হয়তো লিখবো আবার কখনো…..
নয়তো বন্ধ করে ডায়রীর পাতা ফিরে যাবো অন্যকোনো পৃষ্ঠায় লিখতে বাজার ফর্দ।
নির্বাসনের এক মহা গারদের ঘুলঘুলিতে আটকা থাকুক যাবতীয়
কাব্যের বর্ণমালা।
লিখবো……
সময়কে হাতে ধরে ঠাঁসবুনটে লিখে রেখে যাবো যাবতীয় প্রাপ্তি-অ-প্রাপ্তির
খেরো খরচা।
খুব করে দোটানা নয়! টানাটানি’র টানাপোড়েনে নিঃশ্ব ভালবাসার রম্যকথন নয়তো জলকাব্য।
খুব ইচ্ছের কাছে হেরে যাওয়া এক বিকেলের কাশফুল প্রণয়ের গল্প!
লিখবো…….
কষ্ট পেয়ে নষ্ট হওয়া অরন্যরোদনের ইতিকথা। বুকপাঁজরে জমিয়ে রাখা নিমতিতার উপকারী তিক্ততা।
৩২টি মন্তব্য
আকবর হোসেন রবিন
আমি আসলে সুন্দর করে মন্তব্য করতে পারিনা। তাই কিভাবে যে বলি বুঝতেছিনা।
শুধু জেনে রাখেন….. কবিতা মনে ধরেছে।
বন্যা লিপি
মনের গোছানো কথা টপাত করে ঝেরে দেবেন টাইপিংএ। সুন্দর এমনিতেই হয়ে উঠবে। চিন্তা কিসের? এই যে ছেড়ে দিলেন! “মনে ধরেছে” এর চাইতে সুন্দর আর কি বলার থাকে?
ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ লেখা পড়ে মন্তব্য করার জন্য।
সবসময় পাশে থাকবেন।
আকবর হোসেন রবিন
অবশ্যই আছি। আপনাকেও ধন্যবাদ।
তৌহিদ
লিখুন লিখুন, বাঁধা দিচ্ছে কে? আর বাঁধা দিলেইবা আমরা মানবো কেন? কবির লেখারা খেরো খাতায় শব্দের মালা বুনিক, পাঠক হিসেবে সবাই অবশ্যই পড়তে চাইবে।
টানাপোড়ন নয়, নির্ধিতায় শব্দেরা কাশফুলের কাব্যে কিংবা টানাপোড়নের ইতিকথা নিয়ে ফিরে আসুক এটাই কাম্য।
লেখা ভালো লেগেছে আপু।
নিতাই বাবু
আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম, দিদি। সাথে টানাপোড়েন একটি নাটকের ছবিও দিলাম। আশা করি দেখে নিবেন।
বন্যা লিপি
দাদা, অহরহ ছড়িয়ে ছিটিয়ে আছে টানাপোড়েনের ছবি। দেখতে দেখাতেই লেগে আছি নিত্য।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন সবসময়।
নাজমুল হুদা
ব্যস্ততার টানাপোড়েনে লিখা হয়ে যাবে আরেকটা কবিতা , হয়তো কেউ কেউ পড়বে নয়তো ইচ্ছের কাছে হেরে যাবে কবিতা।
এইতো টানাপোড়েন । ধন্যবাদ বড় আপু।
বন্যা লিপি
সেই তো!! যতসব টানাপোড়েনেই কবিতারা জন্ম নেয়। বেঁচে থাকুক তবু টানাপোড়েন।
ধন্যবাদ ছোটো ভাই, তুমি আমাকে বড় আপু ডাকো। আমার ছোটো ভাইবোন গুলো সব আমাকে বড় আপু ডাকে। তুমি ডাকলেই মনে হয় তুমি ওদেরই একজন।
খুব ভালো থেকো। শুভ কামনা।
নাজমুল হুদা
অবশ্যই বড় আপু ডাকবো । আপনার ভাইবোনদের মতো আমিও একজন ছোট।
আমি সত্যিই আপ্লুত এমন করে বলাতে।
বুঝা যায় আপনি কতটা আন্তরিক এবং বড় মনের মানুষ। কিছু কিছু মানুষ আছেন বাস্তবতাকেও হার মানিয়ে দেন তার মধ্যে আপনিও একজন।
আমি বড় আপু ডাকবো সবসময়। যদিও জানি না কোনোদিন দেখা হবে কিনা !
Shaila Sharmin
সুন্দর অভিব্যক্তি, আপু।
বন্যা লিপি
এই ব্লগে তোমাকে পেয়ে আমি যারপরনাই আনন্দিত সোনা পাখি❤❤❤
প্র্রোফাইলে ছবি এ্যাড কোরো।স্বাগত জানাই এই উঠোনে। তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো বিষয় নিয়ে লেখো। আমরা পড়তে চাই তোমার মেধাদীপ্ত লেখা।
ব্লগ পাবে একজন মেধাবী লেখক।
তোমার জন্য আমার ভালবাসা কতটুকু? তোমাকে নতুন করে বলার প্রয়োজন নেই।
ভালবাসি ❤❤❤❤❤
সুরাইয়া পারভিন
যিনি বাজারের ফর্দ লিখেন
তিনিই আবার শব্দে ছন্দে উপমায় দুর্দান্ত কবিতা লিখেন
চমৎকার লিখেছেন
বন্যা লিপি
রাঁধা আর চুল বাঁধা তো আমাদের বৈশিষ্ট আপু! বাজার ফর্দ লিখতে লিখতেই এসেযায় সংসারের বাজেট,আর আনুষঙ্গিক যত খেরোখরচার হিসেব। মন্তব্যে অজস্র কৃতজ্ঞতা জানবেন।
সাবিনা ইয়াসমিন
বেশ, লিখে রাখো
কালের ডায়েরীতে সময়ের হিসেব নিকেষ।
প্রাপ্তির বিনিময়ে প্রাপ্তিমালা,
উৎকোচের টানাপোড়নে
হতচ্ছাড়া খোঁয়া-স্বপ্নের অপ্রাপ্তি গুলো
রেখে দিও অদৃশ্য অক্ষরের বর্ণে…
ভালোবাসা নিরন্তর ❤❤
বন্যা লিপি
থাকুক এমনি করেই ডায়রীর পাতায় প্রাপ্তি অ-প্রাপ্তির হিসেব। নিভৃতে অবসরে উল্টেপাল্টে রোমন্থণ করার জন্য।
ভালোবাসা সখী ❤❤
রেহানা বীথি
অপূর্ব লিখলেন।
লিখুন, লিখতেই যে হবে এসব কষ্টগাঁথা
বন্যা লিপি
মাঝে মাঝে লেখারা হারিয়ে যায়। লিখতে পারিনা। সেই অনুভূতিতেই এ লেখা।ভালো থাকবেন সবসময়।
শুভ কামনা।
কামরুল ইসলাম
লেখা চলুক অবিরত,
মানে, অভিমানে, তিক্ততায়, রিক্ততায়,
সকল অনুভুতি ছুঁয়ে ।
বন্যা লিপি
হ্যাঁ ঠিকই বলেছেন। তিক্ততায়,রিক্ততায় লেখা চলবে অবিরত।শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
খুব করে দোটানা নয়! টানাটানি’র টানাপোড়েনে নিঃশ্ব ভালবাসার রম্যকথন নয়তো জলকাব্য। —- জল্কাব্য থেকে প্রেমেভরা ভালবাসায় ফুটে উঠক ডায়রির পাতা গুল।
বন্যা লিপি
ভাই মন্তব্যে ধন্যবাদ জানবেন।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন আপু।
আহমেদ ফাহাদ রাকা
অনেক ভালো একটা লেখা ❤️❤️❤️
বন্যা লিপি
ভালো থেকো। শুভ কামনা অবিরাম তোমার জন্য।
তৌহিদ
লিখুন লিখুন, বাঁধা দিচ্ছে কে? আর বাঁধা দিলেইবা আমরা মানবো কেন? কবির লেখারা খেরো খাতায় শব্দের মালা বুনিক, পাঠক হিসেবে সবাই অবশ্যই পড়তে চাইবে।
টানাপোড়ন নয়, নির্ধিতায় শব্দেরা কাশফুলের কাব্যে কিংবা টানাপোড়নের ইতিকথা নিয়ে ফিরে আসুক এটাই কাম্য।
লেখা ভালো লেগেছে আপু।
বন্যা লিপি
মাঝে মাঝে বিচলিত মস্তিষ্কের টানাপোড়েনে লেখা হাওয়া হয়ে যায় ভাই। এ তারই ফসল।
ভালো থাকবেন সবসময়।
শুভেচ্ছা জানবেন।
চাটিগাঁ থেকে বাহার
লিখুন, প্রাণ খুলে লিখুন।
লেখকের লেখার কারণে পাঠকের অনেক সম্ভাবনার দুয়ার খুলে যায়।
বন্যা লিপি
অনেক ধন্যবাদ প্রেরনার জন্যে।
শুভ কামনা জানবেন
জিসান শা ইকরাম
টানাপোড়ন থাকবেই,
এরমধ্যেই লেখালেখি চলবে,
চলতেই থাকবে।
শুভ কামনা।
বন্যা লিপি
হ্যাঁ তাইতো! এই লেখা সেই টানাপোড়েন থেকেই তো লেখা! চলছে চলবে ইনশাল্লাহ্।
শুভ কামনা।
আরজু মুক্তা
টানাপোড়নেই দারুণ কবিতা হয়।
বন্যা লিপি
দারুন হলে আরো দারুন হবে।
শুভ কামনা, ভালবাসা।