দেশ তুমি কাকে চাও?

সুপর্ণা ফাল্গুনী ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৮:৩৪:৫৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

দেশ তুমি কাকে চাও-
একজন দেশপ্রেমিককে না একজন মীর জাফরকে?
দেশ তুমি কাকে চাও-
একজন বন্ধুকে না একজন শত্রুকে?
দেশ তুমি কাকে চাও-
একজন মানুষকে না একজন অমানুষকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ছাত্রকে না একজন গুন্ডাকে?
দেশ তুমি কাকে চাও-
একজন কসাইকে না একজন প্রাণদাতাকে?
দেশ তুমি কাকে চাও-
একজন পথিককে না একজন ছিনতাইকারীকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ধার্মিককে না একজন বক-ধার্মিককে?
দেশ তুমি কাকে চাও-
একজন প্রেমিককে না একজন আসামিকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ধনীকে না একজন গরিবকে?
দেশ তুমি কাকে চাও-
একজন প্রিয়জনকে না একজন অপ্রিয়জনকে?
দেশ তুমি কাকে চাও-
একজন পবিত্র শিশুকে না একজন কিশোর অপরাধীকে?
দেশ তুমি কাকে চাও-
একজন ফুলধারীকে না একজন বন্দুকধারীকে?

৬৬৫জন ৫৫৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ