
অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।
জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।
প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।
ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।
কথাগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
ভালোবেসে দুঃখ ছাড়া আর কিছু নেই। তারপরেও আমরা ভালোবাসি।
সুন্দর কবিতা।
সুরাইয়া পারভিন
ভালোবাসা যতোটা না ভালো রাখে
তারচেয়ে হাজার গুণ বেশি খারাপ লাগে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
দুঃখকে মেনে নিতে পারলে দুঃখ দেয় আর সাধ্য কার? …………শুভ কামনা জানবেন আপু।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ আপু
ছাইরাছ হেলাল
বিরাট দুঃখ বলাস।
বড় পরীক্ষায় পাস হয়ে গেলে আর পরীক্ষাকে কে ভয় পায়!
দুঃখ এবার ঠিক হেসে ফেলবে সাথী পেয়ে।
সুরাইয়া পারভিন
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মনির হোসেন মমি
জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।
মানুষ একবারই ভুল করে জ্বলে পুড়ে দ্বিতীয়বার যার চান্স নাই। দারুণ কবিতা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
প্রদীপ চক্রবর্তী
ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।
.
অনবদ্য এক কাব্যকথন দিদি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।“
প্রেমের অনলে কজনাই বা পারে পুড়তে ?
শুভ কামনা
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কৃতজ্ঞতা অশেষ
জিসান শা ইকরাম
প্রেমে জ্বলা পোড়া আছেই, এটি মেনে নিলেই জ্বলা পোড়া ভয় পেয়ে পালাবে।
দুখীকে কিভাবে কস্ট দেবে দুখ: ?
ভাল লেগেছে কবিতা,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মাহবুবুল আলম
“অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।”
নিপুণ নির্মাাণ। ধন্যবাদ নির্মাতাকে!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সবসময়