
অমিত : হ্যালো! লাবণ্য বলছো?
লাবণ্য : কণ্ঠস্বর কি ভুলে গেছো?
অমিত : না, একদম নয়।
লাবণ্য : কতোদিন পর ফোন করলে?
অমিত : আট বছর!!
লাবণ্য : কেমনে ভুলে ছিলে?
অমিত : তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। ঐ পুব আকাশে সূর্য যখন আলো ছড়ায়। তখন তুমি বৃষ্টির ছোঁয়া হয়ে আসো। আমায় স্পর্শ করো। আর —
লাবণ্য : আর কি?
অমিত : যখন মৃদুমন্দ বাতাস এসে আমার চোখ দুটোতে দোলা দেয় ; তখন বুঝি, আমি জড়িয়ে ছিলাম তোমায়।
লাবণ্য : তাই বুঝি?
অমিত ; হুম! আচ্ছা—-
লাবণ্য : আচ্ছা কি?
অমিত : এখনও কি খোলা চুলে বারান্দায় দাঁড়ালে অবাধ্য বাতাস, তোমার চুলগুলো এলোমেলো করে?
লাবণ্য : আমি তো আরও ইচ্ছে করেই দাঁড়াই।
অমিত : তাহলে চুল বাঁধো না?
লাবণ্য : বাঁধবো কেনো? ঐ চঞ্চল, উতালা বাতাস, এই চুলের আনমনা করা সুবাস তোমায় পৌঁছে দেয়।
অমিত : ঠিক বলেছো। তখন উদাস হয়ে যাই।
লাবণ্য : আজ রাখি।
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ ! দারুন কথোপকথন তাও ‘শেষের কবিতার’ অমিত আর লাবণ্য। বোনাস দিলেন আপু। শুভ কামনা রইলো ও শুভ নববর্ষের শুভেচ্ছা
আরজু মুক্তা
আওনাকেও নববর্ষের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
মনে পড়ে যায়
আপনার লেখায়
অমিত – লাবন্যের
শেষের কবিতায়।
শুভ কামনা ! ভাল থাকবেন সবসময়।
আরজু মুক্তা
শুভকামনা।
শুভ হোক নববর্ষ।
জিসান শা ইকরাম
সুধু কথাই বলবে দুজনে?
দেখা সাক্ষাৎ হবেনা?
সুধু কথায় চিড়ে ভিজবে?
লেখা কিন্তু বেশ ভালো হয়েছে,
তোমাকে কম দেখি কেন ব্লগে?
আরজু মুক্তা
দেখি পরের পর্বে দেখা করাতে পারি কিনা।
আমার বাংলালিংক। মনে হয় কিছুদিন ধরে নেট প্রবলেম চলছে। তাই।
শুভকামনা জানবেন।
সুরাইয়া পারভীন
বাহ্! দারুণ তো ।
চমৎকার লিখেছেন কথপোকথন 👏👏
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
মোঃ মজিবর রহমান
অমিত আর লাবন্য!!!
খুব ভাল লাগ্ল তাদের বাক্যলাপ।
শুভেচ্ছা রইল।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন
ছাইরাছ হেলাল
চুলের মৌ বাতাস ছড়িয়ে দারুণ কথোপকথন।
এত দিন কোথায় ছিলেন!
আরজু মুক্তা
এতোদিন শিলং পাহাড়ে ছিলাম।
আমার নেট কাজ করেনা। বাংলালিংকে মনে হয় কাজ চলছে।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর কথামালা
আরজু মুক্তা
ধন্যবাদ জানবেন।
নাজমুল হুদা
আজকে যদি পত্রিকার হেডলাইন হতো তাহলে কেমন হতো ? দেখে নেওয়া যাক-
সাংবাদিক মনে করুন নাজমুল হুদা:
আরজু আপার কথোপকথন ফাঁস। কথোপকথনে লক্ষণীয় ও শিক্ষণীয় বিষয় হলো প্রেমের ক্ষেত্রে এখন পিছিয়ে আছে মেয়েরা একটু বললে ছেলেরা পুরো গরুর রচনা বলতে থাকে। এই সমস্যার উত্তরণ চাচ্ছে নাগরিক প্রেমিক সমাজ।
আরজু মুক্তা
মেয়েরা এখন পিছিয়ে নেই। সব খানেই বিজয়ী।
সঞ্জয় মালাকার
বাহ! বেশ চমৎকার প্রেম কাব্যকথা –
ভালো লাগলো খুব। দিদি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন।
শুভ হোক নববর্ষ
তৌহিদ
কথোপকথনে কত ভালোবাসা লুকিয়ে থাকে যা অনুভবের বিষয়। প্রেমিক যুগলের দেখা করাবেনতো নাকি শুধু ফোনেই লিলুয়া বাতাস উপভোগ করবে তারা?
আরজু মুক্তা
দেখা করলেই ঝামেলা। ট্রিট লাগে। অনুভূতিগুলো ঐ ভাবেই বাড়ুক।
ল্যান্ড ফোনের দিনগুলির কথা মনে আছে?
সাদিয়া শারমীন
খুব সুন্দর। ভাল লেগেছে পড়তে।
আরজু মুক্তা
শুভকামনা জানবেন
মনির হোসেন মমি
দারুণ কথা মালায় কথপোকথন। অমিত লাবন্য।
আরজু মুক্তা
শুভেচ্ছা জানবেন। লিখা ভালো লাগলে উৎসাহ বেড়ে যায়।
সাবিনা ইয়াসমিন
এত তারাতাড়ি কথা শেষ!
চুলে কোন ব্রান্ডের শ্যাম্পু দিয়েছিলো সেটাও জানতে পারলাম না। জানলে ট্রাই করতাম। আমারও একটা মন-উদাস প্রেমিক লাগবে।
বাকিটা তারাতাড়ি দিন,
আরজু মুক্তা
হা হা। রোমান্টিক আপু শুভ কামনা জানবেন।