ভালোবেসে দুঃখকে করেছি আপন

সুরাইয়া পারভীন ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৬:৪৬:১৭অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।

জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।

প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।

ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।

৪৯৯জন ৩৯৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ