—
গল্পটা দুজনের। পড়ার পর হাসবেন নাকি কি বলবেন আমি জানি না। তবে হুম, গল্পটায় আলাদা আলাদা ভাব আছে! দিয়া আর রাব্বির গল্প। দুজনেই দুজনের প্রেমে হাবুডুবু খায়। তবে কেউ কাউকে এখনো বলেনি। দেখি এখন পরে কি হয়!
—
দিয়া কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে উঠলো,আর রাব্বি ২ বছর আগেই উঠছে। তাই দিয়া মনে করে রাব্বিকে এখন সব বলা দরকার। তবে তাদের দুজনের মাঝে আলাদা আলাদা একটা ভাব আছে, যার কারনে তারা দুজনে চায় সবার মতো করে না করে,নিজেদের মতো করে একটা সম্পর্ক শুরু করা!
—
দিয়া ভাবলো, কাল রাব্বিকে সে কিছুক্ষণ দেখবে,তারপর মুচকি হাসবে,তার কাছাকাছি বসবে,এসব দেখে রাব্বি বুজতে পারবে সব,তারপর তার হাত ধরে বলবে, এতো ভালবাসো কেন আমাকে?প্রতিউত্তরে দিয়া বলবে,জানি না আর লজ্জায় মাথায় লুকাবে!
—
এদিকে রাব্বি কাল দেখা করার কথা শুনে ভাবলো,আমরা যদি ভালোবাসি না বলে ভালবাসা শুরু করি তাহলে কেমন হয়! মানে জানবো দুজন দুজনকে ভালবাসি কিন্তু কখনোই কেউ কাউকে ভালবাসি বলবো না!
—
দুজন ঠিকি সেদিন গেলো, কিন্তু কিছু হলো না। কারন দিয়া তার প্লান মতো রাব্বিকে ভালবাসি বলানোর জন্য তার ইঙ্গিত দিলো,আর রাব্বি তার প্লান মতো ভালবাসি না বলে ভালবাসার জন্য অভিনয় করে গেলো!
—
কিছুদিন পর দিয়া আবার দেখা করতে যাবে। এবার সে নিজের মুখেই বলবে ভালবাসি বলে ঠিক করলো।কারন সবসময় ছেলেরা আগে বলে, তাই সে এইবার আগে বলবে,তাহলে সবার থেকে আলাদা হবে শুরুটা!
—
এদিকে রাব্বি এবার ভাবলো,যেহেতু ভালবাসি না বলে তাদের সম্পর্ক সেদিন শুরু হয়েছে তাই দিয়া তাকে কতোটা ভালবাসে এটা দেখার জন্য সে কাল অসুস্থ হয়ে যাবে।
—
প্লান মতো দিয়া ভালবাসি বলতে গেলো,আর রাব্বি গেলো ভালবাসা মাপতে। কিন্তু সেদিনও কিছু হলো না। কারন রাব্বির অসুস্থতা দেখে দিয়া তাকে কি বলবে বা কি করবে বুঝে উঠতে না পেরে চুপ করে ছিলো, আর রাব্বি দিয়ার কাছ থেকে কোন প্রকার প্রত্যাশিত অস্থিরতা না দেখে সেও চুপ করে ছিলো।
—
এবার রাব্বি কিছুটা রাগ করলো দিয়ার এমন আচরণ দেখে। কারন সে অসুস্থ আর দিয়া চুপ করে থাকলো। আর দিয়াও সেদিনের জন্য প্রস্তুত ছিলো না,কিন্তু সেটা রাব্বি তো জানে না। আর দিয়ারও বেশ অভিমান হলো রাব্বির প্রতি,তার সেদিনই অসুস্থ হতে হবে এই ভেবে!
—
কিছুদিন যাওয়ার পর আবার দেখা করবে বলে ঠিক করলো তারা। দিয়া ভাবলো,যেহেতু আই লাভ ইউ বলা যাচ্ছে না, তাই আমি আই হেট ইউ বলবো ৷আর রাব্বি অবাক হবে। কারন সেও চায় আমাদের সম্পর্কটা আলাদা ভাবে শুরু হতে।
—
এদিকে রাব্বি ভাবলো,যেহেতু তাদের সম্পর্কের বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, তাই সে কাল দিয়ার হাত ধরে অনেকক্ষন হাটবে।
—
ব্যাপারটা এখন কি দাড়ালো? রাব্বির ভাবনা মতে তারা এখন একটা সম্পর্কে আছে, আর দিয়ার ভাবনা মতে কাল তাদের সম্পর্ক শুরু হবে আই হেট ইউ দিয়ে। কারন দিয়া জানে না যে, রাব্বি চায় ভালবাসি না বলে ভালবাসার সম্পর্ক গড়ে তুলা,আর রাব্বি জানে না যে, দিয়া চায়, আই হেট ইউ বলে সম্পর্কটা শুরু করা।
—
অবশেষে তারা মুখোমুখি হলো ৷ রাব্বি ভাবছে হাতটা কি ধরবো? আর দিয়া ভাবছে আমি কি তাকে বলবো? এমন একটা অবস্থায় দিয়া হঠাৎ বলে উঠলো, রাব্বি আই হেট ইউ! দিয়ার প্লান মতো রাব্বি ঠিকি অবাক হলো, কিন্তু এই সেই অবাক হওয়া নয় ৷কারন রাব্বির মতে তারা সম্পর্কে আছে, আর দিয়ার মতে আজ শুরু হবে তাদের সম্পর্ক। তাই রাব্বির মতে যেহেতু তাদের সম্পর্ক শুরু হয়ে গেছে তাই, এটা শুনার পর রাব্বি অবাক হয়ে গেলো। তাই কিছু না বলেই রাব্বি দ্রুত সেখান থেকে চলে গেলো।
—
বাসায় গিয়ে রাব্বি ভাবে,যে সম্পর্কের দুদিনের মাথায় আমাকে আই হেট ইউ বলে সে কিভাবে আমাকে নিয়ে সারাজীবন থাকবে? তাও মুখের উপর আই হেট ইউ বলে। না আমার ভাবনায় ভুল ছিলো। তাই রাব্বি দিয়াকে ভুলে যাওয়ার চেষ্টা করে।
—
এদিকে দিয়া ভাবে,রাব্বি আমাকে এভাবে ইগনোর করবে সেটা আমার জানা ছিলো না। সে যদি আমাকে ভালো না বাসে তাহলে এতোদিন এমন করার কি ছিলো? আসলে ছেলেরা এমনি! মেয়েদের অনূভুতি নিয়ে খেলতে তাদের বেশ ভালো লাগে।
[সম্পর্কে দুজন দুজনকে যতো সহজে বুঝতে পারবে,সম্পর্ক ততো সহজে দুজন দুজনকে কাছাকাছি এনে দিবে। যেখানে দুটি মন এক হয়ে যাবে। তখন দুটি মনের সব ভাবনাই এক হবে। তাই বুঝে উঠার ব্যাপারটাই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ! ]
১৯টি মন্তব্য
এস.জেড বাবু
এটা কি ইগো ?
একসাথে দুজনের মনের মধ্যে একই জীবানু-
ভবিষ্যত কেমন হতো ?
চমৎকার লিখেছেন,
বুঝে উঠার ব্যাপারটাই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাফি আরাফাত
জি ভাই।ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
ভালোবাসার বিয়োগাত্মক চিত্রনাট্য খুব সুন্দর লাগছে,
পর সাজানো সিকোয়েন্সগুলো ভালই হয়েছে।
আপনাকে তো রীতিমত বিশেষজ্ঞ মনে হচ্ছে!
রাফি আরাফাত
হাহাহা। কি যে বলি। ভালবাসা নিবেন! ধধন্যবাদ
মোঃ মজিবর রহমান
একবার পড়লাম কিছু বুঝলাম আবার পড়ে নেব ক্ষন।
রাফি আরাফাত
জি আচ্ছা ভাই। ধন্যবাদ
সুরাইয়া পারভিন
আসলে ভালোই হয়েছে এমন সম্পর্ক ভেঙে যাওয়ায়। যেখানে দু’টি মানুষ দুই মেরুতে অবস্থান করে সেখানে কোনো সুস্থ সম্পর্ক গড়ে উঠতেই পারে না।
চমৎকার লিখেছেন
রাফি আরাফাত
হয়তো এমনি আপু।
ধন্যবাদ।
ভালো থাকবেন
তৌহিদ
সম্পর্কে দ্বিচারিতা আসে মাঝেমধ্যে। ভীন্ন মেরুর দুই বাসিন্দার মাঝে এরকম হবে বলাই বাহুল্য।
ভালো লিখেছেন।
শিরোনামটা বাংলায় দিলে ভালো হতো। আ্যবনরমাল রিলেশন (Abnormal Relation) এভাবে।
রাফি আরাফাত
আচ্ছা ঠিক আছে ভাই। ভুলটা পরবর্তীতে ঠিক করে নিবো কেমন।
মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন
তৌহিদ
পরবর্তীতে ঠিক করবো মানে কি! আবার একই কাজ করবেন!! 😭😭
শায়লা শারমিন
কিছু কিছু ক্ষেত্রে সহজ কথা সহজে বলাই ভাল। গল্প ভাল লেগেছে।
রাফি আরাফাত
ধন্যবাদ আপু
চাটিগাঁ থেকে বাহার
গল্পের থিম ঠিক আছে তবে উপস্থাপনে আরো কৌশলী হতে হবে।
শুভ কামনা।
হালিম নজরুল
“এদিকে রাব্বি কাল দেখা করার কথা শুনে ভাবলো,আমরা যদি ভালোবাসি না বলে ভালবাসা শুরু করি তাহলে কেমন হয়! মানে জানবো দুজন দুজনকে ভালবাসি কিন্তু কখনোই কেউ কাউকে ভালবাসি বলবো না!”
————- কাউকে ভালবাসলে মুখে আগে বলতেই হবে,এটার সাথে আমিও একমত না।ভালবাসা অন্তরের ব্যপার এবং অন্তর দিয়ে বুঝে নেবার ব্যপার।
শাহরিন
ভাইয়া আসলেই সবাই নিজেকে আলাদা ভাবতে ভালোবাসে। কথাটি যথার্ত বলেছেন। দুনিয়াতে যত মানুষ তাদের ভালোবাসায় প্রকাশ ও ততো রকমের। মিষ্টি মিষ্টি একটি প্রেমের গল্প বিরহে সুন্দর করেই উপস্থাপন করেছেন। সুন্দর গল্প লিখেছেন আপনি।
জিসান শা ইকরাম
অত্যন্ত পরিপক্ক লেখা,
মুগ্ধ হলাম লেখাটি পড়ে।
শুভ কামনা।
আরজু মুক্তা
ভালো লাগলো। এই ইগোই তো খাইছে।
সাখিয়ারা আক্তার তন্নী
এটা কি হলো?
পরিনতি পাওয়ার আগেই সব শেষ…..
ভিন্ন রকম লিখা ভালো লাগলো।