
বসন্ত এসে ছিলো বলেই ফুলে ফুলে ভরে ওঠে ছিলো প্রকৃতি ,কুহু কুহু ডেকেছিল বসন্তের কোকিল আর হেসেছিলো মরুদ্ধান।
সে হাঁসি আর রইলো কই ?
কালের বিবর্তনে বসন্ত যাওয়ার সাথে সাথেই চলে গেল কোকিল ।বিষন্নতায় মরুদ্ধানের বুকে তখন গ্রীষ্মের খরার ফাটল।
যেন কিছুই করার নেই!
শুধুই আকাশ পানে চেয়ে থাকা!
ঋতুর পরিবর্তনে কোনো দিন হয়তো বর্ষার বৃষ্টির পানিতে তলিয়ে যাবে গ্রীষ্মের সব ফাটল,মুছে যাবে সব স্মৃতি।
যেন ছুয় ছুয় কতেও ছোয়া হলো না এমতাবস্থায় দাঁড়িয়ে, হাত দু’খানা বাড়িয়ে।
আজ সেই সময় পেরিয়েছে। পরিবর্তিত হয়েছে সবই। কালের বিবর্তনে আবারও আসছে বসন্ত।ফুলে ফুলে ভরে ওঠবে ধরনী কিন্তু তুমি আসবে তো….?
১৭টি মন্তব্য
কামাল উদ্দিন
এতো বিরহী কবিতা, প্রিয়তমার জন্য অপেক্ষার কবিতা, মনের আকুতি মাখা কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
আমাদের দেশে কোকিলদের আবাসস্থল গাছপালা এতো দ্রুত কমছে যে, এক সময় হয়তো কাগজে পত্রে বসন্ত ঠিকই আসবে প্রকৃত বসন্ত আর কোকিলরা হারিয়ে যাবে চিরতরে…………
সৈকত দে
যখনই গাছ ডালপালা,পাতায়,ফুলে ফলে ভরে ওঠে তখনি কেবল কোকিলের দেখা পাওয়া যায়, যখন প্রকৃতি রুক্ষ হয় তখন কোকিল তো দূরের কথা কাউয়াও জুটে না।
কামাল উদ্দিন
আমাদের ভবিষ্যত কেমন কে জানে? কাউয়াও না জোটার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না ভাই।
সুরাইয়া পারভীন
পরিবর্তনই মানুষের ধর্ম। সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়। হয় ভালোবাসার মনও
কিছু কিছু ভালোবাসার মানুষ তো বসন্তের কোকিলের মতোই।
সুসময়ে আসে অসময়ে চলেও যায়
সৈকত দে
মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। কিন্তু ভালোবাসা দেবপ্রদত্ত আদি,অনন্ত ও স্বর্গীয়। শুধু স্বার্থের কারণে মানুষ ভুলে থাকার বাহানা করে।
সুপর্ণা ফাল্গুনী
মানুষের মন অবিরত পরিবর্তনশীল। সুসময়ে বন্ধু অনেক হয়, অসময়ে কেউ কারো নয়। অপেক্ষার প্রহর শেষ হোক। শুভ কামনা। ধন্যবাদ ভাইয়া
সৈকত দে
আপনার শুভ কামনার আমি শুভাকাঙ্ক্ষী। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।
ইসিয়াক
চমৎকার উপস্থাপন ।
সৈকত দে
সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
দারুণ উপস্থাপনা। ফিরে ফিরে আসুক কাঙ্খিত ভালবাসা।
সৈকত দে
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
ঋতুর পরিবর্তন হবে ঠিকই তবে তার আসার নিশ্চয়তা নেই।
সৈকত দে
সেটাও ঠিক। তারপরও আশা তো করতেই পারি ম
নিতাই বাবু
ভালোবাসার জয় হোক। সব হারানো ভালোবাসা ফিরে আসুক! শুভকামনা থাকলো।
সৈকত দে
অসংখ্য ধন্যবাদ দাদা। সবসময় পাশে থাকবেন এটাই প্রত্যাশা।
সুপায়ন বড়ুয়া
“আজ সেই সময় পেরিয়েছে। পরিবর্তিত হয়েছে সবই। কালের বিবর্তনে আবারও আসছে বসন্ত।ফুলে ফুলে ভরে ওঠবে ধরনী কিন্তু তুমি আসবে তো….? “
জীবনে বসন্ত আসলে
সবই নিয়ে আসে
ধীরে বন্ধু ধীরে
অপেক্ষার প্রহর গুনো।
শুভ কামনা।
সৈকত দে
বসন্ত আসার সময় সব কিছু নিয়ে আসে আবার যাওয়ার সময় সব নিয়ে যায়।
এমন কেন হয়??