললো- আসলেইতো ঠিকই বলেছ। আনলে বড় টেডি আনবে, ছোট টেডি আমি নেব কেন? বললাম- হ্যা তাইতো!!
যাই আমি ফ্রেশ হয়ে আসি তুমি টেবিলে খাবার দাও বলে আমি ওয়াশরুমে এসে পানির কল ছেড়ে দিয়ে বিজয়ীর হাসি হাসছি। রান্নাঘর থেকে ঠুসঠাস, ঘটাশ ঘটাশ আওয়াজ পাচ্ছিলাম শুনে ভাবলাম যাক বৌকে ম্যানেজ করা গেছে। এ যাত্রায় বেঁচে গেলাম।
এখন খাবারের জন্য অপেক্ষা! তিনি এসে বলছেন- এই শুনছো? আজ অনেক রান্না হয়েছিলো কিন্তু এখন হাঁড়িতে কিছুই নেই!!
বললাম- মানে কি? খাবার নেই ঘরে?
তিনি বলছেন- আর বোলোনা। নীচতলার সিমি আপু এসেছিলো বিকেলে। তার জামাই টেডি গিফট করেছে সেটা দেখাতে।
বললাম- তার সাথে খাবারের সম্পর্ক কি?
তার বক্তব্য হচ্ছে- না মানে সিমি আপুর ছোট্ট টেডিটাকে ডাইনিং টেবিলে রেখে আমরা ড্রয়িংরুমে গল্প করছিলাম। টেডিটার মনে হয় ক্ষুধা পেয়েছিল। হাজারহোক সেই বাজার থেকে বাসা পর্যন্ত এসে আবার দোতলা থেকে আমাদের তিনতলায় এসেছে। ক্ষুধারচোটে সে সব খাবার খেয়ে নিয়েছে মনে হয়।
আমি হতবাক হয়ে তেনার দিকে চেয়ে আছি। সে বলেই যাচ্ছে- ভাগ্যিস তুমি বড় টেডি আননি। ছোট টেডিই যদি এত খায় তাহলে বড়টাতো ফ্রিজের কাঁচা শব্জি পর্যন্ত খেয়ে পুরা ফাঁকা করে দিত তাইনা?
আমি হতভম্ব!! টেডি আনিনি বলে খাবার নেই? এইভাবে সে শাস্তি দিলো!! আল্লাহ্! এইসব দিন কে বানিয়েছে!! নাহ! ছোট্ট একটা টেডি আনলে আজ এই অবস্থা হতোনা।
যাই নীচ থেকে কিছু চকলেট কিনে আনি। চকলেট তার হাতে দিয়ে বলতে হবে- এই শোন! গতকাল চকলেট ডে ছিলো। তোমাকে সারপ্রাইজ দেব বলে এনে তোমার ড্রয়ারে রেখেছিলাম অথচ তুমি দ্যাখোনি!! না হলে কাল সকালেও আর নাস্তা জুটবেনা।
সংসারে শিক্ষার শেষ নেই কি বলেন? আর শিক্ষাগুরু হিসেবে নিজেদের বাড়িওয়ালীরা সর্বদাই আদর্শ এটা মেনে নিন। দেখবেন দাম্পত্য জীবন অনেক মধুর।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা খুব জব্দ হলেন। অতি চালাকের গলায়…….। শুভ চকলেট দিবস যেহেতু টেডি আনেননি। শুভ কামনা রইলো
তৌহিদ
জব্দ মানে অতি জব্দ আপু। অবশেষে চকলেট এনে রক্ষা। আপনার জন্যেও শুভকামনা রইলো আপু।
ছাইরাছ হেলাল
আহা আহা,
এভাবে ভঙ্গি/ঢঙ্গি করে পিঠ/চাকুরি বাঁচাতে পেরেছেন বলে মনে হয় না।
শুভেচ্ছা এ দিনের, কলি কাল বলে কথা!
তৌহিদ
রক্ষা পাওয়া এত সহজ! বহুত ক্যারপা করে এ যাত্রায় রক্ষা!!
শুভেচ্ছা রইলো ভাই।
দালান জাহান
হাহাহা সুন্দর লিখেছেন খুব মজা পেলা।
দালান জাহান
পেলাম হবে
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
খুব মজা পেলাম।
কিন্তু কষ্ট পেলাম
উপোস ছিলেন বলে।
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো ভাই। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
হা হা হা, দাদা এবাবে বাঁচাতে পারলেই ভালো।
তৌহিদ
চেষ্টাতো করতেই হয় দাদা। ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
তা তো অবশ্যই করতে হয় দাদা,
চেষ্টা ছাড়া শ্রষ্টা পাওয়া যায় না।
অপনিও ভালো থাকবেন শুভ কামনা //
রেহানা বীথি
কেমন শিক্ষা দিয়েছে আমার বোনটা! পড়ে মজা পেলাম ভীষণ।
তৌহিদ
একে বলে মধুর শিক্ষা। ভালোবাসায় পরিপূর্ণ আপু।
কামাল উদ্দিন
সংসারে শিক্ষার শেষ নেই, এখন মনে হচ্ছে সেইখানে আপনাকেই গুরু মানতে হবে তৌহিদ ভাই।
তৌহিদ
আরে কি বলেন! অভিজ্ঞতার দিক দিয়ে আপনি আমার একযুগ সামনে আছেন। গুরুতো আপনি ভাই।
মনির হোসেন মমি
আমি হতভম্ব!! টেডি আনিনি বলে খাবার নেই? এইভাবে সে শাস্তি দিলো!! আল্লাহ্! এইসব দিন কে বানিয়েছে!! নাহ! ছোট্ট একটা টেডি আনলে আজ এই অবস্থা হতোনা।
হা হা হা খুব হাসাইলেন।
তৌহিদ
হাসির আর কি দেখলেন! আমিতো সেদিন পিঠ বাঁচাতেই ব্যস্ত ছিলাম ভাই। দেরীতে উত্তর দেবার জন্য দুঃখিত ভাইয়া।
হালিম নজরুল
সংসারে শিক্ষার শেষ নেই কি বলেন? আর শিক্ষাগুরু হিসেবে নিজেদের বাড়িওয়ালীরা সর্বদাই আদর্শ এটা মেনে নিন। দেখবেন দাম্পত্য জীবন অনেক মধুর।
————-খুব ভাল লাগলো ভাই।
তৌহিদ
হা হা হা দারুণ বললেন ভাইজান। তারাইতো আমাদের শিক্ষাগুরু!!
ভালো থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
দারুন লিখলেন ভাই,
শিক্ষাগুরুর কাছে অনেক শেখার বাকি আছে, চালাকি করে কিছুতেই পার পাওয়া যাবেনা 🙂
কি সব দিন যে আইল দেশে!
তৌহিদ
এখন ঘোর কলিকাল চলছে ভাইজান!! কিচ্ছুটি করে তেনাদের কাছ থেকে পার পাওয়া যাবেনা।
ভালো থাকবেন ভাই।