
ভুলি নাই তাদের আত্মত্যাগ
যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
কিছুই ভুলি নাই,
কিছুই ভুলে থাকি না সারাটি বছর।
তবু একদিন,…
তবু শুধু একদিন…
ষোল’ই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।
বর্তমানের বেঁচে থাকা
দেশে বিদেশে তোমার সব সন্তান ও উত্তরাধিকারীরা
এক হয়ে উঠি এই বিশেষ দিনে,
সেই বিজয় স্মরণে গর্জে উঠি বার বার,
আর জেগে উঠি দেশপ্রেমের নতুন প্রত্যয়ে।
———————————————
জাকিয়া জেসমিন (যূথী)
রাত ২টা, ১৬।১২।২০১৩ইং, ঢাকা।
———————————————————————————————————-
.* বিজয় দিবস উপলক্ষে ফিচার ফটোর ডিজাইনটি করেছে আমার MAX Learn IT Institute এর ছাত্রী নুসরাত জাহান আজমী
*নিচের ডিজাইন দুটো করেছে, আমার স্টুডেন্ট রুমন আশরাফ
২৫টি মন্তব্য
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয়।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
সুরাইয়া পারভিন
তবু একদিন,…
তবু শুধু একদিন…
ষোল’ই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।
চমৎকার উপস্থাপন
বিজয়ের শুভেচ্ছা
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ আপু। অনেক সুন্দর লাগলো, মন্তব্যটা।
রেহানা বীথি
চমৎকার লিখলেন।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
জাকিয়া জেসমিন যূথী
আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা/
ছাইরাছ হেলাল
আপনাকে বিজয়ের শুভেচ্ছা।
আপনার ছাত্র ছাত্রীরাই যদি এমন সুন্দর কিছু করতে পারে
তাদের শিক্ষক/শিক্ষিকা কী পারবে আল্লাহই জানে।
ধন্যবাদ।
জাকিয়া জেসমিন যূথী
হাহাহা… দারুন সুন্দর অনুপ্রেরণামুলক মন্তব্য আপনার, প্রিয় ভাইজান।
বর্তমানে ইকরাম ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে শুরু করে সোনেলার সব ব্যানারে আমার করা ডিজাইন লাগানো হয়েছে।
কেমন করেছি, বলুন তো?
আমার স্টুডেন্ট রা নতুন হিসেবে আসলেই অনেক তুখোড়। আমি ধন্য ওনাদেরকে পেয়ে।
সুপায়ন বড়ুয়া
ভুলি নাই তাদের আত্মত্যাগ
যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
কিছুই ভুলি নাই,
অনেকেই থাকে ভুলে
প্রজন্ম আজ তৈরী
মুখোশ দেবে খুলে
ধন্যবাদ , বিজয়ী শুভেচ্ছা
জাকিয়া জেসমিন যূথী
আসছে ফাল্গুনের শুভেচ্ছা জানাই।
জিসান শা ইকরাম
জাতীয় দিবসেই আমরা সমগ্র জাতি এক আত্মা এক প্রান হয়ে যাই।
সুন্দর কবিতা।
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ ভাইয়া।
আসছে ফাল্গুনের শুভেচ্ছা জানাই।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর লিখেছো।
জাকিয়া জেসমিন যূথী
আসছে ফাল্গুনের শুভেচ্ছা জানাই তোমায়, প্রিয় বান্ধবী।
প্রদীপ চক্রবর্তী
বিজয়ের শুভেচ্ছা দিদি 🇧🇩❤
জাকিয়া জেসমিন যূথী
ফাল্গুনের অগ্রীম শুভেচ্ছা রইলো।
কামাল উদ্দিন
……………বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন আপু
জাকিয়া জেসমিন যূথী
ফাল্গুনের অগ্রীম শুভেচ্ছা রইলো প্রিয় ভাইয়া।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল ফাগুন শুভেচ্ছা
তৌহিদ
মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষের আত্মত্যাগ ভোলার নয়। তবে শুধুমাত্র একটি দিনে আমরা তাদের সম্মান জানাই এটা আমার কাছে দৃষ্টিকটু লাগে। মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ।আমাদের প্রজন্মের সকলেই তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। কাভার ফটো এবং আপনার ছাত্র-ছাত্রীদের তৈরি করা ছবি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা।
জাকিয়া জেসমিন যূথী
ঠিক বলেছেন ভাইয়া। আমাদের সারা বছর এ বিষয়ে সম্মান প্রদর্শন এবং চেতনায় রাখা উচিত।
সাবিনা ইয়াসমিন
বিজয়ের শুভেচ্ছা।
রুমন ভাইয়ের ডিজাইন দুটি অসাধারণ হয়েছে। এমন ছাত্র নিয়ে গর্ব করাই যায়।
শুভ কামনা 🌹🌹
জাকিয়া জেসমিন যূথী
জ্বী আপু, রুমন আর সূপর্ণা আমার ক্লাসের সেরা ছাত্র ছাত্রীদের মধ্যে অন্যতম। দোয়া করবেন ওনাদের জন্য।
মনির হোসেন মমি
চমৎকার ডিজাইন । বিজয়ের শুভেচ্ছা।
জাকিয়া জেসমিন যূথী
ধন্যবাদ ভাইয়া।
আপনাকে আসছে ফাল্গুনের শুভেচ্ছা।
বইমেলায় ইনশা আল্লাহ দেখা হবে