
বিথীপথে দাঁড়িয়ে আছি নির্নিমেষ চোখে,
ধোঁয়াশা/ধোঁয়াটে নগরীর আ-তীব্র কোলাহল
আর ঝলমল আলোর রঙিন প্লাবন এড়িয়ে।
সবুজের কোটর হতে চুপে টুপ করে কুয়াশা মেখে
জবুথুবু হিম হিম শীত বের হয়ে আসবে গুটি গুটি পায়ে;
তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে
কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে
ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়
কল্পনাতীত রূপ নিভৃততায়।
পূর্ব-পশ্চিম সকাল-বিকেলের শাখা-প্রশাখার
খরস্রোত হিসেবের ঊর্ধ্বে উঠে, হলুদ-সোনালী
ফসলের গাঁ ছুঁয়ে-ছুঁয়ে, শীত এসো এবার,
‘সহে না যাতনা’ মিইয়ে যাওয়ার আগেই।
তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!
ছবি………নেট থেকে!
২৮টি মন্তব্য
নাজমুল হুদা
শীতের আহ্বান জানিয়ে প্রকৃতির রূপ বিশ্লেষণ অসাধারণ হয়েছে।
ছাইরাছ হেলাল
প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
নাজমুল হুদা
আপনিও ভালো থাকবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভিন
আপনার কবিতা পড়ে আমার যে প্রচণ্ড শীত করছে।
এখন কি হবে?
চমৎকার উপস্থাপন
ছাইরাছ হেলাল
আগুনের কাছ থেকে একটুখানি উষ্ণতা ধারে আনবেন!
অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত-ই পড়েন।
সাবিনা ইয়াসমিন
হুহ! শীত এসে গেছে, টের পাচ্ছি কম্বলের নিচে শুয়ে থেকেই। আরও শীত চান ? তাহলে কিন্তু বসন্তের আগে আর আসবো না বলে রাখছি,,
ছাইরাছ হেলাল
আগুনে সিনানে শীত হবে জবুথুবু! সবে তো শুরু!
শীত শীত কথা-কাব্যু!
সাবিনা ইয়াসমিন
মহারাজ, বেশি শীতে ধরলে আমার থেকে কাব্য-কপ্পো সব গায়েব হয়ে যায়। শীতকালের শীত আমার একদম না-পসন্দ 🙇🙇
ছাইরাছ হেলাল
এ সব অলক্ষুণে কথা বলতে নেই,
শীতের সাথে কত কথা, কত চাওয়া-পাওয়া বাকী!
সবে তো শুরু! সাইবেরিয়ান শীত, এস্কিমো কথন তো শুরুই হলো না।
ডিস্টাপ দিয়েন না! জ্বী;
আরজু মুক্তা
শীত মানেই টাটকা সবজি, ধোঁয়া ওঠা ভাত। আর লেপ মুড়ে ঘুম। সাথে রোমান্টিক মনও।
ছাইরাছ হেলাল
শীত মানেই সোনালী রোদের উষ্ণ স্নান।
রোমান্টিক মনের ঠিকানা দিয়েন, শীত দেখতে আসবো!
সুপায়ন বড়ুয়া
তুলে রাখা তোমার উনুনে ভাতের গন্ধ পাচ্ছি!
চলতি পথে আপনার লেখায়
ক্ষুধার মাত্রা বুঝতে পারছি।
ভালোই হলো শুভ কামনা
ছাইরাছ হেলাল
প্রথম পড়লেন আমার লেখা, ধন্যবাদ দিচ্ছি।
শীতে আগুনের ক্ষুধা/আগুনে ক্ষুধা প্রবল হয়।
সুপর্ণা ফাল্গুনী
শীতকাল আমার খুবই প্রিয় । ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
জ্বী, শীত নিরোধক ব্যবস্থাদি (পোশাখ/রুম হিটার) প্রতুল হলে শীত মজার।
আপনাকেও ধন্যবাদ, শীত আমার পছন্দের।
নুর হোসেন
তৃপ্ত-অতৃপ্তির দোটানায় তৃষ্ণা জাগানিয়া ঠোঁট চেপে /লুকিয়ে রেখে
কল্পনাতীত স্পর্শেন্দ্রিয়প্রিয়সুখতায় ব্যাকুল হয়ে হয়ে
ধাঁধাঁ হীন সিক্ত-বাঁধনে টেনে নেবে অন্তরঙ্গ বিমুগ্ধতায়
কল্পনাতীত রূপ নিভৃততায়।
-প্রানবন্ত সবুজ পাতার মত টকটকে হৃদস্পর্শী সংজ্ঞা, চমৎকার লিখেছেন।
ছাইরাছ হেলাল
বুঝছি! আরও শীত আনতে হবে।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
শীত আসুক এভাবেই,
ছাইরাছ হেলাল
হুম, আসুক, এসে ঘাড় মটকে দিক।
তৌহিদ
মহারাজ শীত নিয়ে লেখা আপনি দিলেন প্রথম। এটাই আশা করেছিলাম। আমাদের শীত বন্দনা কবে শুরু হবে? ব্লগ কর্তৃপক্ষ কিছু বলুন?
ছাইরাছ হেলাল
উহ্, আমি প্রথম শীত আনিনি। এনেছি একটু পরে।
আপনি আগে শুরু করে দিন। আর আপনি যখন বলেছেন অবশ্যই হবে।
নাসির সারওয়ার
জী, পীর সাহেবের কথায় একদিনেই শীত এসে হাজির। সকাল বেলা লঞ্চ থেকে নেমেই একটা ঝাকুনি দিয়েছি নিজেকে। ঢাকাতে আজ শীতের দাম একটু চরা। ঐযে, নতুন এলে যা হয়।
তা জনাব, আমার চুলের জন্য একটু দোয়া খায়ের দেয়ার কোন ব্যবস্থা আছে!
ছাইরাছ হেলাল
মাজেজা না দেখালে আজকাল পীর সাহেবদের কেউ দাম দিতে চায় না। সামান্য একটু দেখালাম মাত্র।
চুল নিয়ে ভাবনার কিছু নেই, এ তো এক চুটকির মামলা! তবে হাদিয়ার ব্যাপারটি আগে রফা সাপেক্ষে
অগ্রিম প্রদানের উপর সব কিছু নির্ভরশীল!
তা কবি সাহেব! এখানের কথা মনে রেখেছেন বলে কিছু ছাড় পেতেই পারেন, হাদিয়ার বিষয়ে।
নাসির সারওয়ার
যতটুকু দেখালেন তাতেইতো লম্বা লাইন হয়ে যাবার কথা।
মাজেজার ব্যপারটা খোলাসা করে নেবনে পীর সাব। সামান্য একটু চাহিদা এই চুল নিয়ে। ভারী ভারী লাগে। ভাবছি পুরুটাই খালি করে ফেলবো নাকি!
ছাইরাছ হেলাল
সে আপনি চাইলে পুরোটায় লাল/নীল/বেগুনি করে নিতে পারেন।
মন্দ হবে না একদম।
মোঃ মজিবর রহমান
শীতের পোশাক চাই। শীতকে বড্ড ভয় করে।
শীত্রের আমেজ ভরুক থাকুক মন জুড়ে।
ছাইরাছ হেলাল
আজকাল শীতের পোশাখ কোন ব্যাপার না,
কালকেই ৩৫ টাকায় সোয়েটার কিনলাম।
জয়তু শীত।