
ইংরেজী Feature শব্দের বাংলা অর্থ বৈশিষ্ট্য। featured image বৈশিষ্ট্যযুক্ত ছবি।
আমরা যে লেখাটি ব্লগে প্রকাশ করবো, ফিচার ইমেজটি যেন হয় সে লেখা আনুযায়ী। ফিচার ছবি হিসেবে লেখকের ছবি আসে না কোনো মতেই। লেখকের ছবি ফিচার ছবি হিসেবে দিলে লেখক সম্পর্কে কিছু লেখা আছে পোস্টে এটি বুঝা যাবে। কিন্তু সোনেলায় দেখা যাচ্ছে অনেক লেখকই তার কবিতা গল্পে তার নিজের ছবি ফিচার ছবি হিসেবে দিচ্ছেন। লেখকের প্রোফাইল পিকচার হিসেবেই তো ছবি দেয়া থাকে প্রায় সবার, সেক্ষেত্রে ফিচার ছবি হিসেবে লেখকের ছবি দেয়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাইনা। মনে রাখতে হবে, আপনি একটি ব্লগে লিখছেন, ফেইসবুকে লিখছেন না। ফেইসবুকে আপনার বন্ধুদের সাথে আপনি যা পারেন, একটি উন্মুক্ত ব্লগে তা পারেন না।
আমি সোনেলায় একেবারেই নতুন নিবন্ধিত , তাই আমার এমন পোস্টকে অনেকেই স্পর্ধা হিসেবে গন্য করবেন হয়ত। তবে দীর্ঘদিন সোনেলার পাঠক হিসেবে আছি, ভবিষ্যতেও থাকবো।
মুল কথায় আসি, প্রথম পাতায় যে কয়টি লেখা বর্তমানে আমি দেখছি সে কয়টি লেখার ফিচার ইমেজ দিচ্ছি এই পোস্টে, সাথে আমার মতামত।
প্রথম পাতায় যে কোন পোস্টের প্রথম ছয় বা সাত লাইন দেখা যায় মোবাইলে। এই ছয় বা সাত লাইনের চেয়ে ফিচার ইমেজের উচ্চতা কোনো ক্রমেই বেশী হওয়া উচিৎ না। মোবাইলের স্ক্রিনে ব্লগার প্রফাইল পিকচার, নাম, পোস্টের শিরোনাম, ফিচার ইমেজ এবং পোস্টের প্রথম ছয়/ সাত লাইন একবারে যে সমস্ত পোষ্টে দেখা যাবে, তাকেই আমি ভালো ফিচার ইমেজ পোষ্ট সহ গন্য করবো।
একটি সঠিক মানের ফিচার ইমেজ সেটা যার উচ্চতা ইমেজের চওড়ার চেয়ে অর্ধেক। অর্থাৎ ইমেজের হরাইজন্টাল সাইজ যদি ৮০০ হয়, তবে ভার্টিকাল হওয়া উচিৎ ৪০০।
এটি ৮০০X৪০০ পিক্সেলের একটি ইমেজ। যারা পিক্সেলের মাপ অনুযায়ী ছবি রিসাইজ করতে পারেন না, তারা এমন ছবি নির্বাচন করুণ যা চওড়া উচ্চতার চেয়ে দ্বিগুণ।
দেখা যাক এই মুহুর্তের ফিচার ছবি দেয়া পোষ্ট সমুহঃ
১।
পারফেক্ট মাপের ফিচার ছবি।
২।
এটি ভালো ফিচার ছবির উদাহরন নয়। মোবাইল স্ক্রিনে লেখার সবটুকু আসে না। ছবিটি লম্বায় বড়।
৩।
ভালো ফিচার ছবি। আরো ভালো হতো মাথার উপর থেকে আর একটু কেটে দিলে।
৪।
খুব ভালো ফিচার ছবি। মোবাইলে স্ক্রিনে তার সবকিছু পরের পোষ্টেরও শিরোনাম পর্যন্ত দেখা যাচ্ছে।
৫।
চমৎকার ফিচার ছবি। পারফেক্ট বলা যায় এই ফিচার ছবিকে।
৬।
মোটেও ভালো নয়। স্ক্রিনে কোনো লেখা নেই। এতে বুঝা যায় লেখক লেখার চেয়ে ছবিকে গুরুত্ব দিয়েছেন বেশী। অনেকেই আছেন যারা এমন পোষ্ট এড়িয়ে যাবেন, অর্থাৎ পড়বেন না।
৭।
এটিও ভালো ফিচার ছবি নয়। লেখা কিছুটা দেখা যায়। মনে হয় লেখার তুলনায় ছবির গুরুত্ব বেশী।
৮।
ফটোগ্রাফার ভাইর তোলা ছবি। কিভাবে আমি বলবো ওনাকে? ভালো ছবি। তবে আরো ভালো হতো যদি উচ্চতা আর একটু কম হতো।
৯।
ভালো ফিচার ছবি নয়। লেখার তুলনায় ছবির প্রতি মনোযোগী বেশী বুঝা যায়। ছবিতে চোখ আঁটকে যাবার সম্ভাবনা।
১০।
এই ফিচার ছবিকে পারফেক্ট বলা যায়। খুব ভালো ফিচার ছবি। লেখার সাথে মানিয়ে ফিচার ছবি দেয়া হয়েছে।
১১।
ভালো, তবে আরো ভালো হতো ছবির উচ্চতা আর একটু কম থাকলে।
১২।
ভালো ফিচার ছবি, আরো ভালো হতো উচ্চতা আর একটু কম হলে।
১৩।
বেশী ভালো নয়। উচ্চতা কম হলে সঠিক হতো।
১৪।
বেশ ভালো ফিচার ছবি। উচ্চতা অল্প একটু কমালে একদম পারফেক্ট হতো।
আমার এই পোষ্ট দেখে অনেকেই আমার উপর রাগ করবেন জানি আমি। আমরা অনেকেই এই ফিচার ছবি সম্পর্কে অবগত নই। সোনেলার মাধ্যমে নিজেকে বিশ্ববাসীর কাছে সঠিক ভাবে তুলে ধরার জন্য আপনাদের প্রতি আমার এই নিবেদন। কাউকে ছোট করার জন্য নয়। কেহ মনে কষ্ট পেলে ক্ষমা করবেন আমাকে।
আমার চাওয়া সোনেলার ব্লগার গন যেন সব কিছুতে পারফেক্ট হন।
শুভ ব্লগিং।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অত্যন্ত প্রয়োজনীয় পোস্ট।
নিজের লেখার পূর্নাঙ্গ সৌন্দর্য কে আ চায়, এ ভাবে জানতে পেরে উপকৃত হলাম।
হৃদয়ের কথা
ধন্যবাদ ভাইয়া। পোস্ট নিয়ে একটু চিন্তিত ছিলাম, কে কিভাবে নেয় এই পোস্ট। আপনার মন্তব্য পেয়ে চিন্তামুক্ত হলাম। সবাই উপকৃত হলেই আমার লেখা সার্থক হবে।
কামাল উদ্দিন
শেখার কোন শেষ না, শিখে নিলাম। সামনে ঠিক করে দেব।
তবে একটা প্রতিবাদ আছে, আর তাহলো আমি ফটোগ্রাফার নই।
হৃদয়ের কথা
ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি ফটোগ্রাফার নন! এত সুন্দর সব ছবি ব্লগ কে দেয় তাহলে? 🙂
মনির হোসেন মমি
শেখার কোন বিকল্প নেই। আপনিতো বাহবা পাবার কাজ করেছেন। আমরা মানি আমিও এ সম্পর্কে জানতাম না তেমন ।জানিয়ে বেশ উপকৃত করলেন ভবিষৎ এ সতর্ক থাকা যাবে। ধন্যবাদ। পোষ্টটি স্টিকি হলে ভাল হয়।
হৃদয়ের কথা
ধন্যবাদ ভাইয়া আপনাকে। সব কিছুর একটা সৌন্দর্য আছে। আমাদের পোস্ট আমরাই সুন্দর করব। স্টিকি আমার পোস্ট! আমি কি তেমন ভাল কিছু লিখেছি?
মনির হোসেন মমি
ভাল মন্দের চেয়েও লেখাটার গুরুত্ব বুঝতে হবে।এ বিষয়ে ব্লগারদের জানার প্রয়োজনীয়তা আছে। স্টিকি হলে দেরীতে হলেও অনেকে এ বিষয়ে জানতে পারবেন।
হৃদয়ের কথা
বুঝতে পেরেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে আবারো।
নিতাই বাবু
সোনেলা ব্লগে আপনি “হৃদয়ের কথা” ছদ্মনামে আছেন বলেই হয়তো লেখার প্রথমাংশে আমার হৃদয়ের কথাই বলে ফেলেছেন নিশ্চয়ই! যেমন: পোস্টে নিজের ছবি নিয়ে যা লিখেছেন। আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। শুভ ব্লগিং সহ শুভেচ্ছা।
হৃদয়ের কথা
নিজের ছবি সাধারণত ব্লগে কেহ দেন না। যদিও দিতে বাধা নেই। অন্য ব্লগে নিজের ছবি পোস্টে দিলে কঠিন সমালোচনা যুক্ত মন্তব্য আসতো। ধন্যবাদ আপনাকে দাদা।
এস.জেড বাবু
চমৎকার পোষ্ট-
তবে হটাৎ একটা লিখার সাথে মানানসই ছবি খুঁজে পাওয়া দুরহ হয়- অনেক খুঁজে পাওয়া গেলেও কিছু ছবি এমন থাকে যে তা বেকগ্রাউন্ড চেঞ্জ না করে রিসাইজ করা সম্ভব হয়ে উঠে না।
সবসময় পিসিতে বসা সম্ভব হয়না, আবার কালেক্টেড ছবি মডিফাই করাটাও যুক্তিসংগত বিষয় হয় না।
তবুও প্রকাশনায় সৌন্দর্য সত্যিই গুরুত্বপূর্ণ- মনে করিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে কালেক্টেড ছবিগুলিও রিসাইজ করতে চেষ্টা করবো-
ধন্যবাদ আপনাকে
আশা করি সাহিত্য ভান্ডার সমৃদ্ধ হবে আপনার পদচারনায়।
স্বাগতম সোনেলায়।
হৃদয়ের কথা
এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
” প্রকাশনায় সৌন্দর্য সত্যিই গুরুত্বপুর্ন ” আসলেই তাই ভাইয়া।
প্লে স্টোরে ছবি রিসাইজ এবং ক্রপের অনেক এপ্লিকেশন আছে। সেট উপযোগী নিয়ে নিলেই হয়।
এস.জেড বাবু
হাতের দুটোই আইওএস-
বিশ্বাস যোগ্য তেমন কোন এপ্লিকেশান জানা থাকলে বলবেন- করে নিবো।
আর আপনাকে কি বলবো ? (যদি কিছু মনে না করেন)
ভাইজান না আপুমনি-
শুভেচ্ছা রইলো
হৃদয়ের কথা
আমি এন্ড্রয়েড ইউজার। আমি এপ্লিকেশন এর নাম এখানে দেবো ভাইয়া।
আমাকে ভাইয়া ডাকুন 🙂
এস.জেড বাবু
অনেক ধন্যবাদ ভাইজান।
আমি যেগুলি পেয়েছি- বা পাই, সবই পেমেন্ট এর এপ্লিকেশান।
অপেক্ষায় রইলাম- অনেক উপকার হবে তেমন কোন হদিস পেলে।
অনেক খুশি হলাম।
নিজের যত্ন নিবেন।
ভাল থাকুন।
হৃদয়ের কথা
আলাদা একটি পোস্ট দিয়ে জানাবো ভাই। আই ফোন এবং এন্ড্রয়েড উভয় মোবাইলের এপ্লিকেশন দিয়ে।
বন্যা লিপি
যথাযথ সময়োপযোগী জরুরী পোস্ট।
ধন্যবাদ আপনাকে। সবাই উপকৃত হবেন নিশ্চই আশা করি।শুভ ব্লগিং।
হৃদয়ের কথা
আপনাকেও ধন্যবাদ আপু। সবার উপকার হলেই আমার পোস্ট সার্থক। শুভ ব্লগিং।
নৃ মাসুদ রানা
সহমত এবং ধান জানাচ্ছি।
হৃদয়ের কথা
ধন্যবাদ ভাইয়া
নৃ মাসুদ রানা
দুঃখিত, (ধান) ধন্যবাদ√ জানাচ্ছি ।
হৃদয়ের কথা
বুঝেছি 🙂
মোঃ মজিবর রহমান
আমি এতো নিয়ম জানিনা তবে আমি ছবি ছোটকেই পছন্দ করি। আপনার লেখায় অনেক শিখলাম ভাই।
শুভ ব্লগিং
হৃদয়ের কথা
উপর নীচ এর চেয়ে চওরা বেশি এমন ছবি ফিচার ছবি হিসেবে ভালো। কমেন্ট বক্স এর মত হলেই হয়। ধন্যবাদ আপনাকে ভাই।
আরজু মুক্তা
শিখলাম ও জানলাম।
শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
দীর্ঘদিন পর এলেন, আর এসেই ক্লাস নেয়া শুরু করলেন। গুড, আমরা আপনার প্রতিভার তারিফ না করে পারছিনা। 🙂
এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন আপনি ব্লগে নিয়মিত লেখা / কমেন্ট না দিলেও এখানে খেয়াল অব্যাহত ভাবেই রাখছেন।
অত্যন্ত দরকারি পোস্টটি দেয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি ব্লগাররা ফিচার ছবির ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে সম্পূর্ন ধারণা পাবে।
নিয়মিত হোন।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।