আলবিদা ২০১৯

মোহাম্মদ দিদার ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:২৫:৩৫অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

তুমি তো যাচ্ছ
ওগো তোমার দেয়া স্মৃতি গুলো থেকেই গেলো!

দুঃখময়
ক্লান্তিময়
কলঙ্কপূর্ণ।
তব যেনো ছিলো সুখময়!
যতই ভাবি ক্লান্তি পূর্ণ কলংকপূর্ণ সব স্মৃতি হারিয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক।
অথচ ভুল করেও ভুলতে অপারগ,
কলিজার বোটা ছিড়ে আসে,
অনুভবে পাই তাজা রক্তক্ষরণের কষ্ট!
যখনি ভাবি ভুলেযাব সব সৃতি মাখাকষ্ট।

আজন্ম তপস্যার ফল সরূপ চেয়েও ফেরানো অসম্ভব,
যে যাবার সেতো জাবেই,
মুক্তিকামীর মুক্তি দেওয়াই শ্রেয়,
এমন সব নীতিবাক্য আমায় মুখস্থ, অন্তরস্থ। তবু্ও মতিভ্রমে তাকে ফেরানোর কতো শতো অপরিস্ফুটিত আহাজারি ।

তুমি শুনবেনা বুঝবেনা,
ওগো তোমার যে যাওয়ার বড্ড তারা
হে অপ্রিয় প্রিয় স্মৃতিদাতা তেমায় জানাই তাই বিদায়।
আলবিদা।

৫৯০জন ৫১২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ