
হাউমাউ করে কান্নার শব্দ কানে এসে ভিড় করলো। ততক্ষণে কলিজা শুকিয়ে তেঁতুল পাতা হয়ে গেছে। যার চির চির শব্দ বুকের মধ্যিখানে ধুকপুক ধুকপুক ঢোলের কম্বিনেশনে আহাজারি পায়চারি করছে।
বেশকিছু দূরে কেউ একজন কথা বলছে। মুখটা মিষ্টিমুখ, মিষ্টি হাসিতে ভরা। যেন নিয়ন আলোর বাতির ঝলকানি চোখেমুখে লেগে রঙিন হয়ে গেছে। আকাশে ফানুস উৎসব আয়োজনের মতো। যেখানে কোন ভেদাভেদ নেই।
– হাসপাতালের একই গেইট দিয়ে মানুষ মরে লাশ হয়ে বের হচ্ছে; আবার অন্যদিকে মিষ্টির প্যাকেটও ঢুকছে।
– কেউ গোরস্তানের উদ্দেশ্যে যাচ্ছে; আবার কেউ পৃথিবীর আমন্ত্রণে দাওয়াত পাচ্ছে।
– কি অদ্ভুত! তাই না?
ছবিঃ সংগৃহীত
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এটাই প্রকৃতির নিয়ম।
কেউ যাচ্ছে কেউ আসছে।
নৃ মাসুদ রানা
একদম ঠিক বলেছেন।
সুপর্ণা ফাল্গুনী
আসাটা আনন্দের যাওয়াটা বেদনার। প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। ধন্যবাদ আপনাকে
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
নুরহোসেন
– হাসপাতালের একই গেইট দিয়ে মানুষ মরে লাশ হয়ে বের হচ্ছে; আবার অন্যদিকে মিষ্টির প্যাকেটও ঢুকছে।
– কেউ গোরস্তানের উদ্দেশ্যে যাচ্ছে; আবার কেউ পৃথিবীর আমন্ত্রণে দাওয়াত পাচ্ছে।
– কি অদ্ভুত! তাই না?
আসলেই অদ্ভুত!
কেউ কারো কথা মনে রাখেনা কারো শোকে শোকাহত নয়,
সবাই ব্যস্ত যে যার সুখে।
নৃ মাসুদ রানা
তবুও আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে।
নুরহোসেন
যথার্থ বলেছেন, মৃত্যুই সকল স্বার্থকতার মুল-
তাই আমাদের মৃত্যুকে ভাবা উচিত।
ইকবাল কবীর
এটাই হয়তো সার্কেল অফ লাইফ! কেউ চলে যাবে আর তার জায়গা দখল করে নতুন আরেকজন আসবে। প্রকৃতি শূণ্যস্থান পছন্দ করেনা।
নৃ মাসুদ রানা
হুমম, এটাই প্রকৃতি কিংবা পৃথিবীর চিরাচরিত নিয়ম।
সুরাইয়া পারভিন
সত্যিই অদ্ভুত
এটাই নিয়তি
নৃ মাসুদ রানা
নিয়তি..
কামাল উদ্দিন
নতুনদের জন্য জায়গা ছাড়ার নিয়মটা অমোঘ, এখানে কোনও সুযোগ নাই………..ভালোলাগা জানিয়ে গেলাম।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ।
জিসান শা ইকরাম
পৃথিবীটা আসলেই অদ্ভুত,
যদিও এটিই নিয়ম।
অনুগল্প ভালো লেগেছে।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
পৃথিবীর নিয়মেই আসা-যাওয়া চলতে থাকে। তবে হাসপাতাল এমন একটি জায়গা যেখানে লাইফ-সার্কেলটা সরাসরি অবলোকন করা যায়।
অণুগল্প ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর
সঞ্জয় মালাকার
এ পৃথিবীটা আসলেই অদ্ভুত, প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে।
নৃ মাসুদ রানা
সত্যিই খুবই অদ্ভুত
রেহানা বীথি
সত্যিই অদ্ভুত।
ভালো লিখলেন।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
শাহরিন
পকৃতির নিয়ম বোঝা অনেক কঠিন। আমি দেখেছি যেদিন রাতে একজনের ফুপি মারা গিয়েছিল সেদিনই তারা বিয়েও করেছিল। আহা!!! মানুষ খুবই স্বার্থপর।
নৃ মাসুদ রানা
স্বার্থপর…
শাহরিন
প্রকৃতি