
দিনের শেষে বছর ঘুড়ে আসবে নতুন দিন
বরণ ডালায় দাঁড়িয়ে সবাই গুচবে তাদের ঋণ।
বন্ধু আমার আশায় থাকে জ্বলবে নতুন আলো
আঁধার ঘরে তারার আলোয় থাকবে সুখে ভালো।
আতশ বাজির রঙের আলোয় সাজবে আকাশ জুড়ে
সাগর তীরে ঢল নেমেছে প্রাণ পেয়েছে ফিরে।
কৃষক আশায় বুক বেঁধেছে ফসল ফলবে ভালো
শ্রমিক ভাইরা স্বপ্ন বুনে ন্যায্য মজুর পেলো।
নতুন বইয়ের গন্ধ শুকে জমবে শিশুর মেলা
পাঠশালাতে ফিরবে প্রাণ নবীন বরণ ডালা।
অর্থনীতির চাকায় আজ লাগছে প্রাণের হাওয়া
আম-জনতা বুক বেঁধেছে সেটাই বড় পাওয়া।
লোড শেডিং এর জ্বালায় সেদিন মরচে পড়ত কলে
কারখানা আজ সচল থাকে দিন রাত্রি চলে।
অন্ধকারে থাকত বসে বই পত্র খুলে
সেই ছাত্র পড়ে আজ বিদুৎ বাতি জ্বেলে।
মোমবাতিতে করত যারা সেহরী ইফতারি
তারাই আজ নামাজ পড়ে এসির বাতাস ছাড়ি।
সারা বাংলায় লাগছে আজ উন্নয়নের ঢেউ
সেটা নিয়েও প্রশ্ন তোলে মুখ চেনাদের কেউ।
দারিদ্রের হার কমেছে চল্লিশ থেকে বিশ
প্রবৃদ্ধিতে রেকর্ড গড়া ৮.১৫, করে ফিস ফিস।
মাথা পিছু আয় বেড়েছে ৫৬০ থেকে ১৯৯০ ডলার
মধ্যম আয়ের দেশে যাবে লাগলো খুশীর জোয়ার।
কৃষিখাতে ভুর্তুকী যায় মিলিয়ন কোটি টাকা
মেট্রো রেলের চাকায় ঘুড়বে প্রাণ প্রিয় ঢাকা।
রপ্তানীতে আয় বেড়েছে ১.০৫ থেকে ৪১.১ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়ে ০.৩৪ থেকে ৩.৩ বিলিয়ন ডলার।
নতুন আশায় বুক বেঁধেছে রেমিটেন্সের চ্যানেল
বন্দর নগরী চট্টলায় হয় কর্ণফুলী টানেল।
সিটিসেলের দিন শেষে আজ মোবাইলে একটি দেশ
মহাকাশ জয় করিল স্যাটালাইটে বাংলাদেশ।
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় ধুলায় মিশে মান
পদ্মার বুকে জেগে উঠে বাংলাদেশের সম্মান।
সকল আলোর পিছে থাকে নিকষ অন্ধকার
পেঁয়াজ লবনে গুজব রটায় পকেট কাটে সবার।
সকল কাজের পিছে থাকে বিশেষ ছাড়পোকা
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার ধোঁকা।
ঋণ খেলাপীর তালিকা আজ দিনে দিনে বাড়ে
শেয়ার বাজার কেলেঙ্কারীতে ধুকে ধুকে মরে।
ষড়যন্ত্রের বিষদাঁত উপড়ে ফেলে আজ
বাংলাদেশ হবেই সফল পড়বে মুকুট তাজ।
নতুন দিনের সুর্য উঠে নতুন দিনের মান
বাংলা আমার মাতৃভুমি গাই বিজয়ের গান।
লাখো শহীদের রক্তে ভেজা বাংলা আমার প্রাণ
বিশ্বসভায় ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাম !
৩৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন। নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
আপনাকেও নব বর্ষের শুভেচ্ছা
ভাল থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
আমরা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি।
শুভেচ্ছা আপনাকে।
সুপায়ন বড়ুয়া
শুভ কামনায় একটি দেশ
সমৃদ্ধ বাংলাদেশ !
ধন্যবাদ সাথে থাকার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও নতুন বছরের কবিতায় পুরো দেশটাকে তুলে আনলেন। ধন্যবাদ দাদা। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা
সুপায়ন বড়ুয়া
নতুন দিনের স্বপ্ন দেখি
নতুন দিনের আলো
শুভ কামনায় বাংলাদেশ
থাকব সবাই ভালো।
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
প্রানের বাংলা আমি তোমায় বাসিভালো
রক্ত ঋনে কেনা আমার স্বদেশভুমি জ্বাল আলো।
বিশ্বমানে উঠুক জেগে আমার দেশের মান
গুনেমানে উঠবে ভেসে সারা বিশ্বের জান।
সুপায়ন বড়ুয়া
বাংলা আমার মাতৃভুমি
বাংলা আমার প্রাণ।
সুখে দু:খে পাশে থেকে
রাখব দেশের মান !
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল প্রিয়
নৃ মাসুদ রানা
ছবিটি কোথা থেকে তুলেছেন?
সুপায়ন বড়ুয়া
বীর প্রসবিনী চট্টলার বন্ধুর
ফেইস বুকের ওয়াল থেকে
প্রিয় চট্টগ্রাম !
ধন্যবাদ , শুভ কামনা।
তৌহিদ
কবিতার শব্দ দিয়ে দেশের উন্নয়নের চিত্র এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা সে তো একজন কবি পক্ষেই সম্ভব। নববর্ষের শুভেচ্ছা রইল ভাই।
সুপায়ন বড়ুয়া
দেশটা আমার মায়ের মতো
দেশকে ভালবাসি !
বন্ধু সবাই সুখে থাকুন
প্রাণ খুলে হাসি।
ধন্যবাদ ! শুভ নববর্ষ !
ফয়জুল মহী
অনেক অনেক সুন্দর লিখেছেন । নতুন বছরের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
রক্তে কেনা দেশটা আমার
মনের মতো সাজাই
বন্ধু সবাই পাশে থাকলে
অনুপ্রেরনা পাই।
ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
আলো আধারের বাস্তব চিত্র তুলে ধরেছেন লেখায়,
তারপরেও আমরা স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার।
শুভ নববর্ষ দাদা।
সুপায়ন বড়ুয়া
আলো আঁধারের চলছে খেলা
আসল চেনা দায়
সোনেলার কলম সেনা
সমৃদ্ধ বাংলায়।
আপনার অনুপ্রেরনা দায়ক
মন্তব্যের জন্য কৃতার্থ আমি।
শুভ নববর্ষ ভাইজান।
ইসিয়াক
অতি চমৎকার ।
শুভ নববর্ষ ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাাথে থাকার জন্য।
নববর্ষের শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
নতুন বছর, নতুন দিন
নতুন স্বপ্নের ছোঁয়ায় হয় আরও রঙ্গীন,
ইংরেজি নববর্ষকে ঘিরে বাঙালির প্রয়োজন, প্রস্তুতি, উদ্দিপণা সব কিছু নিয়ে এসেছেন এক কবিতায়।
অনন্য উপস্থাপন।
অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
নতুন বছর সোনালী দিন
রাঙিয়ে যাব দেশটি আমার
থাকবে অমলিন !
ধন্যবাদ। শুভেচ্ছা !
ভাল থাকুন সবসময়।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
ভারী সুন্দর ! ধন্যবাদ !
নববর্ষে আপনার জীবন হোক
সুন্দর ও সাফল্যমন্ডিত !
আরজু মুক্তা
গরবিনী বাংলাদেশ।
শুভ হোক নববর্ষ।
সুপায়ন বড়ুয়া
মায়ের মমতা ভরা
একটি দেশ
গরবিনী বাংলাদেশ।
ধন্যবাদ সাথে থাকার জন্য
নববর্ষের শুভেচ্ছা । ভাল থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
সবতো ভালো ভালো খবরই শুনাইলেন। পেয়াজ বা নিত্যদিনের আমাদের ব্যবহার তথা জীবন যাত্রায় যাতে নাভিশ্বাস না উঠে সেই বিষয়গুলোর প্রতি অবশ্যই মন দেওয়া জরুরী।
সুপায়ন বড়ুয়া
কিছুই রাখি নি বাদ
লাগে যদি তেতো স্বাদ !
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
“সকল আলোর পিছে থাকে নিকষ অন্ধকার
পেঁয়াজ লবনে গুজব রটায় পকেট কাটে সবার।
সকল কাজের পিছে থাকে বিশেষ ছাড়পোকা
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার ধোঁকা।”
কামাল উদ্দিন
এই পকেট কাটিয়েদের বিরুদ্ধে এ্যকশন নিতে ব্যর্থতায় আমাদের ভবিষ্যতের জন্য অশনি সংকেত কি নয়?
সুপায়ন বড়ুয়া
সহমত কামাল ভাই
রুখে দাঁড়ানোর এইতো সময়।
ধন্যবাদ। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
চমৎকার লিখেছেন দাদা, নতুন বছরেরশুভেচ্ছা রইলো, শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা সবসময়।
রেজিনা আহমেদ
সুন্দর উপস্হাপন
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা সবসময়।