
রাতের শেষ ট্রেনে সে গিয়েছে চলে- বহুদূরের পথে,
পেছনের নির্জন প্ল্যাটফর্মে পড়ে আছে একটা বিষন্ন ঝিঁঝিঁ-
স্টেশনের লোকারণ্যের মাঝেও যে ভীষণ রকম একা
বোবা কান্নায় কেবল ভেঙ্গে চৌচির তার পাঁজরের ডায়াগ্রাম।।
এখানে কষ্টের রং নীল হয়না বরং জল রংয়ের মোড়কে ঢাকা
শুঁয়োপোকার গর্ভে যখন প্রিয়জনের প্রস্থান হয় সম্মোহিত
কষ্টগুলো কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে
কেবল ঝকঝক শব্দের তোড়ে চাপা পড়ে কান্নার রোল ।।
আহত স্বপ্নের নিঃশ্বাস ভারী হয়ে আসে বেদুইন রাতের নির্জনে
মরুর গভীরে থমকে দাঁড়ায় হৃদপিন্ডের টিকটিক ঘড়ি,
তারপর উচ্চাঙ্গ তানে উপছে পড়ে রুদ্ধদ্বার কটাক্ষ কান্নার ঢেউ-
রেল লাইনের মতোই সমান্তরালে চলতে থাকে ঝিঁঝিঁ আর তার নিঃসঙ্গতা।।
জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক
প্রাণ পাখি উড়ে যায় শুঁয়োপোকার নিষিক্ত লার্ভা ধরে-
ল্যাম্পপোস্টের আড়ালে ভেংচি কাটে অভিশপ্ত পেঁচাদের দল
আর কতো এভাবে কাঁদাবে আমায় বলো হে নিষ্ঠুর মহাকাল।।
৩৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
বেদুঈন রাত! নতুন শব্দটা মাথায় ঢুকে গেলো চোখের গলি বেয়ে।
কষ্টের কবিতা যদি এমন মুগ্ধতায় আকুল করে, তবে কষ্টকে বরণ করতে রাজি আছি। তবুও এমন একটি কবিতা লিখতে চাই। 🙂
শুভ কামনা রইলো অনন্য 🌹🌹
অনন্য অর্ণব
চোখের গলি বেয়ে ও শব্দরা মস্তিষ্কের রন্ধ্রে প্রবেশ করে!! ওয়াও❤️
পর্তুলিকা
দারুণ কবিতায় মুগ্ধ হলাম।
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা ❤️
সাবিনা ইয়াসমিন
ছবিটা একটু ছোট করে দিলে দেখতে ভালো লাগবে 🙂
অনন্য অর্ণব
এডিট করে দিলাম আপু। ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এখন বেশি ছোট হয়ে গেছে 😀😀
সাবিনা ইয়াসমিন
হু, এখন কবিতার সাথে মিলেছে।
রাত, মরু গাছ, হলদেটে আলো সব কিছু
বেদুঈন রাতের মতন লাগছে 🙂
অনন্য অর্ণব
আপু এভাবেই বুঝি অমরত্ব পায় ভাই বোনের পবিত্র সম্পর্ক গুলো? বোন আমার, কৃতজ্ঞতা অনিমেষ 😍
সুপর্ণা ফাল্গুনী
সারাজীবন জেনেছি কষ্টের রং নীল। আপনার কাছে জানলাম জল রঙের মোড়কে কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে। অদ্ভুত বহিঃপ্রকাশ। ঝকঝক শব্দের তোড়ে কান্না গুলো চাপা পড়ে।এটা হলো কঠিন বাস্তব। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
অনন্য অর্ণব
কষ্টের নিজস্ব কোন রং হয়না, ঠিক যেমনটা জলের। আমার কষ্টগুলো ও অনেকটা জলের মতোই। কষ্ট যতোটা গভীর তার রংও ততোটাই গাঢ় । শুভেচ্ছা সতত আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর বলেছেন। তাইতো বালিশ ভিজে গেলেও কেউ জানেনা রাতের নিরবতায় কত ঝড়বৃষ্টি বয়ে যায়
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা আপু।
ছাইরাছ হেলাল
বেদুইন রাত! না-তো!
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,………………………………….
অনন্য অর্ণব
বাপরে… শুনেছি বেদুইন সম্প্রদায় নাকি ইরানী নারীদের কিডন্যাপ করে পারস্যে বিক্রি করে দিতো। দেইখেন আবার…এখন কিন্তু স্যাটেলাইটের যুগ, ধরা পড়লে নিস্তার নাই হা হা হা 😀
শান্ত চৌধুরী
এখানে কষ্টের রং নীল হয়না বরং জল রংয়ের মোড়কে ঢাকা
শুঁয়োপোকার গর্ভে যখন প্রিয়জনের প্রস্থান হয় সম্মোহিত
কষ্টগুলো কর্তার মনের রং জড়িয়ে নেয় গায়ের চাদরে
কেবল ঝকঝক শব্দের তোড়ে চাপা পড়ে কান্নার রোল ।
নান্দনিক কব্যকথা …
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি । ভালো লাগলো ।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
সুপায়ন বড়ুয়া
“জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে
নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক “
কবিরা প্রেমিক হবে
তাই বলে জল্লাদের হাতে
দিও না সপে —-
ভালো লাগলো। শুভ কামনা।
অনন্য অর্ণব
অনেক অনেক কৃতজ্ঞতা দাদাভাই। ভীষণ অনুপ্রাণিত হলাম 💓
তৌহিদ
দারুন একটি কবিতা! শব্দের এমন ফুলঝুরি পড়তে ভালোই লাগে পাঠকদের।
আপনার এই কবিতার উত্তরে হেলাল ভাই লিখেছেন কবিতা। দেখেছেন?
অনন্য অর্ণব
দেখেছি দাদাভাই। আমিও হেলাল ভাইয়ের ওখানে দু লাইন মন্তব্য করেছিলাম। সেটা হেলাল ভাইয়ের কবিতার জবাবে। আজ পোস্ট করবো ইনশাআল্লাহ।
কামাল উদ্দিন
রেল লাইন বা রেল গাড়ি দেখলে মনটা উদাস হয়, মনে হয় ওরা আমার কতোইনা আপন। অথচ তাদেরকে আমি এখন আর সময় দিতে পারছি না।
……………..বিরহ কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।
অনন্য অর্ণব
অনেক অনেক শুভকামনা ❤️
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
কষ্টকে এমন সুন্দর ভাবে উপস্থান কিভাবে করেন!
আপনার সব কবিতার শিরোনাম অনেক সুন্দর।
শুভ কামনা।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা দাদাভাই। নিয়ত প্রেরণায় ঋদ্ধ করে যাচ্ছেন। আমি ধন্য আপনাদের মতো জ্ঞানী গুণীজনদের সাহচর্য পেয়ে। কৃতজ্ঞতা অনিমেষ 😍
জিসান শা ইকরাম
আমরাও ধন্য আপনার মত আন্তরিক কবি পেয়ে,
খুব দ্রুতই সবাইকে আপন করে নিয়েছেন।
মনির হোসেন মমি
জীবনকে কবিরা কত ভাবেই না দেখে থাকেন।
আহত স্বপ্নের নিঃশ্বাস ভারী হয়ে আসে বেদুইন রাতের নির্জনে
মরুর গভীরে থমকে দাঁড়ায় হৃদপিন্ডের টিকটিক ঘড়ি,
তারপর উচ্চাঙ্গ তানে উপছে পড়ে রুদ্ধদ্বার কটাক্ষ কান্নার ঢেউ-
রেল লাইনের মতোই সমান্তরালে চলতে থাকে ঝিঁঝিঁ আর তার নিঃসঙ্গতা।।
অনবদ্য উপস্থাপনা।
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
সুরাইয়া পারভীন
নিয়তি নির্ধারিত নিয়মের বাইরে যেতে পারি না বলেই হয়তো পেয়েও হারানো যন্ত্রণা গুলো কেবল কথা হয়ে বেরিয়ে পড়ে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে। একটু শান্তিতে নিঃশ্বাস নিতে।
অতঃপর সব কিছু ভুলে নিয়তি নির্ধারিত নিয়মেই চলে থাকে মন, মস্তিষ্ক, শরীর।
সোনালী দুঃখ
😭😭😭
সঞ্জয় মালাকার
দাদা কবিতা মুগ্ধতা, তবে দাদা বেদুইন শব্দটার অর্থ খুঁজে দপশেহার।
“জল্লাদ রাত্রির হাতে নির্লিপ্ত ভাবে
নিজেকে তুলে দেয় নির্ভীক ক্লান্ত প্রেমিক “
চমৎকার লিখেছেন দাদা পড়ে ভালো লাগলো খুব। শুভ কামনা🌹🌹
অনন্য অর্ণব
বেদুইন শব্দের অর্থ যাযাবর। যেসব গৃহহীন উদ্বাস্তু মানুষ আরবের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেত জীবিকার সন্ধানে তাদেরকে বেদুইন বলতো। ধন্যবাদ দাদাভাই 😍
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা।