
গতকাল ছিলো ইংরেজি বছর ২০১৯ সালের শেষদিন। ক’দিনের অক্লান্ত হাড়ভাঙ্গা খাটুনি, ব্যস্ততা, মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের লালিত ক্লান্তি আর ক্ষোভকে ঝেড়ে ফেলে অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছিলাম গোধূলি-সন্ধ্যার পৌষসৌন্দর্য অবলোকন করতে। জগৎ-সংসার ছেড়ে একটি ধানের শীষের উপর শিশির বিন্দুতে মিষ্টি রোদের মুক্তা ছড়ানো রৌদ্রদীপ্তিকে কাল নিজ চোখে দেখেছি আমি এটাই বা কম কিসে?
বিকেল গড়িয়ে ইংরেজি বছরের শেষ সন্ধ্যাটি নামছে মেটোপথের চারপাশে। প্যান্টশার্ট ইন করে জুতামোজা পরিহিত ফুলবাবু সেজে প্রকৃতির সৌন্দর্য শতভাগ উপভোগ করা যায়না। প্রকৃতি দিগম্বরতা পছন্দ করে। আশেপাশে মানুষজন না থাকলে এই কাজটি করা যেতো। কলরবমুখরিত পৌষের এই গোধূলিলগ্নে কাল আমি হেঁটেছি খালি পায়ে। পায়ের পাতায় ঠান্ডা ধুলোর স্পর্শে শরীর শিউরে উঠছিল আমার।
আমি একাকী হাঁটছিলাম আর দেখছিলাম-পাখিরা নীড়ে ফিরছে, দু’পাশের বাঁশঝাড়ে তাদের কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে। তাদের কেউ আনন্দে উদ্বেলিত কেউবা বিষন্ন বদনে অপেক্ষা করছে আগামীকালের নতুন ইংরেজি নববর্ষের প্রথম সকালের। সঙ্গীসহ অথবা ছন্নছাড়া আমার মত। একবার মনে হয়েছিলো, আচ্ছা আজ কি আমি নিশীথেই ছুটে বের হবো?
মোদের ঘরে হয়েছে দীপজ্বালা
বাঁশির ধ্বনি হৃদয়ে এসে লাগে,
নবীন আছে এখনো ফুলমাখা
তরুণ আঁখি এখনো দেখ জাগে।
বিদায়-বেলা এখনি কিগো হবে,
পথিক ওগো পথিক, যাবে তবে?…..
সেই সন্ধ্যায় আমি হেঁটে চলেছি আনমনে; আকাশের সপ্তর্ষিমণ্ডলের নিকট হতে এক অব্যক্ত মন্ত্রে। মনের কোণে কে যেন বলছিলো, তিমির-রাত্রে আমার কানে বেঁজে উঠুক তার বাহুডোরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখার আহ্বান। প্রিয়জনের করুন মিনতি, আঁখিজল উপেক্ষা করে পৌষনিশীথেই পথিক খুঁজে পাক ঘরের ঠিকানা। কিন্তু আমি যে পথ-পাগল পথিক!
হাঁটতে হাঁটতে ঐ দূরে বাসার গেট চোখে পড়ে আমার। হালকা কুয়াশায় মিটিমিটি জ্বলছে দরজাবাতি। আচ্ছা আমি কি বাড়িতে যাব? নাকি দিগম্বরে হারিয়ে যাব ঘন কুয়াশায় তীব্র শীতের হাঁড়কাঁপুনি ঠান্ডায় উদ্বাস্তুর মতন? অপেক্ষমান রাজরাজেশ্বরের প্রিয়তমার জন্য না হয় ভিখারির বেশে ফিরে আসব একদিন; চমকে দেবো তাকে। আজ চলে যাই অজানার সন্ধানে অনির্দিষ্ট পথে লক্ষ্যহীনভাবে। এই পৌষেই আমি চাকিতে চাই প্রস্তরের গরম লালা-
মেঘের পথের পথিক আমি আজি
হাওয়ার মুখে চলে যেতেই বাজি,
অকুল-ভাসা তরীর আমি মাঝি
বেড়াই ঘুরে অকারণের ঘোরে।
তোমরা সবে বিদায় দেহ মোরে….
হাঁটতে হাঁটতে বাসার গেট পেরিয়ে এসেছি। আজ আর যাবোনা ফিরে তোমার উদার্ত আহ্বানে। এই বসুধার বুকে পৌষ পার্বণের সৌন্দর্যে মুগ্ধ হয়ে; পাখির গানে, জোনাকির মিষ্টি মিষ্টি আলোতে জাগতিক রসের সাধনায় সাধুবেশে আমি হেঁটে চলেছি পৌষ- তোমার উদার্ত উদার্ত আহবানে।
নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি। পুরাতন গ্লানিকে ঝেড়ে ফেলে নবউদ্যমে, নতুন পথের সন্ধানে শুরু হোক পথচলা। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
ছবি- ২০১৯ সালের শেষ সন্ধ্যেবেলায় আমার তোলা।
কবিতা চরণ- রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
নতুন বছর আপনার জীবনে ও
নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি।
শুভ নববর্ষ !
তৌহিদ
শুভ নববর্ষ দাদা। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ-শান্তি। পুরাতন গ্লানিকে ঝেড়ে ফেলে নবউদ্যমে, নতুন পথের সন্ধানে শুরু হোক পথচলা।
চমৎকার প্রকাশ ও আহ্বান
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়
তৌহিদ
আপনি ও আপনার পরিবারের সকলের জন্য অনেক শুভকামনা আপু। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
দিগম্বরতার জয় হয়েছে মনে হয়।
নূতন বছরে এই তোহফা কাকে উৎসর্গ করলেন কে জানে!
নূতন পোশাকে আনন্দ উথলে-উছলে পড়ুক এই কামনাই করি।
তৌহিদ
উৎসর্গ করেছি সোনেলার সকলকে। বাড়িতে না ফিরলে ভাত আর জুটবেনা মহারাজ 😃😃
দিগম্বরতার জয় হয়েছে ☺
মোঃ মজিবর রহমান
সময়কে বিদায় কি দেওয়া যাই তৌহদ ভাই। সেতো ঘুরার আবর্তে। আসা যাওয়ায় ব্যাস্ত। আসুক ভাবি বছর সবার মঙ্গলের জন্য।
তৌহিদ
ঘুরেফিরে সবার জীবনেই সুখ আসুক এটাই কামনা ভাই। ভালো থাকবেন।
রুমন আশরাফ
নতুন বছর সবার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ। সবাই ভাল থাকুক এই প্রত্যাশা করছি।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই। নববর্ষের শুভেচ্ছা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতি দিগম্বরতা পছন্দ করে। আশেপাশে মানুষজন না থাকলে এই কাজটি করা যেতো। নতুন নতুন পোশাক , নতুন নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনায় নতুন বছর কাটুক অবিরাম আনন্দে । শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা
তৌহিদ
এ পৃথিবীতে দিগম্বরতারই জয় হয়েছে সবসময় কিন্তু। ভালো থাকবেন আপনিও আপু।
নৃ মাসুদ রানা
মুছে যাক….
তৌহিদ
সুখ আসুক সবার জীবনে।
ফয়জুল মহী
অনেক অনেক সুন্দর লিখেছেন । নতুন বছরের শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই।
জিসান শা ইকরাম
আপনার সাথে হেঁটে এক কল্পলোকের জগৎ দেখলাম।
ভাল লেগেছে লেখা।
শুভ নববর্ষ।
তৌহিদ
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ভাই।
রেহানা বীথি
যেন চলে গেলাম গতকালের সন্ধ্যায়।
নতুন বছরের শুভেচ্ছা ভাই।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
কামাল উদ্দিন
“প্রকৃতি দিগম্বরতা পছন্দ করে”……..পাগল পথিক হলে ও বুঝাই যায় প্রকৃতি নিয়ে গবেষণা চলে নিরন্তর 😀
২০২০ এর শুভেচ্ছা
তৌহিদ
পাগল হতে হয় ভাই, না হলে মাঝেমধ্যে মাথা আউলায় যায়!!😃😃
নববর্ষের শুভেচ্ছা ভাই।
কামাল উদ্দিন
ঠিক বলেছেন ভাই, ভেতরে পাগলামী না থাকলে দুনিয়াটাকে উপভোগ করা যায় না।
সঞ্জয় মালাকার
নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন দাদ, মুছে যাক সকল গ্লানি, শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভেচ্ছা দাদা। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনিও ভালো থাকবেন শুভ কামনা।
মনির হোসেন মমি
নতুন বছরের শুভেচ্ছা সহ শুভ কামনা রইল।ইস্ ফুলবাবু সেজে যদি এমন ভাবে হাটতে পারতাম তবে জীবন ধন্য হত।ইচ্ছে করলেও এখন আর এমনটি হয়ে উঠে না পিছুটান যেন পিছু ছাড়ে না।শেষ পর্যন্ত কয়টায় ঘরে ফিরে ছিলেন?
লেখাটি খুব ভাল হয়েছে।
তৌহিদ
ঘরে ফিরেছিলাম ১০ টা বাজে। চলেন একদিন হাঁটবো দুই ভাই শীতলক্ষার পাড়ে। পাওয়ার হাউজের পাশে আমার খুব পছন্দের একটি জায়গা আছে। অনেকদিন যাইনি।
নববর্ষের শুভেচ্ছা ভাই।
মনির হোসেন মমি
এসে পড়েন যে কোন দিন।এখানেই আমি আছি,আছে নিতাই দা। কোন জায়গা ?
তৌহিদ
বাজার পেড়িয়ে যে ঘাট দিয়ে ওপারে যেতে হয়। সেই ঘাটে।
সাবিনা ইয়াসমিন
পুরোনো বছর বিদায় নিক বা না-নিক, আপনাকেতো বিদায় দিবো না। যতই রবীন্দ্রনাথের কবিতা কোট করেন, অথবা ফুলবাবু নায়ক ধর্মেন্দ্র সাজেন, কাজ হবে না। সোনেলার উঠোনেই আসতে হবে। 😎😎
নতুন বছরের শুভেচ্ছা তৌহিদ ভাই 🌹🌹
তৌহিদ
আমিও কেউরে ছাড়বোনা কইলাম। দেখেননা মাঝেমধ্যে হারিয়ে গেলেও আপনাদের টেনে নিয়ে আসি।
সোনেলার ভালোবাসা উপেক্ষা করা মুশকিল। নববর্ষের শুভেচ্ছা রইলো আপু।
নিতাই বাবু
অনেক ভালো লিখেছেন, দাদা। সময়ের অভাবে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয়নি। আপনাকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, দাদা।
নিতাই বাবু
🌟。❤。😉。🍀
。✨ 。🎉。🌟
✨。\|/。💫
শুভ নববর্ষ ২০২০ইং
😍🙅🙋🙉🙏💖
এখানে ক্লিক করুন!
🌟。/|\。🍻
。🍀。 🍸。🎉。
🌟。 💫。 🎶 💥
তৌহিদ
বাহ! দারুনতো!!
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদাভাই। ভালো থাকবেন সবসময়ন
আরজু মুক্তা
শুভ হোক নববর্ষ
তৌহিদ
ভালো থাকবেন আপু।