
যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।
তোমার চোখে, তোমার ঠোঁটে,
তোমার ওই রক্তিম দু’গালে,
মনেহয় একটু আদর করি
আর বলি কানেমুখে,
”ভালোবাসি” ।
তোমার মোহমায়ায় আমি এতটাই আবিষ্ট যে,
দিকহারা নীহারিকার মতো,
ছুটে যাবো যখন তখন
তোমার কক্ষপথে।
তখন আমায় সস্নেহে ধরবে তো ?
দু’বাহু প্রসারিত করে?
যদি ধরতে না পারো,তাতেও অসুবিধা নেই কোন।
শুধু ঠেঁটে মৃদু কাঁপন তুলে বললেই হবে,
”ভালোবাসি” ।
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।
২৬টি মন্তব্য
সুরাইয়া পারভীন
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।
কেনো শুধু সেই বলবে? কেনো বলবে বলুন তো
সাহসী হন। প্রেমিকদের এতো ভীতু হলে চলে! দুর্দান্ত দাপটে বলুন ভালোবাসি।
ত্রিস্তান
দুনিয়া শুদ্ধ সবাইকে চিৎকার করে জানিয়ে বলতে হবে ..
আমি তোমাকেই ভা…লো…বা…সি….❤️❤️❤️
ইসিয়াক
ঠিক তাই ভাইয়া্
আপনার বরে বলীয়ান হয়ে এবার বলবো । বলবোই “ভালোবাসি”
ইসিয়াক
আর দেরী করা ঠিক নয় এইবার ভাবছি বলেই ফেলি,ভালোবাসি ।
শুভকামনা
ইসিয়াক
আজই বলবো আপু। ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” । বলতেই হবে ভালোবাসি। কবিতা সুন্দর হয়েছে ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো দিদি।
ছাইরাছ হেলাল
দারুন ভালোবাসাবাসি।
এমন করে বললে ভালোবাসি বলতে বাধ্য।
ত্রিস্তান
এখানেই বলে দিলাম আমি তোমাকেই ভা..লো…বা..সি…❤️
সুরাইয়া পারভীন
আপনি বরং এক কাজ করুন
মাইক নিয়ে বেড়িয়ে পড়ুন
তাবৎ দুনিয়ার মানুষকে জানাতে হবে তো
ভালোবাসি ভালোবাসি 👹👹👹
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া ।
ইসিয়াক
ধন্যবাদ
আরজু মুক্তা
শুধু ভালোবাসাবাসি।
ভালো লাগলো।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্
নিতাই বাবু
যেথায় আছে শুধু ভালোবাসাবাসি সেথায় যেতে প্রাণ যায় দাদা। তা আপনার কবিতের মাঝেই হারিয়ে গেলাম! শুভকামনা থাকলো।
ইসিয়াক
কৃতজ্ঞতা রইলো দাদা
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনী । শুভেচ্ছা সতত ।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া্
সুপায়ন বড়ুয়া
“যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।”
সাহস করে বলতে হবে
বলুন ভালবাসি।
যতই করুক সদলবলে
শুধুই হাসাহাসি।
শুভ কামনা।
ইসিয়াক
আপনার প্রতি ও রইলো শুভকামনা দাদা ।
জিসান শা ইকরাম
বলে দিলেই হয়,
ভালোবাসি বলতে ভয় কেন?
প্রেমিকার মুখে এটা প্রথম শুনতে চাওয়া কঠিন।
কবিতা ভালো হয়েছে ভাই।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা রইলো ।
সঞ্জয় মালাকার
দারুণ ভালোবাসাবাসি, ভালো লাগলো খুব
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো দাদা
এস.জেড বাবু
কি রোমান্টিক লিখা ইসিয়াক ভাই
মন চায় আবার পড়ি।
বলবে তো “ভালোবাসি”
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া্।
ভালো থাকুন সবসময়।