আরেকটি যুদ্ধ

ফজলে রাব্বী সোয়েব ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১২:০৯:৩২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
আমি আরও একটি যুদ্ধ চাই
দেশকে কলঙ্কমুক্ত করার জন্য  যুদ্ধ,
হায়েনারূপী ওই মানুষদের বিলুপ্ত করতে  যুদ্ধ,
ঘুণে ধরা মনুষ্যত্বকে ঘুণমুক্ত করার জন্য  যুদ্ধ।
পত্রিকা পড়ি না,খবর দেখতে ইচ্ছে হয় না,
কি দেখব, কাকে দেখব?
মন্দ মানুষের ভিড়ে ভালটাকে খুঁজে পাইনা আর!
ছোট্ট বাচ্চাগুলো থেকে শুরু করে
ধর্ষিত হচ্ছে যুবতী, প্রৌঢ়ারা,
মানুষের সামনেই মানুষ খুন করছে মানুষকে,
চুরি হচ্ছে, দূর্নীতি হচ্ছে!
আর বুঝি বন্ধ হবে না এসব!
আমার ভেতরেরআমিটাও এখন
আর বেঁচে থাকতে চাইছে না
তাইতো এখন যুদ্ধ চাই,
আরও একটা যুদ্ধ, মহা যুদ্ধ,
ক্ষীণ থেকে ক্ষীণতর কোন সম্ভাবনা যদি
থেকে থাকে এই আশায় যে,
আবারও সবাই হয়ে উঠবে মানুষ!
যদি দেখে যেতে পারি, জীবদ্দশায় আরও
একবার মানুষে ভরা  পৃথিবীকে।
নির্মল শান্তিতে পরিপূর্ণ এক পৃথিবী
১৪৬৮জন ১৩১৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ