
আমাদের দেশে হুড়হুড় করে সবকিছুই বাড়ছে!
মানুষ বাড়ছে, বসতি বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে,
বিদ্যুতের বাম বাড়ছে, ঘুষ বাড়ছে, ঘুষখোর বাড়ছে
কর্মসংস্থান বাড়ছে, বেকার বাড়ছে, বেকারত্ব বাড়ছে।
রাস্তাঘাট বাড়ছে, ব্রিজ বাড়ছে, যানবাহন বাড়ছে,
যানজট বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, দুর্ঘটনা বাড়ছে, আহাজারি বাড়ছে, কান্না বাড়ছে, শোক বাড়ছে,
দুর্দশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে, বিক্ষোভ বাড়ছে।
স্কুল বাড়ছে, কলেজ বাড়ছে, শিক্ষার হার বাড়ছে,
শিক্ষিত বাড়ছে, দুশ্চরিত্র বাড়ছে, ধর্ষক বাড়ছে,
ধর্ষণ বাড়ছে, বলৎকার বাড়ছে, চোর বাড়ছে,
চুরি বাড়ছে, মাদক বাড়ছে, মাদকাসক্ত বাড়ছে।
বেতন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে,
সমস্যা বাড়ছে, প্রবাসী বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে,
আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে।
ক্যাসিনো বাড়ছে, জুয়াড়ি বাড়ছে, মামলা বাড়ছে,
দুর্নীতি বাড়ছে, দুর্নীতিবাজ বাড়ছে, অপরাধ বাড়ছে, অপরাধী বাড়ছে, ছিনতাই বাড়ছে, ধরপাকড় বাড়ছে, ডাকাতি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে।
মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মুসুল্লি বাড়ছে,
ঈমান বাড়ছে, বেঈমান বাড়ছে, বেঈমানী বাড়ছে,
গুজব বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, নেতা-নেত্রী বাড়ছে,
ক্রসফায়ার বাড়ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে।
৩২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
পরে মন্তব্য আসব দাদাভাই।
মনির হোসেন মমি
সবিই বাড়ার মধ্যেই আছে শুধু মানবতা বাড়ছে না। যান্ত্রিক জীবনে সব যন্ত্র হয়েই বেচে আছি।চমৎকার কবিতা।
নিতাই বাবু
বেড়ে যাওয়া আরও অনেককিছুই আমাদের এখনো দেখার বাকি আছে, মনির দাদা। কিন্তু বাড়ারও তো একটা সীমাবদ্ধতা আছে!
মোঃ মজিবর রহমান
বাড়েনি মানুসে মানুষে মমত্ববোধ
বাড়েনি মানুষের প্রতি মানুষের দায়ীত্ববোধ।
সুন্দর উপস্থাপন দাদা।
নিতাই বাবু
ঠিকই বলেছেন দাদা। শুভেচ্ছা জানবেন।
মোঃ মজিবর রহমান
হুম! ভাল থাকুন।
কামাল উদ্দিন
প্রতিকারের উপায় কি দাদা?
নিতাই বাবু
প্রতিকার হলো, সামনে আরও বাড়বে। এই বাড়ার লাগাম ধরে রাখা কঠিন হবে। শুভকামনা থাকলো দাদা।
সুরাইয়া পারভিন
শুধু সব খারাপ দিকগুলো বেড়েই চলেছে আর বেড়েই চলে।
বাড়েনি কেবল মানবতা, মনুষ্যত্ব, জ্ঞান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা,কৃতজ্ঞতা।
নিতাই বাবু
ভালো কিছু তেমন বাড়বে না বলে মনে। কারণ মানুষ দিনদিন হিংস্র হয়ে উঠছে। তাই মানবতা কমছে।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এস.জেড বাবু
বেতন বাড়ছে, আয় বাড়ছে, ব্যয় বাড়ছে,
সমস্যা বাড়ছে, প্রবাসী বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে,
আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে, লেনদেন বাড়ছে,
শিল্পপতি বাড়ছে, বাটপার বাড়ছে, বাটপারি বাড়ছে।
—-কিছু মানুষ বাড়া দরকার। সত্যিকার মানুষের খুবই অভাব চারপাশে।
নিরেট বাস্তবতা লিখেছেন।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় বাবু দাদা।
এস.জেড বাবু
আপনার ভাবনা যথেষ্ট সুন্দর।
আপনার জন্যও শুভকামনা।
নিতাই বাবু
প্রত্যুত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ!
রুমন আশরাফ
মানুষের প্রতি মানুষের মমতা কমছে। কমছে আন্তরিকতা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় রুমন দাদা। আশা করি ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
সবকিছুই বাড়ছে,
কেবল দেশাত্মবোধ, মানুষের প্রতি মানুষের মমতা, শিক্ষার মান, বড়দের প্রতি সন্মান কমেছে।
ভালো লেগেছে লেখা দাদা।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
শুধু বাড়ছেই।
বাড়ছে না শুধু মানুষের মূল্য।
বর্তমানে মানুষের মূল্য থেকে দ্রব্যমূল্যের দাম বেশি।
ভালো লাগলো লেখা দাদা।
নিতাই বাবু
আমরার বাড়ার মধ্যেই আছি, দাদা। কমানোর মধ্যে একেবারেই নাই। সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
বন্যা লিপি
আমার মন্তব্য কই গেলো? তিনজনের পরেই আমি মন্তব্য রেখে গিয়েছিলাম!
কি ভেল্কি শুরু হইলো আমার সাথে?😢
মানবতা বাড়েনাই
সহিষ্ণুতা বাড়েনাই
ধৈর্য বাড়েনাই
সবকিছু হারিয়ে যা বাড়ছে কেবলই বাড়ছে…..
এইসব বোধগুলো হারিয়েই বাড়ছে।
দারুন লিখেছেন দাদা।
নিতাই বাবু
যেমন বাড়ছে শিক্ষা, তেমন বাড়ছে অমানুষিকতা। তাই দিনদিন কমে যাচ্ছে মানবের মানবতা।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় বন্যা লিপি দিদি।
তৌহিদ
সবকিছু বাড়ছে। বাড়ছেনা আমাদের নৈতিকতা, মানবিকতা। দারুন একটি লেখা দাদা।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় তৌহিদ দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
সব কিছুই হু হু করে বেড়ে যাচ্ছে!
সব কিছুর পরেও কী যেন শুধুই কমে যাচ্ছে কমে যাচ্ছে।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ! জানাচ্ছি, শ্রদ্ধেয় ছাইরাছ দাদা।
নুর হোসেন
দেশটা নষ্টদের দখলে চলে গেছে,
দেশের মানুষ ভয়ংকর বিপদে আছে।
নিতাই বাবু
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
আরজু মুক্তা
মাথা নষ্টদের দখল বাড়ছে।
নিতাই বাবু
ঠিক বলেছেন দিদি। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সঞ্জয় মালাকার
দাদা সবিই বাড়ার মধ্যেই আছে শুধু মানবতা বাড়ছে না।
মানুষ মনুষ্যত্ব বুধ বাড়ছে না,।
নিতাই বাবু
আমরা সবদিক থেকেই বেড়ে চলছি দাদা। কিন্তু সভ্য আর সততায় আজও অনেক ধাপ পিছিয়ে আছি বিশ্ব থেকে।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।