
স্বপ্নকে আর ছুঁই না এখন
চাঁপা পড়ে আছে ঝরা পাতার মর্মরে
সেই সুরে উদ্বেলিত হয় না মন
বিষাদ ভরা বুকের আঙিনা, নির্ঝরে
দুচোখ বর্ণহীন, আলপনায় ধুসর দৃষ্টি
গড়ি যত, ভাঙে তত, নিয়তির বর্বরে
স্বপ্নহীন পথে, জীবনের সুচনা হোক সৃষ্টি ।
যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা
না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা ।।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ
ইসিয়াক
কবিতা ভালো লেগেছে
কামরুল ইসলাম
ধন্যবাদ
বন্যা লিপি
জীবন মানেই বিরম্বনা। পাওয়া না পাওয়া থাকবেই।জীবনই শিখিয়ে দেয় জীবন কিভাবে কাটানো যায়। ছোট্ট কবিতায় ভালোলাগা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক সুন্দর মন্তব্য করেছেন
নুরহোসেন
যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা
না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা ।
-এই লাইনটি শান্তনা, জীবনে ভাল থাকার জন্য ইহাই যথেষ্ট।
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
খুবই ভালো লেগেছে কবিতা।
অনেক দিন পরে লিখলেন।
আপনার ফেইসবুক আইডি কি রিকভার করতে পেরেছেন?
আমার ফ্যামিলি আইডিটা আমি রিকভার করতে পারছি না।
শুভ কামনা।
কামরুল ইসলাম
না ভাই,
আইডি টি আর পাইনি
ব্লগে ডুকতে অনেক ঝামেলা হয় আমার,
অনেক দিন ডুকতে গিয়ে পারিনি,
তাই আপনারা পাননি,
সোনেলা গ্রুপটা খুঁজে পাচ্ছি না,
ধন্যবাদ আপনাদের সবাইকে
আরজু মুক্তা
ভালো লাগলো। তবে অনেকদিন পর লিখলেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
ব্লগে ডুকতে একটু সমস্যা হচ্ছিলো, তাই পোস্ট দিতে পারিনি
সুরাইয়া পারভিন
যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা
না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা ।।
চমৎকার উপস্থাপন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সঞ্জয় মালাকার
যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা।
চমৎকার উপস্থাপন, কবিতা ভালো লাগলো দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
ছাইরাছ হেলাল
না পাওয়ার মাঝে খুঁজে ফেরা কঠিনতম কাজ।
সুন্দর লেখা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সৈকত দে
দারুণ লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ