
জড়সড় হয়ে বসে আছি, ঠান্ডা কাটানোর ব্যর্থ প্রয়াসে
লেপ-কাঁথা-শাল গায়ে মুড়িয়ে, অব্যক্ত কথার ফুলঝুরিতে।
এপাশ-ওপাশে ফিসফাস কানাকানি
গা হিম হয়ে আসে তার নিথর আহবানে!
ডাইনীরুপে এসেছে পৌষ নিরিন্দ্রিয় জীর্ণবসনে।
রক্তজিহ্বার লকলকানিতে ক্ষণিকের মোহ ভেঙ্গে চমকে উঠি!
শীতল স্পর্শেন্দ্রিয় আলাপনে আলপিনের খোঁচাখুঁচিতে
রক্তাম্বর হৃদয়ের অনুভূতিরা হয়েছে নিঃসাড়।
শ্বদন্ত দেখিয়ে ঘুমপাড়ানিয়া গান শোনায় কানেকানে,
দুঃস্বপ্নরা মাংস খুবলে খায় হায়েনার মতন।
স্বপ্ন দেখিয়ে আশাবরী সে আজও আসেনি
ডাইনী বশীকরণ মন্ত্রটাও বেমালুম ভুলে গেছি!
অথচ চোখ আমার বিভোর নিরাশার জাগ্রত স্বপ্নে,
সোনারকাঠি রূপোরকাঠি হাতে নিয়ে নির্বাক স্থবিরতায়।
পৌষ যে এসেছে দুয়ারে- কুয়াশায় দোদুল্যমান পেন্ডুলামের সীমাহীন ঘুর্ণনে।
৪৪টি মন্তব্য
কামাল উদ্দিন
ডাইনী বশীকরণ মন্ত্রটাও বেমালুম ভুলে গেছি!
………এই মন্ত্রটা মনে পড়ে গেলে আমাদেরকে জানায়া দিয়েন ভাই, খুবই দরকারী মন্ত্র। পৌষ নয়া এটাই মনে হয় প্রথম লেখা পড়লাম।
তৌহিদ
মন্ত্র সবাইকে শেখানো যায়না। গুরুর বারণ আছে ☺
পৌষ নিয়ে অনেক লেখা এসেছে সোনেলায় ভাই। তবে পৌষ সংক্রান্তি উৎসবের জন্য এটিই প্রথম লেখা। কি করবো বলুন? আপনারাতো ফাস্টো হইতে পারলেননা।
কামাল উদ্দিন
ইচ্ছে আছে মিনিমাম অংশগ্রহণটুকু করার।
তৌহিদ
শুভকামনা রইলো ভাই।
সাদিয়া শারমীন
অভিভূত!
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
বশীকরণ মন্ত্রটা খুউব দরকার। কবিতা ভালো লেগেছে।ছবিটাও ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া। শুভ রাত্রি
তৌহিদ
বশীকরণ মন্ত্র নিজ উদ্যোগে খুঁজে নিয়ে শিখতে হবে আপু। কাউকে দেয়া যাবেনা। গুরুজীর বারণ আছে☺
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
নিতাই বাবু
পৌষসংক্রান্তি নিয়ে নিজের কিছু ব্যক্তিগত মতামত নিয়ে আসছি।
তৌহিদ
অবশ্যই দাদাভাই, স্বাগতম।
সুপায়ন বড়ুয়া
পৌষের কাছাকাছি রোদ মাখা বৃষ্টি
আপনার কবিতা অপরূপ সৃষ্টি।
শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও শুভেচ্ছা দাদা।
ছাইরাছ হেলাল
দেখা যাচ্ছে আপনি এবার ডাইনী-সহযোগে শীত উদযাপন করছেন!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣🤣। ভালো বলেছেন ভাইয়া
তৌহিদ
হা হা দিলাম ☺
মনির হোসেন মমি
হেলাল ভাইজান খালি প্যাচ মারে ।এ হিমশীতে প্যাচ একটু লাগলে মন্দ না শৈতপ্রবাহের তীব্রতা মধুর শব্দ জড়ায় কেটে যায়।
তৌহিদ
কেউ বুঝলোনা ভাইটি। শীতে প্যাঁচাপেচি না হলে জমে বলেন?
ছাইরাছ হেলাল
আমি সরাসরি প্যাঁচ মারি, কেউ কেউ (তৌহিদ ভাই) একটু আড়ালে আবডালে! @ মনির ভাই।
তৌহিদ
শুধু আমি কেন অনেকেই তাই করছে। আপনিও কি এর বাইরে মহারাজ?
ছাইরাছ হেলাল
আমার ডাইনী সখ্যতা খুপ পুরানা!
ইকবাল কবীর
ভালো লিখেছেন।
তৌহিদ
আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন দেখিয়ে আশাবরীরা পালিয়েই থাকে। তাদের খুব কাছে যেতে নেই। নয়তো কবিতা ভুলে যাবেন।
আরও কবিতা লেখা বাকি আছে তো!
শুভ কামনা তৌহিদ ভাই 🌹🌹
তৌহিদ
তা ঠিক বলেছেন। আশাবরীরা স্বপ্ন দেখিয়ে পালিয়ে যায়। তাই তাদের কাছে যেতে নেই।
কবিতাতো ভুলেই বসেই আছি। ক’দিন থেকে দু লাইন লিখতে পারছিনা।
ভালো থাকবেন আপু।
ইসিয়াক
ভালো লেগেছে।
তৌহিদ
ভালো থাকবেন ভাই
ফয়জুল মহী
দারুণ ,বেশ মনে লাগলো ।
তৌহিদ
শুভকামনা সবসময় আপনার জন্য।
সুরাইয়া পারভীন
যদি আমার কাছে থাকতো এমন সোনার কাঠি রূপোর কাঠি। তবে সমগ্র শীতার্তদের শীত করতাম নিবারণ। শীতে কাঁতরানো অসহায় মানুষের মুখে ফোটাতাম তৃপ্তির হাসি।
কবিতা দারুণ হয়েছে।👏👏
তৌহিদ
আমার সামর্থ্য এবং মন মানসিকতা আমাদের সবারই যেন হয় এটাই প্রার্থনা।
ভালো থাকবেন আপু।
সঞ্জয় মালাকার
দাদা আপনার কবিতা অপরূপ সৃষ্টি।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা।
তৌহিদ
তো আমার লেখার উৎসাহদাতা দাদা। সব সময় পাশে থাকবেন এভাবেই।
জিসান শা ইকরাম
পৌষ সংক্রান্তি উৎসব এর সুচনা পোষ্ট ভালো হয়েছে।
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই। পৌষ সংক্রান্তি উৎসব আপনাদের সবার সাহায্য সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হোক এটাই কামনা। আপনি পৌষ উৎসবে লেখা কবে দেবেন? তাড়াতাড়ি দিন কিন্তু ।
ভালো থাকবেন ভাই।
মনির হোসেন মমি
পৌষের হিমশীতকে বেশ ভাল উষ্ণতায় কাটালেন।যুগ যুগ বেচে থাক ডায়নীরা কবিতায় উঠে আরো কিছু হিমশীতল শব্দেরা। খুব ভাল লাগল।
তৌহিদ
উষ্ণতায় কাটালাম কিনা জানিনা। তবে ঠোকাঠুকি হয়েছে বেশ।
ভালো থাকবেন ভাই।
এস.জেড বাবু
শীতল স্পর্শেন্দ্রিয় আলাপনে আলপিনের খোঁচাখুঁচিতে
রক্তাম্বর হৃদয়ের অনুভূতিরা হয়েছে নিঃসাড়।
পড়তেই শীত শীত লাগছে,
লাগছে ডাইনির ভয় !
কে যেন বলে তৌহিদ ভাই কবিতা বুঝে না-
আমি বলি ওরা তৌহিদ ভাইকে বুঝে না,
সে যে আজকাল দুর্দান্ত লিখে।
তৌহিদ
আমি লিখি শখের বশে। তাই যখন যা মাথায় আসে সে সব দিয়েই অখাদ্য লিখে ফেলি। আপনার মত যদি পারতাম তাহলে দেখিয়ে দিতাম।
ভালো থাকবেন ভাই
এস.জেড বাবু
এমন অখাদ্য কয়জন লিখতে পারে !!
সোনেলায় আমার রোল হতো একশো জনে একশো-
সবাই আমার চাইতে ভালো লিখে আমার বিচারে।
আর আপনি তো অসাধারণ
অনেক শুভেচ্ছা
আরজু মুক্তা
পৌষ মাসটা এক্সপ্রেস ট্রেন হলে ভালো হতো। জবুথবু শহর, মন, অনুভূতি এবং আড্ডা।
প্রভুকে বলি, রাতেও সূর্যটা দিও।
তৌহিদ
আপনার সুন্দর ইচ্ছে পূর্ণ হউক যদি সম্ভব হয়। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা।
ভালো থাকবেন আপু।
দেবজ্যোতি কাজল
কবিতাটাতে আধুনিক শব্দের অভাব আছে
তৌহিদ
আমি এখনো ছাত্র, লেখালেখি করি শখের বসে। ভুলভাল তো হবেই।
দালান জাহান
ভালো লিখেছেন