
প্রমত্ত অলিকুল গুঞ্জরিছে কুঞ্জবনে।
সৌহার্দ্যে অনবরত।
সকল নবীন পাতা ফুল,
থমকিয়া চমকিয়া দেখিছে তাহা, প্রকৃতিতে।
নিলাজ দৃষ্টি লইয়া উন্নত চাহনিতে ,
অনুষ্ঠিত নানা মান অভিমান পর্ব সকল।
জড়াইয়া লইবার বাসনায় বাসর সোহাগে,
নিজস্ব জীবন চক্রের অর্ন্তভুক্তিতে ।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ এটাই প্রকৃতির আর মানবজাতির ও জীবন চক্র। সুন্দর লিখেছেন। শুভ কামনা
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ আপু্
অনন্য অর্ণব
অল্প কথায় বিস্তৃত প্রকাশ 😍
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা ,
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
মুগ্ধতা অনিমেষ
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা জানবেন।
মনির হোসেন মমি
দারুণ শব্দ বাক্যের খেলায় জীবন চক্রের বিন্যাস।চমৎকার।
ইসিয়াক
ভালোবাসা আর শুভকামনা প্রিয় মনির হোসেন মমি ।
ছাইরাছ হেলাল
জীবনের চক্র বুঝি এমন ই হয়।
ইসিয়াক
ভালোবাসা অফুরন্ত প্রিয় ছাইরাছ হেলাল। শুভকামনা জানবেন।
কামাল উদ্দিন
প্রকৃতির সাথে পতঙ্গদের প্রণয় তো যুগ যুগ ধরেই চলে আসছে, এতে সবাই আমরা বেঁচে যাই……….শুভ কামনা জানিয়ে গেলাম কবি।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো কামাল ভাই।
কামাল উদ্দিন
শুভ নববর্ষ ২০২০
ইসিয়াক
শুভেচ্ছা