
জীবন হলো একটি জটিল খেলা!ব্যক্তিত্ব
অর্জনের মধ্যে তুমি তাকে জয় করতে পার।
তুমি জানো জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়,! তাই
সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।
পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া।
তা হঠাৎ করেই আসেনা! ধীরে ধীরে আসে।
তুমি এটাকে মেধা বিকাশ দিয়ে ধরে রাখো।
তুমি যদি মন থেকে কাজ কর না!
তা হলে তুমি কিছুই -.অর্জন করতে পারবে না।
আর যদিও করে থাকে, তবে সেটা অর্ধেক অর্জন।
তাই মনের সফলতায় , সব সময়ই এরকম তিক্ততা থেকেই যায়।
জীবন হলো একটি জটিল খেলা! ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়েই তাকে জয় কর
তোমার সফলতা আসবেই তোমার কাজে।
তুমি তখনই স্মরণীয় হয়ে থাকবে, যখন
তোমার আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারো।
যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয়, এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা জেগে ওঠে! আর
আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবন যাপনে তিন রকমে মানুষ থাকবে!
আর তারা হলে – পিতা – মাতা ও শিক্ষক।
আর শিক্ষাবিদদের উচিৎ, শিক্ষার্থীদের মাঝে মধ্যে
অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিকতা শিক্ষা ছড়িয়ে দেয়া,।যাতে তারা আদর্শ মডেল হতেপারে।
নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান,
তাদের যেনো ভিন্ন চিন্তা করার সাহস থাকে প্রজন্ম হতে প্রজন্ম নতুন কিছু করার।
যে পথে কেউ যায় না -সে পথে চলতে হে! তাদের মাঝে নতুন কিছু আবিষ্কার করার সাহস থাকতে হবে।
অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, আর চিহ্নিত করতে হবে কোথায় সমস্যা , তবেই সফলতা আসবে তোমার কাজে।
আর এগুলো হলো সবচেয়ে মহৎ গুণ,
এভাবেই এগোতেই হবে তোমাদের প্রজন্ম হতে প্রজন্ম প্রর্যন্ত!
আর নতুনদের কাছে এটাই আমার বার্তা।
উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং ওটা কোন দুর্ঘটনা না, জীবন এক কঠিন খেলা!
আর এই খেলায় জয় তখনি হয়, যখন তুমি সফল ভাবে কাজ সম্পুর্ন কর।
২৭টি মন্তব্য
সুরাইয়া পারভীন
জীবন হলো একটি জটিল খেলা! ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়েই তাকে জয় কর
তোমার সফলতা আসবেই তোমার কাজে।
দারুণ লিখেছেন। আগামী প্রজন্মের জন্য চমৎকার
আহ্বান জানিয়েছেন।👏👏
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি কৃতজ্ঞতা,
নতুন বর্ষের শুভেচ্ছা রইলো, শুভ কামনা দিদি ভালো থাকুন সারাক্ষণ।
সুপর্ণা ফাল্গুনী
জীবন একটি জটিল প্রক্রিয়া। পরবর্তী প্রজন্মকে শেখানোর চেষ্টা বিফলে যাবে আমরা যদি নিজেদেরকে তৈরি করতে না পারি আদর্শ মানুষ হিসেবে। খুব সুন্দর করে সবকিছু তুলে ধরলেন। ধন্যবাদ দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, মন্তব্যে মুগ্ধতা।।
আপনার জন্য শুভ কামনা, অংশেষ ধন্যবাদ জানাবেন দিদি।
সুপায়ন বড়ুয়া
“জীবন হলো একটি জটিল খেলা! ব্যক্তিত্ব
অর্জনের মধ্য দিয়েই তাকে জয় কর
তোমার সফলতা আসবেই তোমার কাজে।“
কেউতো ভাবেনি আগে
তোমারি মতন করে।
ভালই হলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা , আপনার জন্যও রইলো শুভ কামনা,।
অশেষ ধন্যবাদ জানাবেন দাদা।
ছাইরাছ হেলাল
জীবনের এই আপাত জটিল প্রক্রিয়া কাটিয়ে/মানিয়ে সামনে এগুনো খুব কঠিন।
তবুও আমার প্রত্যাশা সামনে এগিয়ে যাওয়ার, সোনালী সুর্যের নাগালে।
শুভেচ্ছা নব বর্ষের।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, আপনাকেও নব বর্ষের শুভেচ্ছা।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
রুমন আশরাফ
খুব সুন্দর লিখেছেন দাদা। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো।
তৌহিদ
উৎকর্ষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এবং ওটা কোন দুর্ঘটনা না, জীবন এক কঠিন খেলা!
আর এই খেলায় জয় তখনি হয়, যখন তুমি সফল ভাবে কাজ সম্পুর্ন কর….
কথা তো সত্যি কিন্তু কতজনই এভাবে চলতে পারি সেটাই হচ্ছে প্রশ্ন।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সব সময় শুভ কামনা। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা৷ সত্য কথা মেনে চলা কুবি কঠিন কাজ।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা।
অশেষ ধন্যবাদ জানাবেন।
কামাল উদ্দিন
সফলতার জন্য অনেক পথ পারি দিতে হয়, আর সেই পথ থাকে জটিলতায় পরিপূর্ণ। আর সমাজে শৃংখলা বজায় রাখার জন্য দরকার মানুষকে মানুষ হিসাবে প্রত্যেকের বিবেচনা করা। ধর্মের ভিত্তিতে কিংবা লিঙ্গের ভিত্তিতে বিচার না করার মানসিকতাই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে অনেক পথ……….উপদেশ বাণীতে ভালোলাগা জানিয়ে গেলাম।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
একদম ঠিক বলেছে, মন্তব্যে সহমত প্রকাশ করছি, মানুষকে মানুষ হিসাবে প্রত্যেকের বিবেচনা করা উচিৎ।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, আপনার জন্য অজস্র শুভ কামনা দাদা। শুভ বিকেলে বেলার শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
শুভ রাত্রি 😀
সঞ্জয় মালাকার
দাদা আপনাকেও রাত্রী কালিন শুভেচ্ছা।
আরজু মুক্তা
আসলেই নিজের কাজ নিজে করলে বা নিজের জায়গা থেকে ভালো কিছু করলে। সবকিছুই ভালো হবে।
সঞ্জয় মালাকার
হু, ঠিক বলেছেন দিদি, নিজের কাজ নিজেই করা উত্তম , ধন্যবাদ শ্রদ্ধে দিদি আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে লেখা
শুভ কামনা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধের ভাইজান, আপনারা জন্যও অনেক অনেক শুভ কামনা, ভালো থাকুন সব সময়।
ফয়জুল মহী
বাহ চমৎকার উপস্থাপন ,এক কথায় অসাধারণ
পাঠে একরাশ মুগ্ধতা
সঞ্জয় মালাকার
পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
আপনার জন্য অজস্র শুভ কামনা।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
ইংরেজি শুভ নববর্ষের
😍🙅🙋🙉🙏💖
প্রীতি ও শুভেচ্ছা রইল!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সঞ্জয় মালাকার
দাদা আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো থাকুন সারা বর্ষর শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
জীবনে চলার পথে জটিলতা বারবার আসবে। যে যত সুন্দরভাবে এর সমাধান করে নিতে পারে সেই হয় প্রকৃত ব্যক্তিত্ববান।
কবিতায় ভালো লাগা রইলো দাদা,
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, যে যত সুন্দরভাবে এর সমাধান করে নিতে পারে সেই হয় প্রকৃত ব্যক্তিত্ববান।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি, আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।