
অদক্ষ প্রেমক্রীড়াতে
দক্ষতা অর্জনে ব্যর্থ,
তোমার মতো করে!
ক্ষমাসুন্দর দৃষ্টিতে তুমি আমায় কি
তোমার পাণিপ্রার্থি হবার
অনুমতি দেবেনা প্রিয়া?
তোমায় ভেবে ভেবে যে আমার
গুম্ফদেশে,
শ্বেতবর্ণের আভা দেখা দিলো!
তুমি কি আমায় একটু বিবেচনা করবেনা মনমানসী?
আমি না হয় শিখে নেবো সব তুমি যা যা শেখাবে।
২৩টি মন্তব্য
নৃ মাসুদ রানা
অনুমতি দেব না
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
সুপায়ন বড়ুয়া
কেবা বঞ্চিত করে
এ সুযোগ থেকে ?
অগ্রিম শুভ কামনা রইল
ইসিয়াক
আপনাকে ও শুভকামনা দাদা ।
ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
পাকা গুম্ফে প্রেম দেবে না!
ইসিয়াক
হা হা হা ভাইয়া মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা জানবেন।
বন্যা লিপি
আহারে!! গুম্ফ শুভ্ররেখায় পরার আগেই অনুমতি মিলে যাক
শুভ কামনা রইলো।
ইসিয়াক
আপনার প্রতি ও শুভকামনা রইলো।
শুভসকাল।
তৌহিদ
না না অনুমতি দেওয়া হবে না, সে যতই যাই কিছু বলেন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভাই।
ইসিয়াক
দুঃখিত ভাইয়া, দেরী হয়ে গেল।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন।
ফয়জুল মহী
অনেক অনেক সুন্দর লিখেছেন । নতুন বছরের শুভেচ্ছা।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা জানবেন ভাইয়া ।
সুরাইয়া পারভীন
আহা! এমন আহ্বানে অনুমতি না দিয়ে কি পারে মনমানসী,,, চমৎকার উপস্থাপন।
Happy new year 2020
ইসিয়াক
শুভকামনা রইলো আপু্ ।
শুবসকাল।
জিসান শা ইকরাম
এমন করে বললে অনুমতি দিবেই সে,
শুভ নববর্ষ।
ধন্যবাদ ইসায়াক ভাই।
ইসিয়াক
শুভ নববর্ষ ভাইয়া।
শুভকামনা জানবেন।
কামাল উদ্দিন
গুম্ফদেশে যেহেতু শ্বেতবর্ণ ধারণ করেছে, এখন আর অতোটা উতালা হওয়ার প্রয়োজনটা কি কবি?……..শুভ নববর্ষ।
ইসিয়াক
হা হা হা কামাল ভাই ,
ভালোবাসা সবসময় ই চিরন্তন। নয় কি?
শুভকামনা রইলো ।
কামাল উদ্দিন
হয়তো তাই…….শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
এভাবে অনুমতি দেয়া কি ঠিক হবে? এই বয়সে আল্লাহর নাম জপেন নির্ঘাত আল্লাহর কাছে প্রেম পাবেন কিন্তু প্রিয়ার মন না পাওয়ার সম্ভাবনা বেশি। শুভ কামনা রইলো
ইসিয়াক
দিদি মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, শ্বেত গুম্ফের মায়া আগে ত্যাগ করতে হইবে,
তাহলে অনুমতি মিলিলেও মিলিতে পারে 😀
রম্য কবিতা ভালো হয়েছে ইসিয়াক ভাই। 🌹🌹
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল আপু ।
শুভকামনা রইলো ।