
হেমন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় সকলি,,
শরৎ,,
শরৎ বিদায়ে আসলো হেসে প্রিয় হেমন্তকাল
শিশির ভেজা শীতের স্পর্শ মাখা মিষ্টি সকাল,
আলোর বানে উঠলো হেসে কৃষকের উঠোনে ধান
টুটে হাসি কণ্ঠে তাহার নবান্নের গান।
নবান্ন উৎসব হেমন্তের গান, নতুন ধানের চালে
বাহারি রঙের পিঠা পুলি যুক্ত হয়েছে সাথে,
খেজুর গাছে উঠবে কৃষক মাটির কলসি বাঁধিব তাতে
ফোটায় ফোটায় ভরবে কলসি মিষ্টি মধুর রসে।
সেই রসে রান্না হবে পিঠা পুলি নতুন চালের পায়েস
সেই পায়েসের মিষ্টি ঘ্রাণে ভরিবে মায়ের পরাণ,
সর্ষে ক্ষেতে আসিবে হেসে ফুলের গালিচায়
মৌমাছিরদের ভরবে ঘর অপেক্ষায় মৌয়াল।
শরৎ শেষে আসিল হেসে প্রিয় হেমন্তকাল
নতুন ঋতু নতুন গানে ভরে উঠুক সবার প্রাণ,
রাঙা বৌয়ের সাজে সাজুক হেমন্তের সকাল-
মায়ের হাসিতে সবুজ সোনালী কণ্ঠে মধুর গানা।
সঞ্জয় মালাকার //
২২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাল লেগেছে হেমন্ত বন্দনা। দাদা যদি লেখা হেমন্তের উতসব হয় তবে লেখার পুর্বে হেমন্য উতসব লেখা লাগবে।
সঞ্জয় মালাকার
হু, অবশ্যই দাদা পরের বার ঠিক লিখে দেবো,ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
শিরিন হক
শিশির ভেজা শীতের স্পর্শ মাখা মিষ্টি (সকল) এটা সকাল হবে না সকল হবে?
খুব ভালো লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি অনেকঅনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা,ওটা সকাল হবে, আমি সম্পাদনা করেনিয়েছি। টাইপিং মিস্টেক।
সুরাইয়া পারভিন
একটাকে বিদায় না দিলে আরেকটাকে স্বাগত জানানো যায়। প্রিয় শরৎ গেলো বলেই হেমন্ত আগমনী এমন সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ হলো
দারুণ প্রকাশ
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হেমন্ত বরণ সুন্দর লাগছে, শরৎ নিজেকে সরিয়ে নিয়েছে বলেই
হেমন্তকে পেলাম।
সঞ্জয় মালাকার
হু – ঠিক বলেছেন দাদা একজন সরিয়ে যাওয়াতেই তো আরেক জনের আনন্দ হয়,,
ধন্যবাদ দাদা হেমন্তের শুভেচ্ছা রইল ।।
সাবিনা ইয়াসমিন
নবান্নের গানে ভরে উঠুক কৃষকের মন-প্রান। হেমন্তের বন্দনায় অত্যন্ত সুন্দর লেখা দিয়েছেন দাদা। অনেক ভালোলাগা রইলো কবিতায়।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য মনে হলো দিদি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
বন্যা লিপি
কি সুন্দর সুন্দর উপমায় ব্লগ এখন হেমন্ত উৎসবে মেতেছে। যেন নতুন ধানের গন্ধে ম ম করছে উঠোন বাড়ি।
এরপরে আমার লেখা কেউ পড়বে বলে মনে হচ্ছেনা।
শুভ কামনা দাদা ভাই।
সঞ্জয় মালাকার
পড়বে দিদি পড়বে, আপনার লেখা সকলি পড়বে,। দিদি হেমন্তের শুভেচ্ছা ও ভালোবাসা আর ভালোবাসা।
তৌহিদ
দাদা, শিরোনাম এডিট করে হেমন্ত বন্দনা- হেমন্ত এভাবে দিন। তাহলে হেমন্ত বন্দনা উৎসবে লেখাটি চলে আসবে। কবিতা ভালো হয়েছে।
সঞ্জয় মালাকার
ঠিকআছে দাদা আমি এডিট করে নিয়েছ,
অজস্র ধন্যবাদ দাদা, অনেক অনেক ভালো লাগা রইল।
আরজু মুক্তা
ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা অফুরন্ত।
জিসান শা ইকরাম
হেমন্ত বন্দনা ভালো লেগেছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা অফুরন্ত ভাইজান, অনেক অনেক ভাল লাগা রইল।
চাটিগাঁ থেকে বাহার
রাঙা বৌয়ের সাজে সাজুক হেমন্তের সকাল-
মায়ের হাসিতে সবুজ সোনালী কণ্ঠে মধুর গান।
হেমন্ত বন্দনা ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যময় হলাম দাদা, রাশি রাশি শুভেচ্ছার ও ভালোবাসা রইলো।
রেহানা বীথি
হেমন্তের শুভেচ্ছা দাদা।
খুব সুন্দর লিখলেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, হেমন্তের শুভেচ্ছা রাশি রাশি।