
গোলাপ:১
তপতী দাঁড়িয়ে আছে পার্কে জিসানের জন্য গোলাপ হাতে। অথচ জিসান আজ চাইনিজে বসেছে নীরার সাথে।
গোলাপ:২
প্রিয় কবির প্রস্থানে তৌহিদ এসেছে গোলাপ হাতে শেষ শ্রদ্ধা জানাতে।
গোলাপ:৩
এখানে ফুল ছিঁড়া নিষেধ। তাইতো সাবিনা উড়ে আসা একটা গোলাপের পাপড়ির আশায় বসে আছে, বইয়ের ফাঁকে রাখবে বলে।
গোলাপ :৪
ইন্জা, আজ তার বৌয়ের জন্য লাল গোলাপ এনেছে। ম্যারেজ ডে তাই।
গোলাপ: ৫
এক তোড়া গোলাপ নিয়ে সাত বছরের আমিনা সিগন্যালে গাড়ি থেমে গেলেই ; জানালার কাছে এসে কাতর আবেদন জানাচ্ছে, “আংকেল নেন, খুব সস্তা। বিশ টাকা মাত্র! ” আমার বোনটার তিনদিন থেকে জ্বর। একটু ওষুধ কিনবো।
গোলাপ :৬
চৌধুরী সাহেবের মেয়ের বিয়েতে অতিথিদের গোলাপের পাপড়ি বিছানো পথ দিয়ে, শহরের নামীদামী ব্যক্তিরা উপহার দিচ্ছে হীরার আংটি।
গোলাপ :৭
শত শত রঙিন গোলাপকে নিঙড়ে, পিষে, তাদের নির্যাস থেকে তৈরি হয় সুগন্ধি। বাবু বিবিদের মনোরন্জনের জন্য।
গোলাপ :৮
আমি প্রতিদিন ফুলদানিতে গোলাপ রাখি, তুমি আসবে বলে।
গোলাপ :৯
একজন বীর সাহসী মুক্তিযোদ্ধার জন্য একশ গোলাপ আনা হয়েছে; মালা বানানোর জন্য।
গোলাপ :১০
ডিসেম্বর মাসের সব গোলাপ ফুটেছে, হাজারও মুক্তিযোদ্ধাদের জন্য। যাঁরা আত্মোৎসর্গ করেছিলো এই প্রিয় দেশটার জন্য।
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর সুন্দর সুন্দর। নামগুলি পরিচিত
আরজু মুক্তা
শুভাশীষ জানবেন।
কামাল উদ্দিন
………….সুন্দর হয়েছে আপনার বাস্তবতার ছোয়া মাখা গোলাপ কথন।
আরজু মুক্তা
ভালো লাগলো ভাই।
কামাল উদ্দিন
শুভেচ্ছা নেবেন আপু
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
ডিসেম্বর মাসের সব গোলাপ ফুটেছে, হাজারও মুক্তিযোদ্ধাদের জন্য। যাঁরা আত্মোৎসর্গ করেছিলো এই প্রিয় দেশটার জন্য।
আরজু মুক্তা
শুভকামনা।
প্রদীপ চক্রবর্তী
চমৎকার লেখনী দিদি।
সাথে সুন্দর সুন্দর নাম সংযোজন।
আরজু মুক্তা
নামগুলো প্রতিকী। ভালো লাগলো।
মনির হোসেন মমি
আসলে তাই এমা সেই ফুটে অসংখ্য ফুল।প্রতিটি কথাই চমৎকার।
আরজু মুক্তা
মমি ভাই, ধন্যবাদ জানবেন।
সৈকত দে
এক কথায় মন্ত্রমুগ্ধ
আরজু মুক্তা
শুভকামনা
বন্যা লিপি
আহা! গোলাপের নানারঙের ব্যাবহার, মাধুর্য বর্ননায় মুগ্ধ হলাম।
বিজয় মাসের শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
আপনাকেও শুভেচ্ছা।
বরাবরি আপনার মন্তব্য ভালো লাগে
সাবিনা ইয়াসমিন
গোলাপ:৩
এখানে ফুল ছিঁড়া নিষেধ। তাইতো সাবিনা উড়ে আসা একটা গোলাপের পাপড়ির আশায় বসে আছে, বইয়ের ফাঁকে রাখবে বলে।…
আমি একজন সাবিনাকে চিনি, সে তার বইয়ের ভাঁজে গোলাপের পাপড়ি জমিয়ে রাখে। ☺☺
বিজয়ের মাসে খুব সুন্দর লেখা দিয়েছেন। গোলাপনামার প্রতিটি গল্পই খুব ভালো হয়েছে, আর শেষেরটির জন্যে দশে দশ দিলাম।
নিয়মিত ব্লগে আসুন, আর কোনো বাহানা এক্সেপ্ট করা হবে না। ব্লগে না দেখলেই সার্চ ওয়ারেন্ট পাঠানো হবে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
কেমনে মিলে গেলো? দশে দশ। সৌভাগ্যবতী মনে হচ্ছে।
অবশ্যই আসবো।
শুভকামনা।
তৌহিদ
গোলাপ নামার প্রতিটি গল্পই দারুণ হয়েছে। বিজয়ের মাসে আমাদের সকল মুক্তিযোদ্ধার জন্য একরাশ লালগোলাপ শুভেচ্ছা।
আরজু মুক্তা
শুভকামনা।
লাল সবুজের শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
গোলাপে গোলাপে ছয়লাব এই বিজয় উৎসব।
ঝরে পরা ঝরে যাওয়া গোলাপের হিসেব কেউ রাখে না।
আরজু মুক্তা
ঝরে পরা গোলাপের হিসেব নেই।
বিজয়ের লাল সবুজ শুভেচ্ছা।
নুরহোসেন
মডুদের ভিতরেও তাহলে রসটস আছে,
যাক ভালোই হলো!
আরজু মুক্তা
শুধু রসে না, অন্য কাজেও করিৎকর্মা।
জিসান শা ইকরাম
তপতীকে কি জিসান কোনো আশ্বাস দিয়েছিল যে সে গোলাপ হাতে দাড়িয়ে থাকবে?
” ডিসেম্বর মাসের সব গোলাপ ফুটেছে, হাজারও মুক্তিযোদ্ধাদের জন্য। যাঁরা আত্মোৎসর্গ করেছিলো এই প্রিয় দেশটার জন্য। ” – সব গোলাপ শহীদ মুক্তিযোদ্ধাদের হোক।
লেখাটি ভাল হয়েছে।
আরজু মুক্তা
আশ্বাস না দিলে দাঁড়িয়ে থাকে?
লেখাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা।
নিরব সাগর
এক গোলাপের কত অবস্থান । অনেক সুন্দর বর্ণনা।
আরজু মুক্তা
শুভকামনা