
আমি ফুল প্রেমী নই,
আমি শুধু তুই প্রেমী।
আমি ফুল ভালোবাসি না,
আমি শুধু তোকে ভালোবাসি।
আমি ফুলের সৌন্দর্য্যে নয়,
তোর সৌন্দর্য্যে বিমোহিত হতে চাই।
আমি ফুলের ঘ্রাণে নয়,
তোর শরীরের ঘ্রাণে মাতাল হতে চাই।
আমি ফুলের স্পর্শে নয়,
তোর স্পর্শে শিহরিত হতে চাই
আমি ফুল চাই না,
আমি শুধু তোকে চাই।
আমায় ফুল নয়,
তোকেই দে না আমার করে।
৩০টি মন্তব্য
জিসান শা ইকরাম
‘ তুই ‘ ময় কবিতা ভাল হয়েছে,
এমন ভাবেই চাইতে হয় 🙂
সুরাইয়া পারভীন
চাইলে চাওয়ার মতোই চাইতে হয়😛
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
মনোমুগ্ধকর
পাঠে একরাশ মুগ্ধতা ♥♥।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“আমি ফুল চাই না,
আমি শুধু তোকে চাই।
আমায় ফুল নয়,
তোকেই দে না আমার করে।”
এ কোন সে প্রেমিকা
ফুল নয় প্রেমিককে চায়।
সেতো সাহসি নিখাদ
ভালবাসা পায়।
ভাল লাগলো আপু শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
লেখায় ইনিয়ে -বিনিয়ে পিনপিনিয়ে বলা নেই।
যা চাই সাহসের মত চাই, চাওয়া হোক এমনই।
সুরাইয়া পারভীন
একদম তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
তোকেই দে না আমার করে।////////
ইশশ
সত্যিই যদি নিয়তি তেমন করে দিতো !
চমৎকার অনুভব আপু
ভিষন মিষ্টি।
সুরাইয়া পারভীন
দেবে না গো ভাইয়া
ঐ যে বলে না,,,
‘যা চাই ভুল করে চাই
যা পাই তা চাই না কখনো’
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
এস.জেড বাবু
হাহাহা
কত কিছু ভাবে রে মন
শুভেচ্ছা রইলো আপু
কামাল উদ্দিন
কোন রাখ ঢাক না রেখে এমন সোজাসুজি ক’জনই বা বলতে পারে?
সুরাইয়া পারভীন
তাই তো
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
শুভ সকাল
মনির হোসেন মমি
ভালবাসার অনন্য অনুভুতি। খুব ভাল লাগল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
‘তোকেই দেনা আমার করে ‘ খুবই ভালো লাগলো এই লাইনটি। পূর্ণতা পেল চাওয়াটা এই একটি বাক্যে। শুভ কামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
আরজু মুক্তা
আন্তরিক চাওয়া। সফল হোক।
শুভকামনা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
তৌহিদ
আপনার ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য। কবিতা ভালো লেগেছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ফুল নয় তোকে চাই,
আমার একটা “তুই” চাই,,
চাওয়া পূর্ণ হোক।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
সবারই সব চাওয়া গুলো পূর্ণতা পাক
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓💓
ইসিয়াক
ভালো লাগলো ভালোবাসার কবিতা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
একান্ত অনুভূতিতে সুন্দর একটা কবিতা প্রকাশ করে ফেললেন। সত্যি মুগ্ধ হলাম। আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
আপনার জন্যও রইলো আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা
ভালো থাকবেন সবসময়
দেবজ্যোতি কাজল
নান করণ ভাললাগে নি
সুরাইয়া পারভীন
চেঞ্জ করে দিলাম দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়