
ঐ দুটো চোখে;
কি ভয়ংকর সর্বনাশ ছিলো লুকিয়ে!
আমার সর্বস্ব কেড়ে নিয়েছে,
নিঃস্ব সর্বশান্ত করেছে আমাকে।
আমার অনুভূতি, প্রেম, ভালোবাসা
সব,সবকিছু থমকে আছে ঐ দুটো চোখে।
ঐ দুটো চোখে;
কি বীভৎস মায়া ছিলো লুকিয়ে!
সর্বনাশা সে মায়ার নেশায় আসক্ত আমি।
বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেও,
সেই নেশার উন্মাদনা কাটছে না।
ঐ দুটো চোখে;
কি ভয়াবহ অনল ছিলো লুকিয়ে!
সর্বগ্ৰাসী সে অনল প্রবাহে,
জ্বলে পুড়ে দগ্ধে দগ্ধে মরছি প্রতিমুহূর্তে।
কোনো প্রতিষেধকেই যে সে জ্বালাপোড়া সারছে না।
২৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
মায়াবী চোখ এড়িয়ে চলা ভাল
সর্বনাশ থেকে রক্ষা পাওয়া যায়।
ভালই হলো , শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সুপর্ণা ফাল্গুনী
ক্ষেপণাস্ত্র বা প্রতিষেধক কিছুতেই কিছু হবেনা আপু। এ যে চরম সর্বনাশা নেশা
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
চোখ দেখেই প্রেমে পড়ে বেশিরভাগ মানুষ। প্রথম চোখাচোখি, দেখাদেখি তারপর কথা বলাবলি। সেটাইতো প্রেমের প্রথম রুপ।
ভালো লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
কথা কিন্তু সত্যি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
তৌহিদ ভাইয়া, কিছু প্রেম একদম না দেখেই হয়, হৃদয়ের সাথে হৃদয় যখন মিশে যায় তখন চোখের দেখা অতটা গুরুত্ব পায় না
সুরাইয়া পারভীন
হবে হয়তো আপনিই ঠিক বলেছেন
তৌহিদ
চোখের না দেখায় যে প্রেম সেতো স্বর্গীয়। এমনকি আছে সত্যি?
ছাইরাছ হেলাল
এ চোখ তো খুব ভয়ঙ্কর!
দেখবেন গেলে-টেলে দেবেন না যেন।
এক কাজ করুন, নখ চালিয়ে দিন!
আহা চোখ!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা,,,,,,ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
মোঃ মজিবর রহমান
চোখের মায়াবী চাহনী পাগলিনী সর্বগ্রাসী করে এড়িয়ে চলায় মংগল কিন্তু এড়ানো যায়না লোভে।
সুরাইয়া পারভীন
সুন্দর বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
চোখের পরিচালক যখন পথ খুঁজে পায়, চোখ তো সে পথে চলতে বাধ্য থাকে তাই না?
সুরাইয়া পারভীন
হুম হয়তো তাই
আন্তরিক ধন্যবাদ জানবেন
জিসান শা ইকরাম
এই চোখ ভালো না,
এমন চোখ থেকে দুরে থাকাই উত্তম 🙂
কবিতা ভাল হয়েছে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
একদম তাই এই চোখ ঘুম কেড়েছে অন্য দুটি চোখের।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
ইচ্ছায়া হলেউ কি এড়িয় চলা যায় ভাই???
সুরাইয়া পারভীন
যা হবার তা হবেই
এড়িয়ে গেলেও হবেই,,, আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই ।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে।
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই ।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে।
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই ।।
পুরো গানটা শুনতে এখানে ক্লিক করুন!
সুরাইয়া পারভীন
চমৎকার এবং আমার অনেক পছন্দের গান এটা
রেহানা বীথি
সর্বনাশা চোখ, এমন এক ঘোরের মধ্যে নিয়ে যায় যে তা আর বলার নয়!
চমৎকার লিখেছেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময় ❤
ফয়জুল মহী
মুগ্ধকর পরিবেশনা। ভালোলাগা রেখে গেলাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময় ❤
শান্ত চৌধুরী
ঐ দুটো চোখে;
কি বীভৎস মায়া ছিলো লুকিয়ে!
সর্বনাশা সে মায়ার নেশায় আসক্ত আমি।
বিধ্বংসী কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেও,
সেই নেশার উন্মাদনা কাটছে না।
মুগ্ধকর অনুভূতি
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়