
তিনি লিখেছিলেন- কাহিল শীতের ভালোবাসাবাসির কবিতা।
নিঃস্ব-রিক্ত-একাকীত্বের আবেশে জড়িয়ে
সূদুর সাইবেরিয়ার হিম হিম ঠান্ডা ডাইনী শীত,
রক্তঠোঁটের আড়ালের সরু দন্ত দেখিয়ে-
তার ভালোবাসাকে উপেক্ষা করে;
হাতধরে টেনে নিয়ে যায় এস্কিমোদের দেশে।
বেলা-অবেলার ভালোবাসাবাসির ফাঁদে পড়ে
কখনো জুবুথুবু কুয়াশায় হাঁটুমুড়ে কিংবা
বরফশীতল গুহায় ঈষদুষ্ণ আগুনতাপে,
নির্বাক নয়নের নোনা বিন্দুজলে আর একনিষ্ঠ পণে;
স্বপ্নপূরণের উৎসবে মাতোয়ারা কবি-
ডুব সাঁতারে পেরোতে চায় শীত-নদী।
শরীরবক্রতার ইন্দ্রজালকে বুড়ো আঙুল দেখিয়ে,
মিষ্টিরোদ দুপুরের নিভৃত যাত্রাপথে
সোনালী ফসলের গাঁ ছুঁয়ে আল-মাড়িয়ে;
ধূসর আকাশকে রাঙিয়ে দিয়ে যায় যে-
বেলা-অবেলায়, জলোচ্ছ্বাসের পূর্ণিমায়।
অমোচনীয় কবিতার ডায়েরিকে আষ্টেপৃষ্ঠে বগলদাবা করে
প্রকৃতির পরতে ছায়ামেঘে হেঁটেবেড়ানো নির্জনতায়,
একাকী হারিয়ে যায় সে শীতকে সাথে নিয়ে।
পিছে রেখে যায় আম্রকাননে আগত বসন্ত;
একঝাঁক কোকিলের কবি-বন্দনা সুর আর
তাঁর কবিতায় উন্মাতাল এক মাতোয়ারা পাঠকের মুগ্ধতা।
৪৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ছাইরাছ হেলাল ভাইয়া কে লেখা কবিতা। দারুণ দারুণ 👏👏
তৌহিদ
তিনি আমাকে নিয়ে লিখেছেন সেই কৃজ্ঞতায় এ সামান্য ভালোবাসা তাঁর প্রতি।
তবু তাঁর মতন করে কবিতা লেখা আমার মত অকবির পক্ষে অসম্ভব।
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
আপনাকে অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলা ব্লগের সেরা দুইজন একে অন্যকে নিয়ে ভালোই চলছে। এই কল্যানে আমরা ভালো কিছু কিন্তু অত্যধিক কঠিন কিছু লেখা পাচ্ছি। দুজনের ভ্রাতৃত্ব বোধ লেখায় অটুট থাকুক । শুভ কামনা রইলো দুজনের প্রতি
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আমি কিন্তু কঠিন কিছু লিখতে পারি না, পানি পানি লেখা লিখি মাত্র।
তৌহিদ ভাই শুধুই দাঁত-পড়া লেখা লেখে!
অনন্য অর্ণব
ভালো কিন্তু বুঝতে গেলে মস্তিষ্কের প্রসেসর হ্যাং হয়ে যায় তাই না আপু…
সঞ্জয় মালাকার
চমৎকার লেখা, দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা দাদাভাই।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ দুই বড় ভাইকে।
জিসান শা ইকরাম
ভালোই হয়েছে জবাব পোষ্ট।
এমন কাব্যিক জবাব ব্লগারদের একে অন্যর কাছে টানে।
শুভ কামনা।
তৌহিদ
নিজেদের মধ্যে আন্তরিকতা আর সোনেলার সোনালি ভালোবাসা ছড়িয়ে দেয়াই মুল উদ্দেশ্য ভাই। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
ওরে বাপ্রে! এই শীতে টানাটানি!
সাবিনা ইয়াসমিন
বাহ! এই না হলে জবাব পোস্ট।
দারুণ হয়েছে।
মহারাজ কই গেলো!
তৌহিদ
দারুন কিনা জানিনা, তবে মহারাজকে উপেক্ষা করে কার সাধ্যি বলেন?
ভালো থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
জ্বী, হাজির আছি।
ইসিয়াক
খুবই চমৎকার।দুজনকেই শুভেচ্ছা ।
ধন্যবাদ
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদা। ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা দিচ্ছি।
ছাইরাছ হেলাল
কবিদের আমি খুব-ই ভয় পাই।
খুব কঠিন লেখা! তবে সুন্দর বলতেই হচ্ছে। দেখি পড়া-লেখা করি!
তৌহিদ
ভয় পান!! নিজে আমাদের ভয় ধরিয়ে দিয়ে মিটিমিটি হাসছেন আড়ালে ঠিক বুঝতে পারছি।
ছাইরাছ হেলাল
কবিদের নিয় ত হাসাহাসি করি!
আপনি কবি হই গেলে হাসাহাসি ক্যামনে করি!
হাসাহাসি তো চেপে রাখা ঠিক না! হাসি চালু থাকবে কিন্তু। হাসা বাদ রেখে!
তৌহিদ
কবি বলছেন আমাকে! এবার সত্যি হাসি পেলো মহারাজ। কবিতার ধারের কাছে আর ভীড়বোনা আপাতত। বড্ড শক্ত বিষয়।
আমার লেখা এসব অখাদ্য ভুলে যান।
ছাইরাছ হেলাল
কবিকে তো কবি-ই বলতে হয়, বলা উচিত-ও।
মাহবুবুল আলম
“স্বপ্নপূরণের উৎসবে মাতোয়ারা কবি-
ডুব সাঁতারে পেরোতে চায় শীত-নদী।”
দারুণ লিখেছেন তৌহিদ ভাই!
ভাল থাকবেন। শুভ কামনা!
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভকামনা।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা ভাইজান।
সুপায়ন বড়ুয়া
ভালোই ফুটেছে
ভালোবাসার খেলায় উপেক্ষিত শীত !
শুভ কামনা !
ছাইরাছ হেলাল
শীত-উপেক্ষা চালু থাকলো।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর কথামালা , চমৎকার উপস্থাপন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
অনন্য অর্ণব
ইট্টু সহজ কইরা লেখন যায় না ছয় সাত পড়ার পরেও মনে হয় বুঝতে কষ্ট হয়। এক লাইন পড়তে পড়তে নিউরনের স্টোরেজ সেল ডোর লক করে দেয়,,,হা হা হা 😀
ছাইরাছ হেলাল
আমিও আপনার মত বলতে চাই ইট্টু চ্যাপ্টা করে লিখলে কী হয়!
তৌহিদ
আর নিজে যে প্যাচাইয়া লেখেন তার কি হবে অর্ণব ভাই? 😃😃
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর বলেছে।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
সৈকত দে
দারুণ হয়েছে কবিতা খানা।ভালো থাকবেন সব সময়।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
সাদিয়া শারমীন
খুব সুন্দর ।
তৌহিদ
ধন্যবাদ আপু